পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

সুন্দরবনে মাস্টার রোলের কর্মচারী পেল ইনকিউবেটরের দায়িত্ব

মংলা : সুন্দরবনে কুমির বিশেষজ্ঞের পদটি শুন্য রয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে। এবার কুমির জুলিয়টের ৫০টি ডিম ফোটানোর দায়িত্ব পেয়েছে মাস্টার রোলের এক কর্মচারী। ডিম ফোটাতে ইনকিউবেটরের দায়িত্বও তাকে দেয়া হয়েছে। ফলে এবারে ডিম নষ্ট ও কুমিরের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে বন্য-প্রাণী বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞ কর্মকর্তা না থাকায় রক্ষণাবেক্ষণের অভাবে ইতিমধ্যে কেন্দ্রের কুমিরসহ অন্যান্য প্রাণিগুলো রোগাক্রান্ত ও দুর্বল হয়ে পড়েছে।

জানা গেছে, সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির জুলিয়েট এবার ৫০টি ডিম দিয়েছে। কেন্দ্রের পুকুর পাড় থেকে ডিমগুলো সংগ্রহ করে বাচ্চা ফুটিয়ে তুলতে ইনকিউবেটরের রাখা হয়েছে। নিয়ন্ত্রিত তাপমাত্রায় ৯০-৯১ দিন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ডিমগুলো হতে বাচ্চা ফুটে বের হবে।

গত ১২ মে জুলিয়েট একসাথে এ ডিমপাড়ে। গত বছর জুলিয়েট ৪৪টি ডিম পেড়েছিল। এর মধ্যে বাচ্চা ফুটে বের হয় ৩১টির। কিন্তু এবার বাচ্চা ফোটা নিয়ে বিপাকে পড়েছে কেন্দ্রের লোকজন। কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই প্রজনন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ আব্দুর রব চলতি বছরের ১৫ জানুয়ারি চাকুরি থেকে অবসরে গেছেন। এরপর থেকে এই কেন্দ্রের পরিচর্যা ও বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের বিষয়ে অভিজ্ঞ কাউকেই দায়িত্ব দেয়া হয়নি।

বর্তমানে কুমিরের ডিম সংগ্রহ ও অস্থায়ীভাবে রক্ষণাবেক্ষণ দায়িত্ব পালন করছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার ফরেস্টার আজাদ কবির। তিনি বলেন, আমাকে স্থায়ীভাবে কোন দায়িত্ব দেয়া হয়নি। এর আগে ২০০৯, ২০১০ ও ২০১১ সালে এই কেন্দ্রে আমি কাজ করেছিলাম। এজন্য আমাকে মাঝে মাঝে দেখাশুনা করার দায়িত্ব দেয়া হয়েছে।

তবে তিনি আরো বলেন, এখানে স্থায়ীভাবে একজন অভিজ্ঞ লোক না রাখলে প্রজনন কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হবে। এছাড়া কুমিরের ডিম নষ্ট হয়ে বাচ্চা ফোটার সংখ্যাও কমে যেতে পারে।

তবে এ বিষয়ে পূর্ব-সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা মো: আমির হোসাইন চৌধুরী বলেন, কুমিরের ডিম সংগ্রহ ও বাচ্চা ফোটাতে তেমন কোন সমস্যা হওয়ার কথা না। কারণ ওখানে আমাদের স্টাফ জাকির দীর্ঘদিন করে কাজ করছে। আর ওখানে যে কর্মকর্তা (আব্দুর রব) ছিলেন তিনি মুখে বলতেন, আর জাকির তাই করত। সুতরাং জাকির তো প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে আছেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রজনন কেন্দ্রের কয়েকজন ষ্টাফ বলেন, অভিজ্ঞতা সম্পন্ন লোক না থাকায় রক্ষণাবেক্ষণের অভাবে ইতিমধ্যে কেন্দ্রের কুমিরসহ অন্যান্য প্রাণিগুলো রোগাক্রান্ত ও দুর্বল হয়ে পড়েছে।

প্রসঙ্গত, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ২০২টি কুমির রয়েছে। এছাড়া বিগত বছরগুলোতে এই কেন্দ্রের ৭০টি প্রাপ্ত বয়স্ক কুমির সুন্দরবনের বিভিন্ন নদী-খালে অবমুক্ত করা হয়েছে।

২০০৫ সালে পূর্ব-সুন্দরবনের করমজল এলাকায় গড়ে ওঠে দেশের একমাত্র বন্যপ্রাণী ও কুমির প্রজনন কেন্দ্র। রোমিও-জুলিয়েট নামক দুটি কুমির নিয়ে যাত্রা শুরু হয় এই কুমির প্রজনন কেন্দ্রের।

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

সুন্দরবনে মাস্টার রোলের কর্মচারী পেল ইনকিউবেটরের দায়িত্ব

আপডেট টাইম : ০৬:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫

মংলা : সুন্দরবনে কুমির বিশেষজ্ঞের পদটি শুন্য রয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে। এবার কুমির জুলিয়টের ৫০টি ডিম ফোটানোর দায়িত্ব পেয়েছে মাস্টার রোলের এক কর্মচারী। ডিম ফোটাতে ইনকিউবেটরের দায়িত্বও তাকে দেয়া হয়েছে। ফলে এবারে ডিম নষ্ট ও কুমিরের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে বন্য-প্রাণী বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞ কর্মকর্তা না থাকায় রক্ষণাবেক্ষণের অভাবে ইতিমধ্যে কেন্দ্রের কুমিরসহ অন্যান্য প্রাণিগুলো রোগাক্রান্ত ও দুর্বল হয়ে পড়েছে।

জানা গেছে, সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির জুলিয়েট এবার ৫০টি ডিম দিয়েছে। কেন্দ্রের পুকুর পাড় থেকে ডিমগুলো সংগ্রহ করে বাচ্চা ফুটিয়ে তুলতে ইনকিউবেটরের রাখা হয়েছে। নিয়ন্ত্রিত তাপমাত্রায় ৯০-৯১ দিন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ডিমগুলো হতে বাচ্চা ফুটে বের হবে।

গত ১২ মে জুলিয়েট একসাথে এ ডিমপাড়ে। গত বছর জুলিয়েট ৪৪টি ডিম পেড়েছিল। এর মধ্যে বাচ্চা ফুটে বের হয় ৩১টির। কিন্তু এবার বাচ্চা ফোটা নিয়ে বিপাকে পড়েছে কেন্দ্রের লোকজন। কারণ দীর্ঘ কয়েক বছর ধরে এই প্রজনন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ আব্দুর রব চলতি বছরের ১৫ জানুয়ারি চাকুরি থেকে অবসরে গেছেন। এরপর থেকে এই কেন্দ্রের পরিচর্যা ও বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের বিষয়ে অভিজ্ঞ কাউকেই দায়িত্ব দেয়া হয়নি।

বর্তমানে কুমিরের ডিম সংগ্রহ ও অস্থায়ীভাবে রক্ষণাবেক্ষণ দায়িত্ব পালন করছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার ফরেস্টার আজাদ কবির। তিনি বলেন, আমাকে স্থায়ীভাবে কোন দায়িত্ব দেয়া হয়নি। এর আগে ২০০৯, ২০১০ ও ২০১১ সালে এই কেন্দ্রে আমি কাজ করেছিলাম। এজন্য আমাকে মাঝে মাঝে দেখাশুনা করার দায়িত্ব দেয়া হয়েছে।

তবে তিনি আরো বলেন, এখানে স্থায়ীভাবে একজন অভিজ্ঞ লোক না রাখলে প্রজনন কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হবে। এছাড়া কুমিরের ডিম নষ্ট হয়ে বাচ্চা ফোটার সংখ্যাও কমে যেতে পারে।

তবে এ বিষয়ে পূর্ব-সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা মো: আমির হোসাইন চৌধুরী বলেন, কুমিরের ডিম সংগ্রহ ও বাচ্চা ফোটাতে তেমন কোন সমস্যা হওয়ার কথা না। কারণ ওখানে আমাদের স্টাফ জাকির দীর্ঘদিন করে কাজ করছে। আর ওখানে যে কর্মকর্তা (আব্দুর রব) ছিলেন তিনি মুখে বলতেন, আর জাকির তাই করত। সুতরাং জাকির তো প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে আছেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রজনন কেন্দ্রের কয়েকজন ষ্টাফ বলেন, অভিজ্ঞতা সম্পন্ন লোক না থাকায় রক্ষণাবেক্ষণের অভাবে ইতিমধ্যে কেন্দ্রের কুমিরসহ অন্যান্য প্রাণিগুলো রোগাক্রান্ত ও দুর্বল হয়ে পড়েছে।

প্রসঙ্গত, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ২০২টি কুমির রয়েছে। এছাড়া বিগত বছরগুলোতে এই কেন্দ্রের ৭০টি প্রাপ্ত বয়স্ক কুমির সুন্দরবনের বিভিন্ন নদী-খালে অবমুক্ত করা হয়েছে।

২০০৫ সালে পূর্ব-সুন্দরবনের করমজল এলাকায় গড়ে ওঠে দেশের একমাত্র বন্যপ্রাণী ও কুমির প্রজনন কেন্দ্র। রোমিও-জুলিয়েট নামক দুটি কুমির নিয়ে যাত্রা শুরু হয় এই কুমির প্রজনন কেন্দ্রের।