
বাংলার খবর২৪.কম,বিনোদন ডেস্ক : সম্প্রতি সিনে-পাড়ায় খবর রটে স্বামী শান্তর সাথে ভাল নেই প্রভা। এমনকি নাটকের এক সহ অভিনেতার সাথে নাকি চুটিয়ে পরকীয়া-প্রেমও করছেন বিতর্কিত এই অভিনেত্রী।সংসারের আলাপ, বর্তমান ব্যাস্ততা নিয়ে ও নিজের পরকীয়া নিয়ে উঠা গুঞ্জন নিয়ে মিডিয়ার কাছে তাই মুখ খুলেলেন তিনি। জানালেন পরকীয়ার ব্যপারটি সত্য নয়। একটি মহলের অপপ্রচার। তবে এসব নিয়ে মুটেও ভাবছেন না তিনি। কোরবানির ঈদের নাটক নিয়ে প্রচণ্ড ব্যস্ততায় কটেছে তার দিন।স্বামী শান্তর সাথে তার বর্তমান টানাপোড়েন নিয়ে প্রভা বলেন, ইনশাআল্লাহ আমরা ভালো আছি। সবার দোয়ায় আমাদের দু’জনের ঘরে শান্তি আছে। আমার স্বামী (শান্ত) আমাকে সবসময় সব বিষয়ে সাহায্য করে। আমার বর্তমান সাফল্যের পেছনে ওর অবদান অনেক বেশি।