
বাংলার খবর২৪.কম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আইয়ুবুর রহমানের নেতৃত্বে একটি দল সোমবার গাজীপুর ও নরসিংদীর তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছে।
পরিদর্শনকালে নরসিংদীর শিবপুর উপজেলায় অননুমোদিতভাবে অনুপস্থিত পাঁচ চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
অনুপস্থিত পাঁচ চিকিৎসক হলেন- ডা. মিতালী বণিক, ডা. রাফিয়া সুলতানা, ডা. মন্দিরা সরকার, ডা. ইশরাত জাহান অ্যানি এবং ডা. শোয়েব ইমতিয়াজ আলম।
এছাড়াও নরসিংদীর পলাশ উপজেলায় ১৯ চিকিৎসকের মধ্যে একদিনে একসাথে পাঁচ চিকিৎসককে ছুটি অনুমতি দেওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জু ভোজকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে।
এর আগে গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় ২৭ জন চিকিৎসকের সবাইকে কর্মস্থলে উপস্থিত পাওয়া গেছে।
দেশের বিভিন্ন উপজেলায় নিয়োগকৃত চিকিৎসকরা নিয়মিতভাবে কর্মস্থলে উপস্থিত থেকে চিকিৎসাসেবা দিচ্ছেন কিনা তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে কর্মকর্তারা আকস্মিকভাবে দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করছেন।