অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

প্রবাসে গিয়ে পঙ্গুত্বের পথে গৃহকর্মী নিপা

লেবানন : বহু আশা নিয়ে অর্থ ঊপার্জন করে পরিবারকে স্বচ্ছল করার আশায় দেড় বছর আগে লেবাননে পাড়ি জমায় হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার আখাউরা গ্রামের শহিদ মিয়ার মেয়ে নিপা। ভাগ্যের কি নির্মম পরিহাস আর দশজনার মত কাজ মেলেনি নিপার, মালিক বদমেজাজি হওয়ায় কাজে একটু ভুল হলেই বেদম প্রহার করা হত তাকে। অতিরিক্ত আঘাতে নিপার পা দুটি অবশ হয়ে গেছে, কেউ ধরে না হাঁটালে হাঁটতে পারেননা তিনি। খুবই অমানবিক পরিস্থিতে দিন কাটাচ্ছেন নিপা।

নিপা জানান- সবার মত অনেক আশা নিয়ে আমিও লেবানন আসি কিছু অর্থের আশায়, কিন্তু সুখ আমার কপালে সইলনা। লেবানন আসার পর থেকেই মালিক মালিকের স্ত্রী খুব মারধর করত। মারের ভয়ে দেশে পাঠিয়ে দিতে বলি, তাতে রাজিতো হলেনই না আমাকে হাসপাতালে পর্যন্ত নিতে চাননি।

নিপা আরো জানান, অতিরিক্ত প্রহারের ভয়ে তিনি পালাতে চেষ্টা করেন কিন্তু তাতে বিফল হওয়ায় সমস্যা আরো বেড়ে যায়, অসুস্থ শরীর নিয়ে কাজ করতে কষ্ট হওয়ায় নিপা একদিন কাজে সময় বেশি নেয়। তাই তার মালিক তাকে খাটিয়ার সঙ্গে বেঁধে বেল্ট দিয়ে পায়ে প্রহার করে, তারপর থেকে পায়ে চলতে পারেননা নিপা।

মালিকের মেয়ে হাসপাতালে নিয়ে এক্স-রে করান তার পরে হঠাৎ একদিন লেবাননের মনছুরিয়া এলাকায় রাস্তায় ফেলে রেখে যান নিপাকে।

সেখানে অপরিচিত এক বাংলাদেশি নিপাকে নিয়ে চার মাস প্রাথমিক চিকিৎসা দেন, চার মাসেও সুস্থ না হওয়ায় ঐ বাংলাদেশি কিছু বুঝে উঠতে পারেননা। ভয় পান যদি কিছু হয়ে যায় তাই তিনিও ছাপড়া নামে এক এলাকায় তাকে রেখে চলে যান।

ছাপড়া থেকে লেবানন যুবদলের সভাপতি গাজি মো. রফিক নিজের দায়িত্বে নিপাকে নেয়ামতের বাসায় রেখে প্রাথমিক চিকিৎসা দেন এবং বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন। দূতাবাস থেকে তাকে আশ্বস্ত করা হয়-তারা নিজ দায়িত্বে নিপাকে দেশে পাঠিয়ে দেবেন। তবে সময় লাগবে বলেও জানানো হয় দূতাবাস থেকে।

এ বিষয়ে বাংলাদেশ বৈরুত অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক করিম বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারের প্রতি আমাদের অনুরোধ মহিলাসহ সকল শ্রমিকদেরকে পাঠানোর আগে সংশ্লিষ্ট দূতাবাস থেকে ওই দেশটি কতটুকু ভাল-মন্দ তার খবর নিন, যাতে আর কাউকে নিপার মত পা না হারাতে হয়।

নিপার মত আরো অনেক মেয়েই অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। নিপা এখন অতি দ্রুত দেশে তার পরিবার পরিজনের কাছে যেতে চান এবং বাংলাদেশ সরকার ও সকল মানবধিকার সংস্থার সহযোগিতা কামনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

প্রবাসে গিয়ে পঙ্গুত্বের পথে গৃহকর্মী নিপা

আপডেট টাইম : ০৩:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫

লেবানন : বহু আশা নিয়ে অর্থ ঊপার্জন করে পরিবারকে স্বচ্ছল করার আশায় দেড় বছর আগে লেবাননে পাড়ি জমায় হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার আখাউরা গ্রামের শহিদ মিয়ার মেয়ে নিপা। ভাগ্যের কি নির্মম পরিহাস আর দশজনার মত কাজ মেলেনি নিপার, মালিক বদমেজাজি হওয়ায় কাজে একটু ভুল হলেই বেদম প্রহার করা হত তাকে। অতিরিক্ত আঘাতে নিপার পা দুটি অবশ হয়ে গেছে, কেউ ধরে না হাঁটালে হাঁটতে পারেননা তিনি। খুবই অমানবিক পরিস্থিতে দিন কাটাচ্ছেন নিপা।

নিপা জানান- সবার মত অনেক আশা নিয়ে আমিও লেবানন আসি কিছু অর্থের আশায়, কিন্তু সুখ আমার কপালে সইলনা। লেবানন আসার পর থেকেই মালিক মালিকের স্ত্রী খুব মারধর করত। মারের ভয়ে দেশে পাঠিয়ে দিতে বলি, তাতে রাজিতো হলেনই না আমাকে হাসপাতালে পর্যন্ত নিতে চাননি।

নিপা আরো জানান, অতিরিক্ত প্রহারের ভয়ে তিনি পালাতে চেষ্টা করেন কিন্তু তাতে বিফল হওয়ায় সমস্যা আরো বেড়ে যায়, অসুস্থ শরীর নিয়ে কাজ করতে কষ্ট হওয়ায় নিপা একদিন কাজে সময় বেশি নেয়। তাই তার মালিক তাকে খাটিয়ার সঙ্গে বেঁধে বেল্ট দিয়ে পায়ে প্রহার করে, তারপর থেকে পায়ে চলতে পারেননা নিপা।

মালিকের মেয়ে হাসপাতালে নিয়ে এক্স-রে করান তার পরে হঠাৎ একদিন লেবাননের মনছুরিয়া এলাকায় রাস্তায় ফেলে রেখে যান নিপাকে।

সেখানে অপরিচিত এক বাংলাদেশি নিপাকে নিয়ে চার মাস প্রাথমিক চিকিৎসা দেন, চার মাসেও সুস্থ না হওয়ায় ঐ বাংলাদেশি কিছু বুঝে উঠতে পারেননা। ভয় পান যদি কিছু হয়ে যায় তাই তিনিও ছাপড়া নামে এক এলাকায় তাকে রেখে চলে যান।

ছাপড়া থেকে লেবানন যুবদলের সভাপতি গাজি মো. রফিক নিজের দায়িত্বে নিপাকে নেয়ামতের বাসায় রেখে প্রাথমিক চিকিৎসা দেন এবং বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন। দূতাবাস থেকে তাকে আশ্বস্ত করা হয়-তারা নিজ দায়িত্বে নিপাকে দেশে পাঠিয়ে দেবেন। তবে সময় লাগবে বলেও জানানো হয় দূতাবাস থেকে।

এ বিষয়ে বাংলাদেশ বৈরুত অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক করিম বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারের প্রতি আমাদের অনুরোধ মহিলাসহ সকল শ্রমিকদেরকে পাঠানোর আগে সংশ্লিষ্ট দূতাবাস থেকে ওই দেশটি কতটুকু ভাল-মন্দ তার খবর নিন, যাতে আর কাউকে নিপার মত পা না হারাতে হয়।

নিপার মত আরো অনেক মেয়েই অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। নিপা এখন অতি দ্রুত দেশে তার পরিবার পরিজনের কাছে যেতে চান এবং বাংলাদেশ সরকার ও সকল মানবধিকার সংস্থার সহযোগিতা কামনা করেন।