অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

পলাশবাড়ীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আহত ২০

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আট পুলিশ কন্সটেবলসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রংপুর-ঢাকা মহাসড়কে চলাচলরত কমপক্ষে ১৫টি যানবাহন ভাঙচুর করে। ফলে মহাসড়কে দুই ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ৭২ রাউন্ড শর্টগানের গুলি ও ১২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ঘটনাস্থল থেকে সাত জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে।

তাৎক্ষণিকভাবে আটকৃতদের পরিচয় ও আহতদের সংখ্যা এবং নাম জানা যায়নি।

পলাশবাড়ী থানার (ওসি) মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলা সদরের মিতালী হোটেল এলাকা থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার বিচারিক হত্যাকা-ের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করতে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু করে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কের সাথী সিনেমা হলের সামনে পৌঁছে পুলিশকে লক্ষ্য করে ইট-পালকেট নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করে।

এরপর দু’পক্ষের মধ্যে দফায়-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা উপজেলা সদরের অদুরে রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর-ব্র্যাক মোড় এলাকায় অবস্থান নেয়।

সেখানেও পুলিশ মহাসড়ক থেকে তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে জামায়াত-শিবির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ ও একাধিক বিস্ফোরণ ঘটায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭২ রাউন্ড শর্টগানের গুলি ও ১২ রাউন্ড টিয়ারসেল ছোড়ে। সংঘর্ষ চলাকালে জামায়াত-শিবির কর্মীরা মহাসড়কে চলাচলরত কমপক্ষে ১৫ টি গাড়ি ভাঙচুর করে।

সংঘর্ষে যানবাহনের চালক-যাত্রীসহ বেশ কয়েকজন আহত হন।

পলাশবাড়ী উপজেলা শিবির সেক্রেটারি আরিফুল ইসলাম দাবি করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জ করায় এ ঘটনার সূত্রপাত হয়।

তিনি আরো জানান, উপজেলা শিবির সভাপতি আশরাফুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৯ নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় সাত জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

পলাশবাড়ীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আহত ২০

আপডেট টাইম : ০৫:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০১৪

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আট পুলিশ কন্সটেবলসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রংপুর-ঢাকা মহাসড়কে চলাচলরত কমপক্ষে ১৫টি যানবাহন ভাঙচুর করে। ফলে মহাসড়কে দুই ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ৭২ রাউন্ড শর্টগানের গুলি ও ১২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ঘটনাস্থল থেকে সাত জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে।

তাৎক্ষণিকভাবে আটকৃতদের পরিচয় ও আহতদের সংখ্যা এবং নাম জানা যায়নি।

পলাশবাড়ী থানার (ওসি) মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলা সদরের মিতালী হোটেল এলাকা থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার বিচারিক হত্যাকা-ের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করতে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু করে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কের সাথী সিনেমা হলের সামনে পৌঁছে পুলিশকে লক্ষ্য করে ইট-পালকেট নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করে।

এরপর দু’পক্ষের মধ্যে দফায়-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা উপজেলা সদরের অদুরে রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর-ব্র্যাক মোড় এলাকায় অবস্থান নেয়।

সেখানেও পুলিশ মহাসড়ক থেকে তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে জামায়াত-শিবির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ ও একাধিক বিস্ফোরণ ঘটায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭২ রাউন্ড শর্টগানের গুলি ও ১২ রাউন্ড টিয়ারসেল ছোড়ে। সংঘর্ষ চলাকালে জামায়াত-শিবির কর্মীরা মহাসড়কে চলাচলরত কমপক্ষে ১৫ টি গাড়ি ভাঙচুর করে।

সংঘর্ষে যানবাহনের চালক-যাত্রীসহ বেশ কয়েকজন আহত হন।

পলাশবাড়ী উপজেলা শিবির সেক্রেটারি আরিফুল ইসলাম দাবি করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জ করায় এ ঘটনার সূত্রপাত হয়।

তিনি আরো জানান, উপজেলা শিবির সভাপতি আশরাফুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৯ নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় সাত জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।