বাংলার খবর২৪.কম : ঈদ ও পূজায় যাত্রীদের বাড়ি পৌঁছা নির্বিঘ্ন করতে নৌ মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে দাবি করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, এবার প্রত্যেক নৌ ঘাট এলাকায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। যাতে লঞ্চ অতিরিক্ত কোনো যাত্রী নিতে না পারে।
শুক্রবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রী জানান, আমরা মাওয়া ঘাটে চলাচলকারী ১৩টি লঞ্চ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি। এই ১৩টি লঞ্চ এখানে চলার অনুপযোগী। যেমন পিনাক-৬ অনুপযোগী ছিল। সেই সময় মালিকদের চাপের কারণে অনুমোদন দিতে আমরা বাধ্য ছিলাম। পরবর্তীতে আমরা কঠোরভাবে সেই আইন বাস্তবায়নে কাজ করছি। যাতে কোনো মালিক অতিরিক্ত যাত্রী নিতে না পারে।
মন্ত্রী এসময় সরকারি বিভিন্ন উন্নয়নের ফিরিস্ত তুলে ধরেন।
জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. বাসুদেব কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
পরে মন্ত্রী মাদারীপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।