পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ কি নতিস্বীকার করল, সিএনজিচালকদের আন্দোলনের নেপথ্যে কারা? Logo শহীদ পরিবারের পাশে দাঁড়ালো স্মার্ট Logo লালমনিরহাটে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত Logo বিআরটিএ উত্তরা অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ Logo ফুলবাড়ীতে ভারতীয় বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে সাধারন কৃষকদের পিটিয়ে গেল Logo আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু Logo পাটগ্রামে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে ব্রাকের আইনী সুরক্ষা কর্মসূচির অভিভাবক সভা অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার 

তুলা চাষে বাম্পার ফলনেও হতাশ চাষিরা।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
বস্ত্র শিল্পের অন্যতম কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তুলা কিন্তু ঠচাহিদার তুলনায় তুলার চাষাবাদ অনেক কম থাকায় বস্ত্র তৈরির এই কাঁচামালের আমদানির উপর নির্ভরত করতে হয়। তবে
এবছর লালমনিরহাটে তুলার চাষাবাদ বেড়েছে। এখানকার উৎপাদিত তুলার মান আন্তর্জাতিক মানের। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সারসহ তুলা চাষে ব্যবহৃত জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় অন্যান্য আবাদি ফসলের ন্যায় তুলা আবাদেও অনেক খরচ বেড়েছে। তাই গত বছরের তুলনায় মণ প্রতি তুলার দাম প্রায় ১০০ টাকা বাড়লেও খুশি হতে পারেনি লালমনিরহাটের তুলা চাষিরা। গত বছর প্রতি মণ তুলা (আঁশ ও বীজ) বিক্রি হয়েছিল ৩৮০০ টাকা দরে। এ বছর প্রতি মণ তুলার দাম বেড়েছে ১০০ টাকা। এতে উৎপাদিত তুলা বিক্রি করে আশানুরূপ লাভ করতে পারছেন না বলে জানিয়েছেন হতাশা গ্রস্থ চাষিরা।

তুলা উন্নয়ন বোর্ড সূত্র থেকে জানান, এ বছর লালমনিরহাটে ৫৩০ জন কৃষক ১৫৪ হেক্টর জমিতে তুলা চাষ করেছেন। গত বছর ৫০০ কৃষক তুলা চাষ করেছিলেন ১৪২ হেক্টর জমিতে। অন্যদিকে হিসাব মতে গত বছর সারাদেশে ৪৫,১৫০ হেক্টর জমিতে তুলা উৎপাদন হয়েছিল ২,১০,০০ বেল। এবছর তুলা চাষ হয়েছে ৪৬,০০০ হেক্টর জমিতে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,২৮,০০০ বেল।

লালমনিরহাটের চর কটন ও আপলাইন কটন জাতের তুলা চাষ হচ্ছে। এসব জাতের তুলা প্রতিবিঘা (৩৩ শতাংশ )জমি থেকে আঁশ ও বীজসহ ১৩ থেকে ১৮ মণ পর্যন্ত উৎপাদন করছেন। এ বছর আঁশ ও বীজসহ প্রতিমণের দাম নির্ধারণ হয়েছে ৩,৯০০ টাকা। চাষিদের উৎপাদিত প্রতিমণ তুলা থেকে আঁশ পাওয়া যায় ১২ কেজি আর বীজ ২৮ কেজি। গত বছর প্রতি মণ তুলা (আঁশ ও বীজ) বিক্রি হয়েছিল ৩, ৮০০ টাকা দরে। এ বছর প্রতি মণ তুলার দাম বেড়েছে ১০০ টাকা। তুলার ভালো ফলনের কারণে এখানকার কৃষকরা আগ্রহী হয়ে উঠছে এবং বাড়ছে তুলাচাষীর সংখ্যা। কিন্তু বীজ, সার, কীটরনাশক ও ডিজেলের দাম বাড়ায় তুলাচাষে খরচও বেড়েছে। প্রতিমণ তুলা ৫ হাজার টাকা দরে বিক্রি করতে পারলে প্রত্যাশিত লাভ হবে বলে দাবি করছেন এ অঞ্চলের তুলা চাষিরা।

তুলা চাষিদের সাথে কথা বলে জানা গেছে , এ বছর প্রতি বিঘা জমিতে তুলা উৎপাদিত হয়েছে প্রায় ১৪থেকে১৬ মণ। এতে খরচ হয়েছে ১৬থেকে২০ হাজার টাকা। গত বছর খরচ হয়েছিল ১১থেকে১৪ হাজার টাকা।

তুলা চাষের জন্য উঁচু জমির প্রয়োজন হয় এবং এতে সময় লাগে আট মাস (মধ্য জুলাই থেকে মধ্য মার্চ)। স্বল্পমেয়াদী জাতের তুলা চাষের সুযোগ পেলে তারা জমিতে অন্য ফসল উৎপাদনের সুযোগ পেতেন।

লালমনিরহাট সদর উপজেলার চওড়াটারী গ্রামের এক তুলা চাষি জানান, গত বছর থেকে তারা হাইব্রিড জাতের তুলা চাষ করছেন। দুই বছর আগে স্থানীয় জাতের তুলা চাষ করে কম ফলন পেয়েছিলেন। তুলা চাষিরা বলেন আমরা তুলার ফলন পাচ্ছি আশানুরূপ। কিন্তু বাজারদর নিয়ে হতাশ। প্রতি মণ তুলা পাঁচ হাজার টাকা দরে বিক্রি করতে পারলে প্রত্যাশিত লাভ পেতাম।

লালমনিরহাট তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট অফিসার রেজাউল জানান, দেশে প্রতিবছর তুলার চাহিদা রয়েছে প্রায় ৮৫ লাখ বেল। প্রতি বছর প্রায় ৮৩ লাখ বেল তুলা আমদানি করতে হয় বিদেশ থেকে। এতে খরচ হয় প্রায় ৩৫ হাজার কোটি টাকা। তিনি বলেন, তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। তুলা চাষের জমিতে সাথী ফসল হিসেবে বিভিন্ন শাক-সবজি চাষের চর্চা শুরু হয়েছে। এতে সফলতাও পেয়েছেন কৃষকরা। বর্তমানে তুলাচাষিদের মধ্যে ৯০ শতাংশ কৃষকই হাইব্রিড জাতের তুলা চাষ করছেন এবং ১০ শতাংশ কৃষক স্থানীয় জাতের তুলা চাষ করছেন, ভালো দিক হচ্ছে আমাদের উৎপাদিত তুলা আন্তর্জাতিক মানের তাই আমরা মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের তুলা চাষের পদ্ধতি সম্পর্কে ধারণা দিচ্ছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ কি নতিস্বীকার করল, সিএনজিচালকদের আন্দোলনের নেপথ্যে কারা?

তুলা চাষে বাম্পার ফলনেও হতাশ চাষিরা।

আপডেট টাইম : ০৪:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
বস্ত্র শিল্পের অন্যতম কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তুলা কিন্তু ঠচাহিদার তুলনায় তুলার চাষাবাদ অনেক কম থাকায় বস্ত্র তৈরির এই কাঁচামালের আমদানির উপর নির্ভরত করতে হয়। তবে
এবছর লালমনিরহাটে তুলার চাষাবাদ বেড়েছে। এখানকার উৎপাদিত তুলার মান আন্তর্জাতিক মানের। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সারসহ তুলা চাষে ব্যবহৃত জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় অন্যান্য আবাদি ফসলের ন্যায় তুলা আবাদেও অনেক খরচ বেড়েছে। তাই গত বছরের তুলনায় মণ প্রতি তুলার দাম প্রায় ১০০ টাকা বাড়লেও খুশি হতে পারেনি লালমনিরহাটের তুলা চাষিরা। গত বছর প্রতি মণ তুলা (আঁশ ও বীজ) বিক্রি হয়েছিল ৩৮০০ টাকা দরে। এ বছর প্রতি মণ তুলার দাম বেড়েছে ১০০ টাকা। এতে উৎপাদিত তুলা বিক্রি করে আশানুরূপ লাভ করতে পারছেন না বলে জানিয়েছেন হতাশা গ্রস্থ চাষিরা।

তুলা উন্নয়ন বোর্ড সূত্র থেকে জানান, এ বছর লালমনিরহাটে ৫৩০ জন কৃষক ১৫৪ হেক্টর জমিতে তুলা চাষ করেছেন। গত বছর ৫০০ কৃষক তুলা চাষ করেছিলেন ১৪২ হেক্টর জমিতে। অন্যদিকে হিসাব মতে গত বছর সারাদেশে ৪৫,১৫০ হেক্টর জমিতে তুলা উৎপাদন হয়েছিল ২,১০,০০ বেল। এবছর তুলা চাষ হয়েছে ৪৬,০০০ হেক্টর জমিতে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,২৮,০০০ বেল।

লালমনিরহাটের চর কটন ও আপলাইন কটন জাতের তুলা চাষ হচ্ছে। এসব জাতের তুলা প্রতিবিঘা (৩৩ শতাংশ )জমি থেকে আঁশ ও বীজসহ ১৩ থেকে ১৮ মণ পর্যন্ত উৎপাদন করছেন। এ বছর আঁশ ও বীজসহ প্রতিমণের দাম নির্ধারণ হয়েছে ৩,৯০০ টাকা। চাষিদের উৎপাদিত প্রতিমণ তুলা থেকে আঁশ পাওয়া যায় ১২ কেজি আর বীজ ২৮ কেজি। গত বছর প্রতি মণ তুলা (আঁশ ও বীজ) বিক্রি হয়েছিল ৩, ৮০০ টাকা দরে। এ বছর প্রতি মণ তুলার দাম বেড়েছে ১০০ টাকা। তুলার ভালো ফলনের কারণে এখানকার কৃষকরা আগ্রহী হয়ে উঠছে এবং বাড়ছে তুলাচাষীর সংখ্যা। কিন্তু বীজ, সার, কীটরনাশক ও ডিজেলের দাম বাড়ায় তুলাচাষে খরচও বেড়েছে। প্রতিমণ তুলা ৫ হাজার টাকা দরে বিক্রি করতে পারলে প্রত্যাশিত লাভ হবে বলে দাবি করছেন এ অঞ্চলের তুলা চাষিরা।

তুলা চাষিদের সাথে কথা বলে জানা গেছে , এ বছর প্রতি বিঘা জমিতে তুলা উৎপাদিত হয়েছে প্রায় ১৪থেকে১৬ মণ। এতে খরচ হয়েছে ১৬থেকে২০ হাজার টাকা। গত বছর খরচ হয়েছিল ১১থেকে১৪ হাজার টাকা।

তুলা চাষের জন্য উঁচু জমির প্রয়োজন হয় এবং এতে সময় লাগে আট মাস (মধ্য জুলাই থেকে মধ্য মার্চ)। স্বল্পমেয়াদী জাতের তুলা চাষের সুযোগ পেলে তারা জমিতে অন্য ফসল উৎপাদনের সুযোগ পেতেন।

লালমনিরহাট সদর উপজেলার চওড়াটারী গ্রামের এক তুলা চাষি জানান, গত বছর থেকে তারা হাইব্রিড জাতের তুলা চাষ করছেন। দুই বছর আগে স্থানীয় জাতের তুলা চাষ করে কম ফলন পেয়েছিলেন। তুলা চাষিরা বলেন আমরা তুলার ফলন পাচ্ছি আশানুরূপ। কিন্তু বাজারদর নিয়ে হতাশ। প্রতি মণ তুলা পাঁচ হাজার টাকা দরে বিক্রি করতে পারলে প্রত্যাশিত লাভ পেতাম।

লালমনিরহাট তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট অফিসার রেজাউল জানান, দেশে প্রতিবছর তুলার চাহিদা রয়েছে প্রায় ৮৫ লাখ বেল। প্রতি বছর প্রায় ৮৩ লাখ বেল তুলা আমদানি করতে হয় বিদেশ থেকে। এতে খরচ হয় প্রায় ৩৫ হাজার কোটি টাকা। তিনি বলেন, তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। তুলা চাষের জমিতে সাথী ফসল হিসেবে বিভিন্ন শাক-সবজি চাষের চর্চা শুরু হয়েছে। এতে সফলতাও পেয়েছেন কৃষকরা। বর্তমানে তুলাচাষিদের মধ্যে ৯০ শতাংশ কৃষকই হাইব্রিড জাতের তুলা চাষ করছেন এবং ১০ শতাংশ কৃষক স্থানীয় জাতের তুলা চাষ করছেন, ভালো দিক হচ্ছে আমাদের উৎপাদিত তুলা আন্তর্জাতিক মানের তাই আমরা মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের তুলা চাষের পদ্ধতি সম্পর্কে ধারণা দিচ্ছি।