
বাংলার খবর২৪.কম : অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের অনুষ্ঠানে এসে শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তনে ঘুমিয়ে পড়েন অনুষ্ঠানের অধিকাংশ দর্শক ও অতিথি।
শুক্রবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘ইকোনোমিক র্যাশনাল ফর দ্যা সেপারেশন অব কনভেনশনাল অ্যান্ড মার্চেন্ট ব্যাংকিং’ শীর্ষক সেমিনারের এ ঘটনা ঘটে।
বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠান শুরু হয়ে বক্তাদের দীর্ঘ বক্তব্য শুনতে শুনতে যখন বিকেল ৫টা বাজতে শুরু করলো এর আগ থেকেই ঘুমাচ্ছিলেন অনেকেই। সাড়ে ৫ টা বাজতেই প্রায় তিন চতুর্থাংশ শ্রোতা ঘুমিয়ে পড়েন। এছাড়া অনেক সাংবাদিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের আগেই চলে যান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ৫টা ২০ মিনিটে বক্তব্য রাখার কথা থাকলেও ৫টা ৫০ মিনিটেও বিশেষ অতিথির বক্তব্য শেষ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন- এতো দীর্ঘ আলোচনার কারণে সবার মধ্যে ঘুমের ভাব চলে আসে। তাই অতিথিদের আলোচনা আরো সংক্ষেপ করা উচিত ছিল।
অন্য এক অতিথি জানান, এত দীর্ঘ অনুষ্ঠানে একটু চায়ের ব্যবস্থা থাকলে ঘুম আসতো না। একে আয়োজকদের ব্যর্থতাই বললেন অতিথিরা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ সমিতির সহ-সভাপতি এবং সাবেক সভাপতি জামাল উদ্দীন আহমেদ।
বাংলাদেশ যুব অর্থনীতিবিদ সমিতির সভাপতি বদরুল মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক এ কে এম কামরুল আহছান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান জোয়ারদার, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান প্রমুখ।