পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক Logo লালমনিরহাটে আজহারীর মাহফিল, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত ৪ মাঠ Logo প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

দীপিকা কথা বললেন ক্যাটরিনার পক্ষে!

বাংলার খবর২৪.কম : 500x350_0b9ce97187adfb9a4ed32ed046b66c67_ei-149558দুই নায়িকার মধ্যে কখনও গভীর বন্ধুত্ব আশা করা যায় না। আর তারা যদি হন একই প্রেমিকের সঙ্গিনী, তবে তো কথাই নেই। বন্ধুত্ব তো দূরে থাক, দুজনার মাঝে পেশাদারিত্ব মনোভাব আশা করাও যেন বোকামি। কথা হচ্ছে রণবীর কাপুরের সাবেক এবং বর্তমান প্রেমিকা দীপিকা-ক্যাটরিনাকে নিয়ে। দীপিকার কাছ থেকে রণবীরকে অনেকটা ছিনিয়েই নেন ক্যাটরিনা। তবে ক্যাটরিনার প্রতি দীপিকার কখনোই বিদ্বেষের ছোঁয়া পাওয়া যায়নি।
সম্প্রতি মিডিয়ার সাথে আলাপচারিতার সময় দীপিকাকে ক্যাটরিনার উদাহরণ টেনে প্রশ্ন করা হলে এই অভিনেত্রীর উত্তরটিও মেলে বেশ অবাক করা। সম্প্রতি হ্যাপি নিউ ইয়ার সিনেমা সংবাদ সম্মেলনে উপস্থিত হন দীপিকা পাডুকোন। তাকে প্রশ্ন করা হয়, যাব তাক হ্যায় জান সিনেমার ক্যাটরিনার মতই কি হ্যাপি নিউ ইয়ারে দীপিকার চরিত্রটি কেবলই শোপিসের ন্যায় নয়? এমন প্রশ্নে দীপিকা সরাসরি জানান, ক্যাটরিনা কি যথেষ্ট পরিশ্রম করে সিনেমায় কাজ করেন নি? তবে কীভাবে আপনারা তাকে শোপিস বলতে পারেন।
সাংবাদিকদের এমন প্রশ্নে দীপিকা চাইলেই ক্যাটরিনার অভিনয়ে অদক্ষতাকে পুঁজি করে যেকোন মন্তব্য করতে পারতেন। কিন্তু তিনি বলেন, চরিত্র যতটুকুই থাকুক না কেন তার জন্য কিন্তু পরিশ্রমে কোন কার্পণ্য থাকে না। আর আরও বলতে চাই যে একজন নায়িকা হওয়াটা কিন্তু কোন মুখের কথা না এর জন্য আমারা সকলেই নিজের সামর্থ্যের সবটুকুই দিয়ে থাকি।
দীপিকা আর বলেন, অন্যের কাজ নিয়ে আমি কোন প্রকার মন্তব্য করতে চাই না। কেননা অন্যের কিছু কাজ আমাকে ছুঁয়ে যেতেও পারে আবার নাও যেতে পারে। কাজেই আমি শুধু আমার কাজ নিয়েই কথা বলতে চাই আর তাই বোধয় করা উচিত।

Tag :
জনপ্রিয় সংবাদ

আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায়

দীপিকা কথা বললেন ক্যাটরিনার পক্ষে!

আপডেট টাইম : ০২:০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : 500x350_0b9ce97187adfb9a4ed32ed046b66c67_ei-149558দুই নায়িকার মধ্যে কখনও গভীর বন্ধুত্ব আশা করা যায় না। আর তারা যদি হন একই প্রেমিকের সঙ্গিনী, তবে তো কথাই নেই। বন্ধুত্ব তো দূরে থাক, দুজনার মাঝে পেশাদারিত্ব মনোভাব আশা করাও যেন বোকামি। কথা হচ্ছে রণবীর কাপুরের সাবেক এবং বর্তমান প্রেমিকা দীপিকা-ক্যাটরিনাকে নিয়ে। দীপিকার কাছ থেকে রণবীরকে অনেকটা ছিনিয়েই নেন ক্যাটরিনা। তবে ক্যাটরিনার প্রতি দীপিকার কখনোই বিদ্বেষের ছোঁয়া পাওয়া যায়নি।
সম্প্রতি মিডিয়ার সাথে আলাপচারিতার সময় দীপিকাকে ক্যাটরিনার উদাহরণ টেনে প্রশ্ন করা হলে এই অভিনেত্রীর উত্তরটিও মেলে বেশ অবাক করা। সম্প্রতি হ্যাপি নিউ ইয়ার সিনেমা সংবাদ সম্মেলনে উপস্থিত হন দীপিকা পাডুকোন। তাকে প্রশ্ন করা হয়, যাব তাক হ্যায় জান সিনেমার ক্যাটরিনার মতই কি হ্যাপি নিউ ইয়ারে দীপিকার চরিত্রটি কেবলই শোপিসের ন্যায় নয়? এমন প্রশ্নে দীপিকা সরাসরি জানান, ক্যাটরিনা কি যথেষ্ট পরিশ্রম করে সিনেমায় কাজ করেন নি? তবে কীভাবে আপনারা তাকে শোপিস বলতে পারেন।
সাংবাদিকদের এমন প্রশ্নে দীপিকা চাইলেই ক্যাটরিনার অভিনয়ে অদক্ষতাকে পুঁজি করে যেকোন মন্তব্য করতে পারতেন। কিন্তু তিনি বলেন, চরিত্র যতটুকুই থাকুক না কেন তার জন্য কিন্তু পরিশ্রমে কোন কার্পণ্য থাকে না। আর আরও বলতে চাই যে একজন নায়িকা হওয়াটা কিন্তু কোন মুখের কথা না এর জন্য আমারা সকলেই নিজের সামর্থ্যের সবটুকুই দিয়ে থাকি।
দীপিকা আর বলেন, অন্যের কাজ নিয়ে আমি কোন প্রকার মন্তব্য করতে চাই না। কেননা অন্যের কিছু কাজ আমাকে ছুঁয়ে যেতেও পারে আবার নাও যেতে পারে। কাজেই আমি শুধু আমার কাজ নিয়েই কথা বলতে চাই আর তাই বোধয় করা উচিত।