অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের Logo সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ   Logo ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে Logo সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন Logo মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির Logo নাগরপুরে মাটি খেকোদের দৌরাত্ম কমাতে অভিযান ইউএনও নোমান Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ Logo অবরোধে বাধা দেওয়ার অভিযোগ, ওসিকে প্রত্যাহার দাবি বিএনপি নেতার Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড! Logo সীমান্ত হত্যার বিচার করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু দেশ-ভারতকে ড. শফিকুর রহমান

দীপিকা কথা বললেন ক্যাটরিনার পক্ষে!

বাংলার খবর২৪.কম : 500x350_0b9ce97187adfb9a4ed32ed046b66c67_ei-149558দুই নায়িকার মধ্যে কখনও গভীর বন্ধুত্ব আশা করা যায় না। আর তারা যদি হন একই প্রেমিকের সঙ্গিনী, তবে তো কথাই নেই। বন্ধুত্ব তো দূরে থাক, দুজনার মাঝে পেশাদারিত্ব মনোভাব আশা করাও যেন বোকামি। কথা হচ্ছে রণবীর কাপুরের সাবেক এবং বর্তমান প্রেমিকা দীপিকা-ক্যাটরিনাকে নিয়ে। দীপিকার কাছ থেকে রণবীরকে অনেকটা ছিনিয়েই নেন ক্যাটরিনা। তবে ক্যাটরিনার প্রতি দীপিকার কখনোই বিদ্বেষের ছোঁয়া পাওয়া যায়নি।
সম্প্রতি মিডিয়ার সাথে আলাপচারিতার সময় দীপিকাকে ক্যাটরিনার উদাহরণ টেনে প্রশ্ন করা হলে এই অভিনেত্রীর উত্তরটিও মেলে বেশ অবাক করা। সম্প্রতি হ্যাপি নিউ ইয়ার সিনেমা সংবাদ সম্মেলনে উপস্থিত হন দীপিকা পাডুকোন। তাকে প্রশ্ন করা হয়, যাব তাক হ্যায় জান সিনেমার ক্যাটরিনার মতই কি হ্যাপি নিউ ইয়ারে দীপিকার চরিত্রটি কেবলই শোপিসের ন্যায় নয়? এমন প্রশ্নে দীপিকা সরাসরি জানান, ক্যাটরিনা কি যথেষ্ট পরিশ্রম করে সিনেমায় কাজ করেন নি? তবে কীভাবে আপনারা তাকে শোপিস বলতে পারেন।
সাংবাদিকদের এমন প্রশ্নে দীপিকা চাইলেই ক্যাটরিনার অভিনয়ে অদক্ষতাকে পুঁজি করে যেকোন মন্তব্য করতে পারতেন। কিন্তু তিনি বলেন, চরিত্র যতটুকুই থাকুক না কেন তার জন্য কিন্তু পরিশ্রমে কোন কার্পণ্য থাকে না। আর আরও বলতে চাই যে একজন নায়িকা হওয়াটা কিন্তু কোন মুখের কথা না এর জন্য আমারা সকলেই নিজের সামর্থ্যের সবটুকুই দিয়ে থাকি।
দীপিকা আর বলেন, অন্যের কাজ নিয়ে আমি কোন প্রকার মন্তব্য করতে চাই না। কেননা অন্যের কিছু কাজ আমাকে ছুঁয়ে যেতেও পারে আবার নাও যেতে পারে। কাজেই আমি শুধু আমার কাজ নিয়েই কথা বলতে চাই আর তাই বোধয় করা উচিত।

Tag :
জনপ্রিয় সংবাদ

৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

দীপিকা কথা বললেন ক্যাটরিনার পক্ষে!

আপডেট টাইম : ০২:০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : 500x350_0b9ce97187adfb9a4ed32ed046b66c67_ei-149558দুই নায়িকার মধ্যে কখনও গভীর বন্ধুত্ব আশা করা যায় না। আর তারা যদি হন একই প্রেমিকের সঙ্গিনী, তবে তো কথাই নেই। বন্ধুত্ব তো দূরে থাক, দুজনার মাঝে পেশাদারিত্ব মনোভাব আশা করাও যেন বোকামি। কথা হচ্ছে রণবীর কাপুরের সাবেক এবং বর্তমান প্রেমিকা দীপিকা-ক্যাটরিনাকে নিয়ে। দীপিকার কাছ থেকে রণবীরকে অনেকটা ছিনিয়েই নেন ক্যাটরিনা। তবে ক্যাটরিনার প্রতি দীপিকার কখনোই বিদ্বেষের ছোঁয়া পাওয়া যায়নি।
সম্প্রতি মিডিয়ার সাথে আলাপচারিতার সময় দীপিকাকে ক্যাটরিনার উদাহরণ টেনে প্রশ্ন করা হলে এই অভিনেত্রীর উত্তরটিও মেলে বেশ অবাক করা। সম্প্রতি হ্যাপি নিউ ইয়ার সিনেমা সংবাদ সম্মেলনে উপস্থিত হন দীপিকা পাডুকোন। তাকে প্রশ্ন করা হয়, যাব তাক হ্যায় জান সিনেমার ক্যাটরিনার মতই কি হ্যাপি নিউ ইয়ারে দীপিকার চরিত্রটি কেবলই শোপিসের ন্যায় নয়? এমন প্রশ্নে দীপিকা সরাসরি জানান, ক্যাটরিনা কি যথেষ্ট পরিশ্রম করে সিনেমায় কাজ করেন নি? তবে কীভাবে আপনারা তাকে শোপিস বলতে পারেন।
সাংবাদিকদের এমন প্রশ্নে দীপিকা চাইলেই ক্যাটরিনার অভিনয়ে অদক্ষতাকে পুঁজি করে যেকোন মন্তব্য করতে পারতেন। কিন্তু তিনি বলেন, চরিত্র যতটুকুই থাকুক না কেন তার জন্য কিন্তু পরিশ্রমে কোন কার্পণ্য থাকে না। আর আরও বলতে চাই যে একজন নায়িকা হওয়াটা কিন্তু কোন মুখের কথা না এর জন্য আমারা সকলেই নিজের সামর্থ্যের সবটুকুই দিয়ে থাকি।
দীপিকা আর বলেন, অন্যের কাজ নিয়ে আমি কোন প্রকার মন্তব্য করতে চাই না। কেননা অন্যের কিছু কাজ আমাকে ছুঁয়ে যেতেও পারে আবার নাও যেতে পারে। কাজেই আমি শুধু আমার কাজ নিয়েই কথা বলতে চাই আর তাই বোধয় করা উচিত।