অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১ Logo প্রাকৃতিক দুর্যোগ হলে এইচএসসি পরীক্ষা কি চলবে, যা জানাল মন্ত্রণালয় Logo ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ Logo বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত Logo শার্শার সীমান্তবর্তী গোগা ও পুটখালী’র ৬টি করাত কল (স-মিল) বন্ধ করে দিয়েছে বিজিবি Logo সড়ক নয়, যেন মৃত্যু ফাঁদ! খানা-খন্দে ভরা নাভারন-সাতক্ষীরা মহাসড়ক, জলাবদ্ধতায় নরকযন্ত্রণা Logo তাড়াশে ভুয়া পশু চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা Logo বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাড়াশে আলোচনা সভা Logo আদমদিঘীতে ডাঃ জোবায়দা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত Logo ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

জাতীয় শিল্পনীতি-২০১৫ এর প্রাথমিক খসড়া প্রণীত

বাংলার খবর২৪.কম : pic-12_124610_55683জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ২৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে জাতীয় শিল্পনীতি-২০১৫ এর প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় গঠিত তিনটি উপ-কমিটির প্রতিবেদন সমন্বয় করে এ খসড়া প্রণয়ন করা হয়। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে শীঘ্রই শিল্পনীতির চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে।

রোববার বেলা সাড়ে ১১ টায় শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটি (ইসিএনসিআইডি) এর ২য় সভায় একথা জানানো হয়।

এর আগে দেশব্যাপী পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) এক সভায় আজকের গৃহীত সিদ্ধান্তগুলো সম্পর্কে পর্যালোচনা হয়েছিল।

আজকের সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন প্রণীত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এসময় জানানো হয়, আগামী তিন বছরে দেশের বিভিন্ন এলাকায় ১শ’টি এসএমই শিল্প ক্লাস্টার গড়ে তোলা হবে এবং এসব ক্লাস্টারকে এসএমই ঋণ সহায়তার আওতায় আনা হবে। রপ্তানি দক্ষতা বাড়াতে ১শ’ জন এসএমই উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে বলে সভায় তথ্য প্রকাশ করা হয়।

সভায় শিল্প স্থাপনে যৌক্তিকভাবে জমির ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। এ সময় শিল্প-কারখানা স্থাপনে জমি অধিগ্রহণের জন্য শিল্প, ভূমি, কৃষি, পরিবেশ ও বন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় হতে ২১টি জেলায় সম্পন্ন করা ল্যান্ড জোনিং রিপোর্ট এর আলোকে জেলাগুলোতে শিল্পায়নের ব্যাপক পরিকল্পনা নেয়া হবে বলে জানানো হয়।

সভায় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম মূল্যায়নের জন্য আইএমইডি’র নেতৃত্বে একটি রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ কমিটি এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ এসএমইখাতের উন্নয়নে কর্মরত সকল প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে সুপারিশ পেশ করবে বলে জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কৃষি সচিব ড. এস.এম. নাজমুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদারসহ শিল্প, বস্ত্র ও পাট, মৎস্য ও প্রাণিসম্পদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পরিবেশ ও বন, ভূমি, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিসিক, বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, পরিকল্পনা কমিশন, এমসিসিআই ও চট্টগ্রাম চেম্বারসহ সংশ্লিষ্ট সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১

জাতীয় শিল্পনীতি-২০১৫ এর প্রাথমিক খসড়া প্রণীত

আপডেট টাইম : ০১:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : pic-12_124610_55683জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ২৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে জাতীয় শিল্পনীতি-২০১৫ এর প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় গঠিত তিনটি উপ-কমিটির প্রতিবেদন সমন্বয় করে এ খসড়া প্রণয়ন করা হয়। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে শীঘ্রই শিল্পনীতির চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে।

রোববার বেলা সাড়ে ১১ টায় শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটি (ইসিএনসিআইডি) এর ২য় সভায় একথা জানানো হয়।

এর আগে দেশব্যাপী পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) এক সভায় আজকের গৃহীত সিদ্ধান্তগুলো সম্পর্কে পর্যালোচনা হয়েছিল।

আজকের সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন প্রণীত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এসময় জানানো হয়, আগামী তিন বছরে দেশের বিভিন্ন এলাকায় ১শ’টি এসএমই শিল্প ক্লাস্টার গড়ে তোলা হবে এবং এসব ক্লাস্টারকে এসএমই ঋণ সহায়তার আওতায় আনা হবে। রপ্তানি দক্ষতা বাড়াতে ১শ’ জন এসএমই উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে বলে সভায় তথ্য প্রকাশ করা হয়।

সভায় শিল্প স্থাপনে যৌক্তিকভাবে জমির ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। এ সময় শিল্প-কারখানা স্থাপনে জমি অধিগ্রহণের জন্য শিল্প, ভূমি, কৃষি, পরিবেশ ও বন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় হতে ২১টি জেলায় সম্পন্ন করা ল্যান্ড জোনিং রিপোর্ট এর আলোকে জেলাগুলোতে শিল্পায়নের ব্যাপক পরিকল্পনা নেয়া হবে বলে জানানো হয়।

সভায় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম মূল্যায়নের জন্য আইএমইডি’র নেতৃত্বে একটি রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ কমিটি এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ এসএমইখাতের উন্নয়নে কর্মরত সকল প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে সুপারিশ পেশ করবে বলে জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কৃষি সচিব ড. এস.এম. নাজমুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদারসহ শিল্প, বস্ত্র ও পাট, মৎস্য ও প্রাণিসম্পদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পরিবেশ ও বন, ভূমি, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিসিক, বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, পরিকল্পনা কমিশন, এমসিসিআই ও চট্টগ্রাম চেম্বারসহ সংশ্লিষ্ট সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।