বাংলার খবর২৪.কম : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় সমৃদ্ধি নিশ্চিত করতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার্থীর হার শতকরা ২০ ভাগ করা হবে।
শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলনকক্ষে ‘বিদ্যমান দক্ষতা ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিতকরণ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
তিনি বলেন, শুধু বিএ, এমএ পাস করলেই হবে না, জীবিকা নির্বাহে সহায়তা করবে এমন কর্মমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা জাতীয় অগ্রাধিকার খাত। এরমধ্যে কারিগরি উপখাত হলো আরো প্রয়োজনীয়। কোরিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান ও ইউরোপীয় দেশসমূহে কারিগরি শিক্ষার্থীর হার শতকরা ৫০ ভাগ এর ওপরে। ২০০৯ সালে আমাদের দেশে এ হার ছিল শতকরা ১ ভাগ। বর্তমানে তা শতকরা আট ভাগে উন্নীত করা সম্ভব হয়েছে। এখন লাখ লাখ মেধাবী শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে চায়।
তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা সম্ভব।
তিনি বলেন, আমরা সরকার শিল্পকারখানার মালিক, বিনিয়োগকারী ও বিদেশি বাজারের চাহিদা নিরূপণ করে যুগোপযোগী সিলেবাস তৈরি করেছি। এ উপখাতের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করা হবে।