অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের Logo সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ   Logo ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে Logo সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন Logo মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির Logo নাগরপুরে মাটি খেকোদের দৌরাত্ম কমাতে অভিযান ইউএনও নোমান Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ Logo অবরোধে বাধা দেওয়ার অভিযোগ, ওসিকে প্রত্যাহার দাবি বিএনপি নেতার Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড! Logo সীমান্ত হত্যার বিচার করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু দেশ-ভারতকে ড. শফিকুর রহমান

মালেশিয়ায় পাঠানোর নামে মানুষ পাচারকারী চক্রে আক্রান্ত নরশিংদী বাসী

খালেদ হোসেন সিফাত :500x350_dd47ffaf6e38e5236c07fa9eb87d4d5e_plane নরশিংদীর পল্লী এলাকাগুলোতে অনেক দরিদ্র পরিবারের বাস। তাই এসকল খেটে খাওয়া মানুষগুলোর সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে পেটের দায়। আর এই দুর্বলতাকে পুঁজি করে একটি চক্র তাদের সর্বশান্ত করছে। তাদের দেখানো হচ্ছে মালেশিয়া যেয়ে সেখানে অধিক আয়ের লোভ। স্থানীয়রা জানান, এই চক্রটি বর্তমানে বিশাল আকারে ছড়িয়ে পরেছে নরশিংদী জেলার সর্বত্র। এই চক্রের সদস্যরা এই হত-দরিদ্র পরিবারের যুবকদদের অতি সাবধানতার সাথে মিষ্টি কথায় প্রলোভিত করে। তার পর তাদের মালেশিয়ার নাম করে পাচার করে দেয়া হয় অন্য কোনো দেশে। সম্প্রতি এই চক্র আরেকটি দলকে পাচার করে যাদের উদ্ধার করে হয় থাইল্যান্ড এর এক দুর্গম অঞ্চলে। তারা প্রায় দীর্ঘ সাত দিন গাছের পাতা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে। এক পরিসংখ্যানে দেখা যায় গত এক বছর এ বাংলাদেশের মানুষ পাচারকৃত মোট সংখ্যার প্রায় দেড় হাজার মানুষ নরশিংদীর অধিবাসী। তাছাড়া স্থানীয়দের কাছে আরো জানা যায় সম্প্রতি মোট ছয় জন যুবক এ ফাদে পা দিয়ে মৃত্যুবরণ করে। স্থানীয় থানার ওসি কে এই বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়ায় তিনি জানান, নিদৃষ্ট প্রমাণ এর অভাবে এই চক্রের বিরুদ্ধে কোনো আইনানুগ পদক্ষেপ নিতে পারছেনা পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

মালেশিয়ায় পাঠানোর নামে মানুষ পাচারকারী চক্রে আক্রান্ত নরশিংদী বাসী

আপডেট টাইম : ০৫:০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০১৪

খালেদ হোসেন সিফাত :500x350_dd47ffaf6e38e5236c07fa9eb87d4d5e_plane নরশিংদীর পল্লী এলাকাগুলোতে অনেক দরিদ্র পরিবারের বাস। তাই এসকল খেটে খাওয়া মানুষগুলোর সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে পেটের দায়। আর এই দুর্বলতাকে পুঁজি করে একটি চক্র তাদের সর্বশান্ত করছে। তাদের দেখানো হচ্ছে মালেশিয়া যেয়ে সেখানে অধিক আয়ের লোভ। স্থানীয়রা জানান, এই চক্রটি বর্তমানে বিশাল আকারে ছড়িয়ে পরেছে নরশিংদী জেলার সর্বত্র। এই চক্রের সদস্যরা এই হত-দরিদ্র পরিবারের যুবকদদের অতি সাবধানতার সাথে মিষ্টি কথায় প্রলোভিত করে। তার পর তাদের মালেশিয়ার নাম করে পাচার করে দেয়া হয় অন্য কোনো দেশে। সম্প্রতি এই চক্র আরেকটি দলকে পাচার করে যাদের উদ্ধার করে হয় থাইল্যান্ড এর এক দুর্গম অঞ্চলে। তারা প্রায় দীর্ঘ সাত দিন গাছের পাতা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে। এক পরিসংখ্যানে দেখা যায় গত এক বছর এ বাংলাদেশের মানুষ পাচারকৃত মোট সংখ্যার প্রায় দেড় হাজার মানুষ নরশিংদীর অধিবাসী। তাছাড়া স্থানীয়দের কাছে আরো জানা যায় সম্প্রতি মোট ছয় জন যুবক এ ফাদে পা দিয়ে মৃত্যুবরণ করে। স্থানীয় থানার ওসি কে এই বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়ায় তিনি জানান, নিদৃষ্ট প্রমাণ এর অভাবে এই চক্রের বিরুদ্ধে কোনো আইনানুগ পদক্ষেপ নিতে পারছেনা পুলিশ।