
ফারুক আহম্মেদ সুজন : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “লতিফ সিদ্দিকী মুসলমানদের মনে আঘাত দিয়ে বক্তব্য রেখেছেন। এই গর্হিত কাজের জন্য তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়েছে। আওয়ামী লীগ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, ধর্মহীনতায় নয়। হযরত মোহাম্মদ (সা.), হজ এবং তাবলিগ জামাত নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার সূচনা বক্তব্যের পরে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত আছেন।
সভা থেকে দলের প্রভাবশালী সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর বহিষ্কারের ঘোষণা আসতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের সম্ভাব্য আন্দোলন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর তৃণমূল কাউন্সিল ও দলের সাংগঠনিক সফরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাবিার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে যান। এ সময় তার সাথে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইয়াও। এদিকে রেওয়াজ অনুযায়ী বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী সে বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে থাকেন। রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর এ সাক্ষাতও তার ব্যাতিক্রম কিছু নয় বলে বঙ্গবভন সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, মহামান্য রাষ্ট্রপতি পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন। তার আগে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফেরেন। তাই তারা সৌজন্য সাক্ষাৎ করলেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্য বিষয়েও আলোচনা হতে পারে।
বন্ধ শিল্প কারখানা চালুর ব্যবস্থা নিতে হবে
শিল্প কারখানাগুলো ব্যক্তি মালিকানায় বিক্রি করবে না সরকার। বরং যেসব শিল্পকারখানা সরকারের কাছ থেকে কিনে নিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে যারা চালু করা হয়নি সেসব তাদের হাত থেকে উদ্ধার করতে হবে। এমনকি ব্যক্তিমালিকানায় থাকা বন্ধ শিল্প কারখানাগুলো তাদের হাত থেকে উদ্ধার করে ফের চালুর ব্যবস্থা নিতে হবে।
রোববার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনে এসে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিল্পকারখানাগুলোর পাশে থাকা জায়গাগুলো কাজে লাগানোর ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে কলকারখানাগুলো বেসরকারিকরণের উদ্যোগে দেখা গেছে অনেকে পানির দামে কারখানা কিনে কাঁচামাল, কেমিক্যাল, মেশিনারিজ টুকটাক বিক্রি করে পয়সা তোলার পর আর কারখানা চালু করেনি।
উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘নাবিস্কো বিক্রি হয় তখন মাত্র ৪ লাখ টাকায়। এর কেমিক্যাল, মেশিনারিজ বিক্রি করে কেনার টাকা উঠে যায়। পরে তারা আর শিল্প চালু করেনি।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল বন্ধ শিল্প-কারখানাগুলো চালু করা। আমরা ৯টি বন্ধ টেক্সটাইল মিল শ্রমিক ও বিনিয়োগকারীদের নিয়ে যৌথভাবে চালু করি। দুর্ভাগ্য, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শ্রমিকদের সুযোগও বন্ধ হয়ে যায়। কারখানাগুলোর অনেকগুলো বন্ধ হয়ে যায়। এগুলো আবার চালুর ব্যবস্থা নিতে হবে।’
পাটশিল্প ধ্বংসের জন্য বিএনপি-জামায়াত সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘একানব্বই সালে আমরা তখন অপজিশনে ছিলাম। আমি প্রত্যক্ষদর্শী। বিশ্বব্যাংকের সঙ্গে তখনকার সরকার একটা মেমোরেন্ডাম করে আসে বাংলাদেশের পাটকলগুলো ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে। দুর্ভাগ্যের বিষয় হলো, বিশ্বব্যাংক ভারতের সঙ্গে চুক্তি করে বিশ্বব্যাংক তাদের দেশে পাটকল স্থাপনে সহায়তা দেবে। তারা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করতে পারবে। আমার কাছে এটা এখনো বোধগম্য নয়, একটা দেশের সরকার কীভাবে এ ধরনের একটা সমঝোতা স্মারক সই করে আসে! আমি তখন পার্লামেন্টে বলেছিলাম, যে বাজার বাংলাদেশের নিয়ন্ত্রণে, সে বাজার কীভাবে আমরা আমাদের দেশের ইন্ডাস্ট্রি বন্ধ করে অন্যদেশকে দেই।’
তিনি বলেন, ‘আমাদের পাট নিয়ে চীন উন্নত কাপড় উৎপাদন করছে। এছাড়াও আমাদের পাট দিয়ে বিভিন্ন বিশ্বের দেশ নান ধরনের পণ্য তৈরি করছে। আমরা সে অবস্থায় কেন এখনও পৌঁছাতে পারিনি! আমাদের সেই ভাবে কাজ করতে হবে; যাতে করে আমরা দ্রুতই তাদের অবস্থায় পৌঁছাতে পারি।’
তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক পাট গবেষণা ইনস্টিটিউট বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। যা হতে দেয়া যাবে না। আমরা এটাকে নিজেদের গবেষণা কেন্দ্রে পরিণত করতে চাই।’
এসময় বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক ও প্রতিমন্ত্রী মির্জা আজমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।