
সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদাবাজ চক্রের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিআরটিএ অফিস, সড়ক ও জনপথ, ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, ভূমি অফিস, সিটি কর্পোরেশনসহ একাধিক দপ্তরে কিছু অর্ধ-শিক্ষিত, ভবঘুরে নামধারী সংবাদমাধ্যমের ব্যানারে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
এই চক্রটি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পরামর্শকদের টার্গেট করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সাজিয়ে ভুয়া সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের অপতৎপরতায় সরকারি কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা দুশ্চিন্তায় পড়েছেন।
বিশেষ করে ঈদকে সামনে রেখে এই চাঁদাবাজির মাত্রা বেড়েছে। বেশ কয়েকটি ভূঁইফোড় পত্রিকার নামে পরিচয় দিয়ে বিভিন্ন মহলে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে। সচেতন মহল এ ধরনের কথিত সাংবাদিক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তারা এসব প্রতারকদের আইনের হাতে তুলে দেওয়ার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
অন্তবর্তীকালীন সরকার ইতোমধ্যে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে – চাঁদাবাজ চক্রের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করুন এবং দেশকে চাঁদাবাজ মুক্ত করতে ভূমিকা রাখুন।