অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে Logo সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন Logo মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির Logo নাগরপুরে মাটি খেকোদের দৌরাত্ম কমাতে অভিযান ইউএনও নোমান Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ Logo অবরোধে বাধা দেওয়ার অভিযোগ, ওসিকে প্রত্যাহার দাবি বিএনপি নেতার Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড! Logo সীমান্ত হত্যার বিচার করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু দেশ-ভারতকে ড. শফিকুর রহমান Logo বিজিবির বাঁধায় মাটি কাটার কাজ বন্ধ করল বিএসএফ Logo শৈলকুপা বি‌সিএস অ‌ফিসার্স ফোরা‌মের সভাপ‌তি ডাঃ মোঃ নাসির উ‌দ্দিন,সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উ‌দ্দিন,

২৫০ শয্যা বিশিষ্ট নামেই, ১০০ শয্যার বাজেটেই চলে বরগুনা সদর হাসপাতাল নেই সু-চিকিৎসা

তামান্না জেনিফার বরগুনা সংবাদদাতা : সরকারি প্রক্রিয়ার কারণেই আটকে আছে  ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বাজেট।
২০১০ সালে ১০০ শয্যার হাসপাতালটিকে আড়াই শ শয্যা করার ঘোষণা দেয়ার এক যুগ পরও সেটির বাস্তবায়ন হয়নি।বরগুনা সদর হাসপাতালটি নামে শুধুই ২৫০ শয্যা  বিশিষ্ট কিন্তু কাগজে কলমে বাজেট আসে এখনো ১০০ শয্যা বিশিষ্ট হাসাপাতালের।

আসলে ১০০ শয্যার হাসপাতালে যে চিকিৎসা পাওয়ার কথা, বরগুনাবাসী পাচ্ছে না সেটিও। যে চিকিৎসক থাকার কথা, আছে তার এক-চতুর্থাংশ। ফলে বোঝাই যায় কতটা ভঙ্গুর প্রায় ১৩ লাখ মানুষের এই জেলায় সরকারি চিকিৎসাসেবা।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ৫০ শয্যার চিকিৎসালয়টি আওয়ামী লীগের শাসনামলে ১৯৯৭ সালে ১০০ শয্যা করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার পরের বছর হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেয়া হয়।

২০১৩ সালে বরগুনা গণপূর্ত বিভাগ ৩১ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৫৭৭ টাকা ব্যয়ে সাততলা ভবনের নির্মাণকাজ শুরু করে। ২০১৮ সালে নতুন ভবন উদ্বোধন করা হয়। কিন্তু পরিপূর্ণ সেবা দেয়া যাচ্ছে না লোক বল এর অভাবের কারনে।

এর তিন বছর পর ২০২১ সালের জুন মাসে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, আড়াই শ শয্যার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ ২৫১ জনের কাজ করার কথা। কিন্তু সেখানে নেই ১০০ শয্যার প্রয়োজনীয় লোকবলই।

সেবা নিতে আসা রহমান বলেন, আমি আমার স্ত্রীকে  নিয়ে গাইনি ডাক্তার দেখাতে বরগুনা সদর হসপিটাল এ আসি। আমার স্ত্রী অসুস্থ থাকায় আমি একটু তাড়াতাড়ি আসি যেন দ্রুত ডাক্তার দেখাইয়া বাড়ি যাইতে পারি, কিন্তু ডাক্তারের এখানে অনেক সিরিয়াল লম্বা হওয়ার কারণে অনেক দেরি  হয়। ডাক্তার সাহেব ও তার সরকারীদের ব্যবহার ভাল না,অন্য রোগীর সাথেও  আমি খারাপ ব্যবহার করতে দেখেছি তারপরও ডাক্তার দেখাইতে পারিনি পরে ন্যাশনাল হসপিটালে গিয়ে দেখাইছি ।তিনি আরও বলেন হাসপাতাল যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে সুস্থ রোগীও অসুস্থ হয়ে যায়, আমরা যারা গরীব মানুষ ডাক্তার দেখাইতে আসি তাদের একটু  দাবি হাসপাতালটি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে।

আরও একজন সেবা নিতে আসা তসলিমা বেগম বলেন,আমি গরিব মানুষ দিন আনি দিন খাই ওষুধ কেনার টাকা থাকে না। আইছি হাসপাতালে ডাক্তার দেখাইয়া ওষুধ নিমু কিন্তু দেখি প্যারাসিটামল  ট্যাবলেটও নাই, অনেক সময় ঔষধ থাকে অনেক সময় থাকে না।

সহিদুল ইসলাম স্বপ্ন -( সমাজ সেবক,গণমাধ্যম কর্মী) বলেন,বরগুনার  ২৫০ শয্যার হাসপাতালের চিকিৎসাসেবা তিন-চতুর্থাংশ জনবল নেই। এটা নিয়েও আমরা আন্দোলন করেছি। স্বাস্থ্য বিভাগের অবহেলার কারণে শূন্যপদগুলো আজ পর্যন্ত পূর্ণ হয়নি।  ৩০ মাসের কাজ ৯ বছরেও শেষ হয়নি এখনো, চলমান আছে আড়াই শ শয্যার হাসপাতালের ভবন নির্মাণ কাজ ।

তিবি আরও বলেন‘২০১৮ সালে ভবন উদ্বোধনের পরও ছয় বছর শেষ। কিন্তু চিকিৎসাসেবা  পরিপূর্ণভাবে  শুরু করা
যায়নি। স্বাস্থ্যসেবার মতো মৌলিক সেবা খাতে যদি এমন অবস্থা থাকে তবে আমরা দুর্ভাগা ছাড়া কিছুই নই। এই জটিলতা নিরসন করে দ্রুত হাসপাতালটি পরিপূর্ণভাবে চালু করা এখন সময়ের দাবি।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ. কে. এম. নজমূল  আহসান তথ্য মতে, ১০০ শয্যার হাসপাতালের জনবল কাঠামো অনুযায়ী ৫৫ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু আছেন ১৬ জন। এদের মধ্যে তিনি একজন। বাকিদের মধ্যে একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), ছয়জন চিকিৎসক, সার্জারি ও অ্যানেসথেসিয়া, গাইনি ও অর্থোপেডিকস বিভাগ আছেন একজন করে জুনিয়র কনসালট্যান্ট এবং একজন হোমিও চিকিৎসক, একজন চক্ষু চিকিৎসক।এখনো ৩৮ টি পদ শূন্য রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের হসপিটালিটি নামে ২৫০শয্যা বিশিষ্ট কিন্তু বাজেট আসে এখনো ১০০ শয্যা বিশিষ্ট হাসাপাতালের। বরগুনা জেলার প্রায়  ১৩ লাখ মানুষের চিকিৎসাসেবা কার্যক্রম এক প্রকার চালিয়ে নিচ্ছি। লোকবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ না হওয়ায় আমরা নতুন ভবনে পরিপূর্ণ ভাবে চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারছি না।’

তিনি আরও যানান, ‘নিয়োগ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে জটিলতা চলছে। দুই সংস্থাই নিয়োগ দিতে চায়। এ কারণে জটিলতার সৃষ্টি হয়েছে। তাই হাসপাতালটি আমরা পরিপূর্ণভাবে  হাসপাতালের কাজগুলো সম্পন্ন করতে পারছি না।’

যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ মুজিবুর রহমান বলেন,প্রশাসনিক অনুমোদন হয় মিনিস্ট্রি থেকে, প্রস্তাবটা আসে স্থানীয় হসপিটাল থেকে যিনি তত্ত্বাবধায়ক থাকেন তার মাধ্যমে ।স্থানীয় তত্ত্বাবধায়কের ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালের একটি চাহিদা পত্র মন্ত্রণালয়ের দিতে হয় তার কত জনবল  এবং  বাজেট প্রয়োজন  । যদি সব প্রক্রিয়া সম্পন্ন করেও থাকে কি কারনে মন্ত্রণালয় আটকে আছে ফাইল এটা তদারকি করতে হবে,শুধু চিঠি দিলেই হবে না নিজ উদ্যোগ নিয়ে অধিদপ্তরে যোগাযোগ করতে হবে । যদি স্থানীয় তত্ত্বাবধায়ক এর কোন সহযোগিতার প্রয়োজন হয় এ কাজের জন্য এবং কোথায় ফাইল আটকে আছে, কি করলে দ্রুত কাজটি সম্পন্ন হবে এর সকল দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের কাছে চাইলে  আমরা করব।

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

২৫০ শয্যা বিশিষ্ট নামেই, ১০০ শয্যার বাজেটেই চলে বরগুনা সদর হাসপাতাল নেই সু-চিকিৎসা

আপডেট টাইম : ০১:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

তামান্না জেনিফার বরগুনা সংবাদদাতা : সরকারি প্রক্রিয়ার কারণেই আটকে আছে  ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বাজেট।
২০১০ সালে ১০০ শয্যার হাসপাতালটিকে আড়াই শ শয্যা করার ঘোষণা দেয়ার এক যুগ পরও সেটির বাস্তবায়ন হয়নি।বরগুনা সদর হাসপাতালটি নামে শুধুই ২৫০ শয্যা  বিশিষ্ট কিন্তু কাগজে কলমে বাজেট আসে এখনো ১০০ শয্যা বিশিষ্ট হাসাপাতালের।

আসলে ১০০ শয্যার হাসপাতালে যে চিকিৎসা পাওয়ার কথা, বরগুনাবাসী পাচ্ছে না সেটিও। যে চিকিৎসক থাকার কথা, আছে তার এক-চতুর্থাংশ। ফলে বোঝাই যায় কতটা ভঙ্গুর প্রায় ১৩ লাখ মানুষের এই জেলায় সরকারি চিকিৎসাসেবা।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ৫০ শয্যার চিকিৎসালয়টি আওয়ামী লীগের শাসনামলে ১৯৯৭ সালে ১০০ শয্যা করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার পরের বছর হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেয়া হয়।

২০১৩ সালে বরগুনা গণপূর্ত বিভাগ ৩১ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৫৭৭ টাকা ব্যয়ে সাততলা ভবনের নির্মাণকাজ শুরু করে। ২০১৮ সালে নতুন ভবন উদ্বোধন করা হয়। কিন্তু পরিপূর্ণ সেবা দেয়া যাচ্ছে না লোক বল এর অভাবের কারনে।

এর তিন বছর পর ২০২১ সালের জুন মাসে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, আড়াই শ শয্যার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ ২৫১ জনের কাজ করার কথা। কিন্তু সেখানে নেই ১০০ শয্যার প্রয়োজনীয় লোকবলই।

সেবা নিতে আসা রহমান বলেন, আমি আমার স্ত্রীকে  নিয়ে গাইনি ডাক্তার দেখাতে বরগুনা সদর হসপিটাল এ আসি। আমার স্ত্রী অসুস্থ থাকায় আমি একটু তাড়াতাড়ি আসি যেন দ্রুত ডাক্তার দেখাইয়া বাড়ি যাইতে পারি, কিন্তু ডাক্তারের এখানে অনেক সিরিয়াল লম্বা হওয়ার কারণে অনেক দেরি  হয়। ডাক্তার সাহেব ও তার সরকারীদের ব্যবহার ভাল না,অন্য রোগীর সাথেও  আমি খারাপ ব্যবহার করতে দেখেছি তারপরও ডাক্তার দেখাইতে পারিনি পরে ন্যাশনাল হসপিটালে গিয়ে দেখাইছি ।তিনি আরও বলেন হাসপাতাল যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে সুস্থ রোগীও অসুস্থ হয়ে যায়, আমরা যারা গরীব মানুষ ডাক্তার দেখাইতে আসি তাদের একটু  দাবি হাসপাতালটি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে।

আরও একজন সেবা নিতে আসা তসলিমা বেগম বলেন,আমি গরিব মানুষ দিন আনি দিন খাই ওষুধ কেনার টাকা থাকে না। আইছি হাসপাতালে ডাক্তার দেখাইয়া ওষুধ নিমু কিন্তু দেখি প্যারাসিটামল  ট্যাবলেটও নাই, অনেক সময় ঔষধ থাকে অনেক সময় থাকে না।

সহিদুল ইসলাম স্বপ্ন -( সমাজ সেবক,গণমাধ্যম কর্মী) বলেন,বরগুনার  ২৫০ শয্যার হাসপাতালের চিকিৎসাসেবা তিন-চতুর্থাংশ জনবল নেই। এটা নিয়েও আমরা আন্দোলন করেছি। স্বাস্থ্য বিভাগের অবহেলার কারণে শূন্যপদগুলো আজ পর্যন্ত পূর্ণ হয়নি।  ৩০ মাসের কাজ ৯ বছরেও শেষ হয়নি এখনো, চলমান আছে আড়াই শ শয্যার হাসপাতালের ভবন নির্মাণ কাজ ।

তিবি আরও বলেন‘২০১৮ সালে ভবন উদ্বোধনের পরও ছয় বছর শেষ। কিন্তু চিকিৎসাসেবা  পরিপূর্ণভাবে  শুরু করা
যায়নি। স্বাস্থ্যসেবার মতো মৌলিক সেবা খাতে যদি এমন অবস্থা থাকে তবে আমরা দুর্ভাগা ছাড়া কিছুই নই। এই জটিলতা নিরসন করে দ্রুত হাসপাতালটি পরিপূর্ণভাবে চালু করা এখন সময়ের দাবি।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ. কে. এম. নজমূল  আহসান তথ্য মতে, ১০০ শয্যার হাসপাতালের জনবল কাঠামো অনুযায়ী ৫৫ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু আছেন ১৬ জন। এদের মধ্যে তিনি একজন। বাকিদের মধ্যে একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), ছয়জন চিকিৎসক, সার্জারি ও অ্যানেসথেসিয়া, গাইনি ও অর্থোপেডিকস বিভাগ আছেন একজন করে জুনিয়র কনসালট্যান্ট এবং একজন হোমিও চিকিৎসক, একজন চক্ষু চিকিৎসক।এখনো ৩৮ টি পদ শূন্য রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের হসপিটালিটি নামে ২৫০শয্যা বিশিষ্ট কিন্তু বাজেট আসে এখনো ১০০ শয্যা বিশিষ্ট হাসাপাতালের। বরগুনা জেলার প্রায়  ১৩ লাখ মানুষের চিকিৎসাসেবা কার্যক্রম এক প্রকার চালিয়ে নিচ্ছি। লোকবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ না হওয়ায় আমরা নতুন ভবনে পরিপূর্ণ ভাবে চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারছি না।’

তিনি আরও যানান, ‘নিয়োগ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে জটিলতা চলছে। দুই সংস্থাই নিয়োগ দিতে চায়। এ কারণে জটিলতার সৃষ্টি হয়েছে। তাই হাসপাতালটি আমরা পরিপূর্ণভাবে  হাসপাতালের কাজগুলো সম্পন্ন করতে পারছি না।’

যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ মুজিবুর রহমান বলেন,প্রশাসনিক অনুমোদন হয় মিনিস্ট্রি থেকে, প্রস্তাবটা আসে স্থানীয় হসপিটাল থেকে যিনি তত্ত্বাবধায়ক থাকেন তার মাধ্যমে ।স্থানীয় তত্ত্বাবধায়কের ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালের একটি চাহিদা পত্র মন্ত্রণালয়ের দিতে হয় তার কত জনবল  এবং  বাজেট প্রয়োজন  । যদি সব প্রক্রিয়া সম্পন্ন করেও থাকে কি কারনে মন্ত্রণালয় আটকে আছে ফাইল এটা তদারকি করতে হবে,শুধু চিঠি দিলেই হবে না নিজ উদ্যোগ নিয়ে অধিদপ্তরে যোগাযোগ করতে হবে । যদি স্থানীয় তত্ত্বাবধায়ক এর কোন সহযোগিতার প্রয়োজন হয় এ কাজের জন্য এবং কোথায় ফাইল আটকে আছে, কি করলে দ্রুত কাজটি সম্পন্ন হবে এর সকল দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের কাছে চাইলে  আমরা করব।