বাংলার খবর২৪.কম : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা আগের চেয়ে ভালো তাই এখন ভিক্ষুককে দাওয়াত করে খাওয়াতে হয়। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা তিন হাজার থেকে পাঁচ হাজারে উন্নীত করেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুরে ‘হানাদার মুক্ত দিবস’ উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন, এ্যাডভোকেট আব্দুস সালাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন চঞ্চল ও রাসেল হোসেন।