বাংলার খবর২৪.কম : ইসলাম অবমাননার সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ, গ্রেফতার ও শাস্তির দাবিতে এক সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান। বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদ চত্বরে ওই সমাবেশ করেন তারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ‘মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীকে কেবল মন্ত্রিসভা থেকে বাদ দিলেই হবে না। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ এবং মহানবী (সা.) কে নিয়ে জঘন্য কটূক্তির জন্য তাকে ফাঁসি দিতে হবে।’
তিনি আরো বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো প্রতিবন্ধকতাই আমাদের ঈমানি আন্দোলন দমাতে পারবে না।
এতে আরো বক্তব্য রাখেন- মাওলানা আব্দুর রব ইউসুফী, অধ্যাপক আব্দুল করিম খান, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা নোমান মাজহারী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি রেজাউল করীম, মুফতি জাকির হোসাইন খান, মাওলানা গোলাম আসগর প্রমুখ।