
বাংলার খবর২৪.কম : নাটোরের বড়াইগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এছাড়াও নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী’র নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
কমিটির অন্য দু’জন সদস্য হচ্ছেন; নাটোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) এবং বিআরটিএ-র সহকারী পরিচালক। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে মন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। মন্ত্রী আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।