
ফারুক আহম্মেদ সুজন : জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দীন চৌধুরী পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। ড. হোসেন মনসুরের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ড. অনুপম সাহাকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ- এর যানবাহন পুলের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামকে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।