
ডেস্ক : রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন যারা
মাওলানা মো. তাজউদ্দীন, মাওলানা সাইফ, মুন্সী আব্দুল মাজেদ, ইউসুফ, আব্দুল মালেক, গোলাম মোহাম্মদ, মাওলানা শওকত হোসেন, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, মোহাম্মদ জাফর, আবুল কালাম ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম, হোসেন মোহাম্মদ আবু তাহের, মুফতি খাজা মাসুম, রফিকুল ইসলাম সবুজ, আব্দুল্লাহ, লুৎফুজ্জামান বাবর, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, বিডিআর জেনারেল আব্দুর রহিম, আবদুস সালাম পিন্টু, মোহাম্মদ হানিফ।
যাবজ্জীবন সাজা হলো যাদের
জঙ্গি শাহদাত উল্লাহ ওরফে জুয়েল, পীর সাহেব, মাওলানা আব্দুর রউফ, হান্নান সাদিক, আবদুর রাজ্জাক, ইয়াহিয়া, হাওলাদার, আরিফুল ইসলাম আরিফ, মুত্তাকীন, মোরসালিন, খলিল, জাহাঙ্গীর আলম, ইকবাল , তারেক জিয়া, হারিস চৌধুরী, কাজী মোফাজ্জল, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল আহমেদ।