
ফারুক আহম্মেদ সুজন : জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও সাংসদ সাবের হোসেন চৌধুরীর বিজয়কে গণতন্ত্র ও জনগণের জয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সন্ধ্যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন হিসেবে ড. শিরিন শারমিন চৌধুরী ও আইপিইউ’র সভাপতি হিসেবে সাবের হোসেন চৌধুরী নির্বাচিত হওয়ায় তাদেরকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বার বার সদস্য পদ হারিয়ে এবার আমরা সংস্থা দু’টির প্রধান পদ লাভ করেছি। এটা গণতন্ত্রের বিজয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে। সকল বাধা অতিক্রম করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।