
খালেদ হোসেন সিফাত : নরশিংদীর পল্লী এলাকাগুলোতে অনেক দরিদ্র পরিবারের বাস। তাই এসকল খেটে খাওয়া মানুষগুলোর সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে পেটের দায়। আর এই দুর্বলতাকে পুঁজি করে একটি চক্র তাদের সর্বশান্ত করছে। তাদের দেখানো হচ্ছে মালেশিয়া যেয়ে সেখানে অধিক আয়ের লোভ। স্থানীয়রা জানান, এই চক্রটি বর্তমানে বিশাল আকারে ছড়িয়ে পরেছে নরশিংদী জেলার সর্বত্র। এই চক্রের সদস্যরা এই হত-দরিদ্র পরিবারের যুবকদদের অতি সাবধানতার সাথে মিষ্টি কথায় প্রলোভিত করে। তার পর তাদের মালেশিয়ার নাম করে পাচার করে দেয়া হয় অন্য কোনো দেশে। সম্প্রতি এই চক্র আরেকটি দলকে পাচার করে যাদের উদ্ধার করে হয় থাইল্যান্ড এর এক দুর্গম অঞ্চলে। তারা প্রায় দীর্ঘ সাত দিন গাছের পাতা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে। এক পরিসংখ্যানে দেখা যায় গত এক বছর এ বাংলাদেশের মানুষ পাচারকৃত মোট সংখ্যার প্রায় দেড় হাজার মানুষ নরশিংদীর অধিবাসী। তাছাড়া স্থানীয়দের কাছে আরো জানা যায় সম্প্রতি মোট ছয় জন যুবক এ ফাদে পা দিয়ে মৃত্যুবরণ করে। স্থানীয় থানার ওসি কে এই বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়ায় তিনি জানান, নিদৃষ্ট প্রমাণ এর অভাবে এই চক্রের বিরুদ্ধে কোনো আইনানুগ পদক্ষেপ নিতে পারছেনা পুলিশ।