বাংলার খবর২৪.কম : মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির ঘটনায় তিন সচিব ও এক যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত এক ফাইলে স্বাক্ষর করেছেন। এরই প্রেক্ষিতে ওই চার কর্মকর্তাকে শোকজ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে তাদের ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে।
ওই চারজন হলেন, স্বাস্থ্য সচিব এম নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।
আর একই অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করা হয়েছে। একইসঙ্গে তার মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।
বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ওয়াহিদুজ্জামান।