পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এবার ব্রিটেনের ‘ইউকিপ’ নেতা নারী কেলেঙ্কারিতে পদ হারালেন

লন্ডন থেকে: ব্রিটেন জুড়ে এ মুহূর্তে সব চাইতে আলোচিত ‘ইউকিপ’ নামক তৃতীয় রাজনৈতিক এক দল- যারা ইতোমধ্যেই কনজারভেটিভ ও লেবার উভয় দলের ভোট বাক্সের ভোট কেটে বেশ নাটকীয় ও চাঞ্চল্যকর এক রাজনৈতিক হিসেব-নিকেশের জন্ম দিয়েছে। ইউকিপ লিডার নাইজেল ফারাজ ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা আর ক্রমবর্ধমান ইমিগ্র্যান্ট সমস্যা নিয়ে যতোটা না আলোচনায় চলে এসেছিলেন, ঠিক ততোটাই ভোট কেটে হিসেবের খাতায় উলোট-পালট করে দিয়েছিলেন লেবার আর টোরিদের সাজানো বাগানে।

গত দু’দিন ধরে রেডিও টেলিভিশন আর সংবাদপত্রে লিড শিরোনাম হচ্ছে ইউকিপ আর এর পার্টির সেক্রেটারি রজার বার্ড এবং পার্টির নমিনেশনের দাবিদার নাতাশা বোল্টার নামক সুন্দরী তরুণী। সংবাদপত্র আর রেডিও ভাষ্যমতে এই নাতাশা বোল্টারের সাথে ইউকিপ পার্টির সেক্রেটারি রজার বার্ড-এর কেলেঙ্কারি নিয়ে তোলপাড় এখন গোটা ব্রিটেন। নাতাশার সেক্সুয়াল হ্যারাসম্যান্টের দাবি জোরালোভাবে প্রত্যাখান করে আসছিলেন ইউকিপ এবং রজার বার্ড। রজার বার্ড আরো এক ধাপ এগিয়ে বলেছিলেন নাতাশা মিথ্যা বলছেন। কিন্তু আজ মেট্রো, রেডিও সহ বিভিন্ন গণ-মাধ্যমে নাতাশা আর রজারের মধ্যে টেকস্টের মাধ্যমে একে অন্যকে চাওয়ার ও ভালোবাসার যেসব কথা বা ম্যাসেজ আদান-প্রদান করা হয়েছে সব প্রকাশিত হয়েছে। এসব টেকস্ট গণ-মাধ্যমে প্রকাশের পর পরই পার্টির সেক্রেটারি রজার বার্ডের মুখোশ উন্মোচিত হয়ে যায়। পার্টির মুখপাত্র ইতিমধ্যেই রজার বার্ডকে পার্টির সেক্রেটারি জেনারেলের পদ থেকে বরখাস্ত করার সংবাদ নিশ্চিত করেছেন।

গত ৫ নভেম্বর, ২০১৪ ইং ৪১ বছর বয়সী সুন্দরী নাতাশা পার্টির সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আজকে যে টেকস্ট প্রকাশিত হয়েছে তাতে তারিখ রয়েছে সেই অভিযোগ দায়েরের চারদিন আগে, যাতে রজার বার্ড নাতাশাকে টেকস্ট ছাড়েন, তাতে তিনি লিখেন- আই লাভ ইউ, মিস ইউ এন্ড থিংক ইউ আর সর্ট অব পারফেক্ট। এর পরের দিন তিনি তার টেকস্ট এর মাধ্যমে জানান, তার অসুস্থতার খবর। এদিকে রজার বার্ড নাতাশার টেকস্ট প্রকাশ করেছেন তারও আগে। সেখানে তিনি টেকস্ট প্রকাশের মাধ্যমে বুঝাতে চেয়েছেন নাতাশা নিজেই তার জন্য পাগল। নাতাশা টেকস্ট লিখেছেন- আই লাভ ইউ বার্ড এন্ড উইশ ইউ লেট মি লুক আফটার ইউ। রজার বার্ড সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, তিনি নাতাশার সাথে সম্পর্ক গত ৬ নভেম্বর শেষ করে দিয়েছিলেন। ডেইলি টেলিগ্রাফকে রজার বার্ড নিজের স্বপক্ষে নাতাশার অভিযোগের জবাবে ডিফেন্ড করে বলেন, নাতাশা মিথ্যা বলছেন।

কিন্তু নাতাশা টাইমসকে জানান, তিনি ইউকিপের হয়ে পরবর্তী নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য রজার বার্ডের সহযোগিতা চাইলে তিনি ইন্টারভিউয়ের জন্য তাকে তার লন্ডনের ফ্ল্যাটে আমন্ত্রণ জানান। নাতাশা টাইমসকে বলেন, যখন তিনি রজারের সাথে দেখা করেন তখন তিনি দেখতে পান রজার তার ইন্টারভিউয়ের জন্য ইন্টারেস্টেড নন, বরং তাকে তিনি স্নোকার ক্লাবে নিয়ে যান এবং সেখানে তিনি শারীরিক সম্পর্ক করার জন্য আমন্ত্রণ জানান। নাতাশাকে তিনি তার বাসায় নিয়ে যাওয়ার কথা বলেন। নাতাশা রজারের আমন্ত্রণে সাড়া দেননি সেদিন।

পরে রজার নাতাশাকে তার অফিসে ডাকেন এবং সেখানে ডিনারের আমন্ত্রণের পাশাপাশি ড্রেস নিয়ে কমপ্লেইন করেন। নাতাশা রজারকে খুশী করতে টেড বেকার থেকে ১৬৯ পাউন্ড খরচ করে ড্রেস ও জুতো পরে গেলে তিনি তাকে ট্যাক্সি গার্ল এর সাথে তূলনা করেন। এতে নাতাশা বলেন, তাতে তিনি চরমভাবে অপমানিত হন।

ওই সন্ধ্যায় তিনি নাতাশাকে তার সাথে শারীরিক সম্পর্কের জন্য আমন্ত্রণ জানান, যা নাতাশা চাননি। নাতাশা টাইমসকে বলেন, রজারের এমন বার বার আহ্বানেও তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন, এমন কিছু করবেন না।

আজ রজার বার্ডকে পার্টির জেনারেল সেক্রেটারির পদ থেকে বরখাস্ত করা হয়েছে। অবশ্য, গতকাল মিস নাতাশা ইউকিপের বাসিলডন আসন থেকে তার নমিনেশন প্রত্যাহার করে নেন।

পার্টি থেকে বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত রজার বলেন, তিনি কোন অন্যায় করেননি।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

এবার ব্রিটেনের ‘ইউকিপ’ নেতা নারী কেলেঙ্কারিতে পদ হারালেন

আপডেট টাইম : ০২:০১:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪

লন্ডন থেকে: ব্রিটেন জুড়ে এ মুহূর্তে সব চাইতে আলোচিত ‘ইউকিপ’ নামক তৃতীয় রাজনৈতিক এক দল- যারা ইতোমধ্যেই কনজারভেটিভ ও লেবার উভয় দলের ভোট বাক্সের ভোট কেটে বেশ নাটকীয় ও চাঞ্চল্যকর এক রাজনৈতিক হিসেব-নিকেশের জন্ম দিয়েছে। ইউকিপ লিডার নাইজেল ফারাজ ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা আর ক্রমবর্ধমান ইমিগ্র্যান্ট সমস্যা নিয়ে যতোটা না আলোচনায় চলে এসেছিলেন, ঠিক ততোটাই ভোট কেটে হিসেবের খাতায় উলোট-পালট করে দিয়েছিলেন লেবার আর টোরিদের সাজানো বাগানে।

গত দু’দিন ধরে রেডিও টেলিভিশন আর সংবাদপত্রে লিড শিরোনাম হচ্ছে ইউকিপ আর এর পার্টির সেক্রেটারি রজার বার্ড এবং পার্টির নমিনেশনের দাবিদার নাতাশা বোল্টার নামক সুন্দরী তরুণী। সংবাদপত্র আর রেডিও ভাষ্যমতে এই নাতাশা বোল্টারের সাথে ইউকিপ পার্টির সেক্রেটারি রজার বার্ড-এর কেলেঙ্কারি নিয়ে তোলপাড় এখন গোটা ব্রিটেন। নাতাশার সেক্সুয়াল হ্যারাসম্যান্টের দাবি জোরালোভাবে প্রত্যাখান করে আসছিলেন ইউকিপ এবং রজার বার্ড। রজার বার্ড আরো এক ধাপ এগিয়ে বলেছিলেন নাতাশা মিথ্যা বলছেন। কিন্তু আজ মেট্রো, রেডিও সহ বিভিন্ন গণ-মাধ্যমে নাতাশা আর রজারের মধ্যে টেকস্টের মাধ্যমে একে অন্যকে চাওয়ার ও ভালোবাসার যেসব কথা বা ম্যাসেজ আদান-প্রদান করা হয়েছে সব প্রকাশিত হয়েছে। এসব টেকস্ট গণ-মাধ্যমে প্রকাশের পর পরই পার্টির সেক্রেটারি রজার বার্ডের মুখোশ উন্মোচিত হয়ে যায়। পার্টির মুখপাত্র ইতিমধ্যেই রজার বার্ডকে পার্টির সেক্রেটারি জেনারেলের পদ থেকে বরখাস্ত করার সংবাদ নিশ্চিত করেছেন।

গত ৫ নভেম্বর, ২০১৪ ইং ৪১ বছর বয়সী সুন্দরী নাতাশা পার্টির সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আজকে যে টেকস্ট প্রকাশিত হয়েছে তাতে তারিখ রয়েছে সেই অভিযোগ দায়েরের চারদিন আগে, যাতে রজার বার্ড নাতাশাকে টেকস্ট ছাড়েন, তাতে তিনি লিখেন- আই লাভ ইউ, মিস ইউ এন্ড থিংক ইউ আর সর্ট অব পারফেক্ট। এর পরের দিন তিনি তার টেকস্ট এর মাধ্যমে জানান, তার অসুস্থতার খবর। এদিকে রজার বার্ড নাতাশার টেকস্ট প্রকাশ করেছেন তারও আগে। সেখানে তিনি টেকস্ট প্রকাশের মাধ্যমে বুঝাতে চেয়েছেন নাতাশা নিজেই তার জন্য পাগল। নাতাশা টেকস্ট লিখেছেন- আই লাভ ইউ বার্ড এন্ড উইশ ইউ লেট মি লুক আফটার ইউ। রজার বার্ড সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, তিনি নাতাশার সাথে সম্পর্ক গত ৬ নভেম্বর শেষ করে দিয়েছিলেন। ডেইলি টেলিগ্রাফকে রজার বার্ড নিজের স্বপক্ষে নাতাশার অভিযোগের জবাবে ডিফেন্ড করে বলেন, নাতাশা মিথ্যা বলছেন।

কিন্তু নাতাশা টাইমসকে জানান, তিনি ইউকিপের হয়ে পরবর্তী নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য রজার বার্ডের সহযোগিতা চাইলে তিনি ইন্টারভিউয়ের জন্য তাকে তার লন্ডনের ফ্ল্যাটে আমন্ত্রণ জানান। নাতাশা টাইমসকে বলেন, যখন তিনি রজারের সাথে দেখা করেন তখন তিনি দেখতে পান রজার তার ইন্টারভিউয়ের জন্য ইন্টারেস্টেড নন, বরং তাকে তিনি স্নোকার ক্লাবে নিয়ে যান এবং সেখানে তিনি শারীরিক সম্পর্ক করার জন্য আমন্ত্রণ জানান। নাতাশাকে তিনি তার বাসায় নিয়ে যাওয়ার কথা বলেন। নাতাশা রজারের আমন্ত্রণে সাড়া দেননি সেদিন।

পরে রজার নাতাশাকে তার অফিসে ডাকেন এবং সেখানে ডিনারের আমন্ত্রণের পাশাপাশি ড্রেস নিয়ে কমপ্লেইন করেন। নাতাশা রজারকে খুশী করতে টেড বেকার থেকে ১৬৯ পাউন্ড খরচ করে ড্রেস ও জুতো পরে গেলে তিনি তাকে ট্যাক্সি গার্ল এর সাথে তূলনা করেন। এতে নাতাশা বলেন, তাতে তিনি চরমভাবে অপমানিত হন।

ওই সন্ধ্যায় তিনি নাতাশাকে তার সাথে শারীরিক সম্পর্কের জন্য আমন্ত্রণ জানান, যা নাতাশা চাননি। নাতাশা টাইমসকে বলেন, রজারের এমন বার বার আহ্বানেও তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন, এমন কিছু করবেন না।

আজ রজার বার্ডকে পার্টির জেনারেল সেক্রেটারির পদ থেকে বরখাস্ত করা হয়েছে। অবশ্য, গতকাল মিস নাতাশা ইউকিপের বাসিলডন আসন থেকে তার নমিনেশন প্রত্যাহার করে নেন।

পার্টি থেকে বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত রজার বলেন, তিনি কোন অন্যায় করেননি।