
বাংলার খবর২৪.কম : রবিবার ১২ অক্টোবর রবিবার সকাল ১১টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধু কবিতা পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি আবুল বাসার সেরনিয়াবাদ সভাপতিত্বে আয়োজিত বিশ্ব নন্দিত নেত্রী শেখ হাসিনার ৬৮তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে “দুর্জয় সূর্য সন্তান” শীর্ষক আলোচনা সভা, কেক কাটা, নিবেদিত কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. আ.আ.স.ম আরেফিন সিদ্দিক, কবি মুহাম্মদ নুরুল হুদা, বঙ্গবন্ধু কবিতা পরিষদ উপদেষ্টা আলহাজ্ব রুহুল আমিন, তামান্না হক কনিকা, মোঃ রোকন উদ্দিন পাঠান, প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫সালের ১৫ আগস্ট প্রবাসে থেকে বেঁচেছিলেন বলে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার কার্যকর হয়েছে, ৭১’র পরাজিত শক্তি যুদ্ধাপরীদের বিচার হয়েছে। তার ৬৮তম জন্ম বার্ষিকীতে দীর্ঘায়ু কামনা করে নেত্রীর জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে আ.আ.স.ম আরেফিন সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষা উপর জোড় দিয়েছিলেন তিনি সদ্য নোবেল বিজয়ী পাকিস্তানী মালালার সঙ্গে সাক্ষাৎ করে তাকে নারী শিক্ষায় এবং অবহেলিত নারীদের পাশে থেকে কাজ করার জন্য অভিনন্দন জানিয়েছেন।