
বাংলার খবর২৪.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ ও বাতিল করার একটি নিয়ম রয়েছে। আবদুল লতিফ সিদ্দিকীর অব্যাহতির ক্ষেত্রেও সেসব নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাষ্ট্রপতি অব্যাহতি সংক্রান্ত ফাইলে সই করলেই তা কার্যকর হবে।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আমার নিজের ধর্মীয় অনুভূতিতে তিনি আঘাত করেছেন। তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দলের সভাপতি হিসেবে আমি এ ঘোষণা দিয়েছি। দলের কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ হাসিনা বলেন, আমার এ ঘোষণায় দ্বিমত করার মতো কোনো লোক দলীয় ফোরামে নেই।