
বাংলার খবর২৪.কম : যানবাহনের বাড়তি চাপের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে ধীরগতিতে চলছে গাড়ি। ফলে অসহনীয় দুর্ভোগে পড়েছে ঘরমুখী মানুষ।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বানিয়াজুরি, মহাদেবপুর, বরংগাইল, টেপড়া ও উথলী বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে মাঝে মধ্যেই সৃষ্টি হচ্ছে যানজট।
পুলিশ জানিয়েছে, রাস্তার পাশে সিএনজি স্টেশন, পূজামণ্ডপ ও হাট-বাজার থাকার কারণে প্রায়ই যানবাহন থেমে যাচ্ছে।
এছাড়া রাস্তায় হঠাৎ গাড়ি বিকল হওয়ার কারণেও এই সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে পাটুরিয়া ফেরি ঘাটে ছোট গাড়ির বেশ চাপ থাকলেও,বড় ধরনের কোনো যানজট নেই।
বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯ শতাধিক ছোট গাড়ি নদী পার হয়েছে।