
ফারুক আহম্মেদ সুজন : বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর অবস্থিত ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট। গ্রাহকদের সাথে প্রতারণায় জড়িত থাকার দায়ে দালাল চক্রের ১২ জনকে আটক করে ৩ মাস মেয়াদে দণ্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ (০৬.০৩.২০২৫) খ্রিঃ তারিখে দুপুর ১২টায় মিরপুর বিআরটিএ এবং পাশ্ববর্তী এলাকায় আদালত -০৩ এবং আদালত-৬ এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান ও মোহাম্মদ সাজিদ আনোয়ার এর যৌথ নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দালাল সন্দেহে প্রাথমিকভাবে ১৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে পরীক্ষা নীরিক্ষা করে মোট ১২ জনকে মোঃ আসাদুল ইসলাম (৩১), ইয়াসিন ইসলাম ইমন (২৫), মাসুদ রানা (৫০), মোঃ সুজন (২৪), মোঃ সবুজ কবিরাজ(৩০), ইমরান হোসেন (২৩), ১) মিন্টু(৪৫), মো জহির(৪৮), আশিক(২০), আবুল কাশেম(৩৮), মো: নাজমুল(২৫) এবং মো: বেল্লাল(২৬) প্রকৃত দালাল মর্মে শনাক্ত করা হয় এবং প্রত্যেককে ০৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় ম্যাজিস্ট্রেদ্বয় জানান,বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে বিআরটিএ দালালমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।