
বাংলার খবর২৪.কম : মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে এবার সেই ভুয়া মুক্তিযোদ্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ২৩ অক্টোবর সকাল ১০টায় ওয়াহিদুর রহমানকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে এই তলব নোটিস পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী এই নোটিস পাঠিয়েছেন বলে সূত্র জানিয়েছে।
জানা যায়, ওয়াহিদুর রহমান চাকরিতে যোগদানের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেননি। মুক্তিবার্তার লাল বইয়ে তার নাম নেই। তিনি কোন ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, কোন সেক্টরে কোন অধিনায়ক বা কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন, এ সম্পর্কিত কোনো প্রমাণাদিও নেই।