অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

খালেদা জিয়া দেশদ্রোহীতার অপরাধ করেছেন : ইনু

ঢাকা : ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক গোপনে সই হয়েছে খালেদা জিয়া এমন কথা বলে দেশদ্রোহীতার অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইনু বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে যাওয়ার অনেক পরে এসে রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন দুই দেশের মধ্যে সই হওয়া ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক গোপনে করা হয়েছে। অথচ মোদী ঢাকায় থাকা অবস্থায় তিনি এ ব্যাপারে টু শব্দও করেননি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রী ও সাংবাদিকসহ অন্যদের উপস্থিতিতে প্রকাশ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা গোপন হতে পারে না। দুই প্রধানমন্ত্রী যা করেছেন তা প্রকাশ্যেই করেছেন। এর মধ্যে গোপন কিছু নেই। প্রকাশ্যে কোনো কিছু স্বাক্ষর হলে তা আর গোপন থাকে না। খালেদা জিয়া এই চুক্তি ও সমঝোতাকে গোপন বলে ডাহা মিথ্যাচার করেছেন।’

তিনি বলেন, ‘চুক্তি ও সমঝোতা আলাদা। সমঝোতা হচ্ছে দু’দেশের মধ্যে কোনো বিষয়ে স্বদিচ্ছা প্রকাশ করা। এর আলোকে পরবর্তীতে দু’পক্ষ একমত হলে চুক্তি হতে পারে।’

হাসানুল হক ইনু বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের বাণিজ্য সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবার তা নতুনভাবে করা হয়েছে। এ সময় সীমান্ত চুক্তির কার্যপদ্ধতির চিঠি হস্তান্তর করা হয়। এ ছাড়া বঙ্গোপসাগর, মানবপাচার, চোরাচালান, সংস্কৃতি, শিক্ষা, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। একই সঙ্গে বন্দর ব্যবহার, সড়কের বাস চলাচল, অর্থনৈতিক অঞ্চল ও বীমাসহ অন্যান্য বিষয়ে যেসব চুক্তি সই হয়েছে তাতে বাংলাদেশের স্বার্থ একটুও ক্ষুন্ন হয়নি। একবিন্দুও জলাঞ্জলি যায়নি বাংলাদেশের স্বার্থ।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এই চুক্তি ও সমঝোতা বাস্তবায়ন হলে দেশের মানুষের আয় বাড়বে। সেই সঙ্গে তরান্বিত হবে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন। মজবুত হবে জাতীয় অর্থনীতির ভিত্তি।’

খালেদা জিয়ার উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতায় কোথায় বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন হয়েছে তা প্রমাণ করতে পারলে আলোচানা হবে। আর না পারলে পরিণতি ভাল হবে না।’

তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে ক্রমাগত মিথ্যা কথা বলে খালেদা জিয়া দেশবিরোধী তৎপরতায় মেতে উঠেছেন। তার এই মিথ্যাচার কোনো অবস্থাতেই বরদাস্ত করা যায় না।’

ঢাকা সাব-এডিটরদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘সাব-এডিটররা পর্দার অন্তরালে থেকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাই তাদের সুখ দুঃখ দেখা উচিত। সাব-এডিটরদেরকেই সংবাদ প্রকাশের ক্ষেত্রে নৈতিকতা রক্ষা, আইনের বরখেলাপ ও নাগরিক অধিকার ক্ষুন্ন হচ্ছে কিনা তা ভালভাবে দেখতে হয়।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০১৪ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জালাল, সাবান মাহমুদ প্রমুখ।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

খালেদা জিয়া দেশদ্রোহীতার অপরাধ করেছেন : ইনু

আপডেট টাইম : ০৭:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০১৫

ঢাকা : ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক গোপনে সই হয়েছে খালেদা জিয়া এমন কথা বলে দেশদ্রোহীতার অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইনু বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে যাওয়ার অনেক পরে এসে রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন দুই দেশের মধ্যে সই হওয়া ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক গোপনে করা হয়েছে। অথচ মোদী ঢাকায় থাকা অবস্থায় তিনি এ ব্যাপারে টু শব্দও করেননি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রী ও সাংবাদিকসহ অন্যদের উপস্থিতিতে প্রকাশ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা গোপন হতে পারে না। দুই প্রধানমন্ত্রী যা করেছেন তা প্রকাশ্যেই করেছেন। এর মধ্যে গোপন কিছু নেই। প্রকাশ্যে কোনো কিছু স্বাক্ষর হলে তা আর গোপন থাকে না। খালেদা জিয়া এই চুক্তি ও সমঝোতাকে গোপন বলে ডাহা মিথ্যাচার করেছেন।’

তিনি বলেন, ‘চুক্তি ও সমঝোতা আলাদা। সমঝোতা হচ্ছে দু’দেশের মধ্যে কোনো বিষয়ে স্বদিচ্ছা প্রকাশ করা। এর আলোকে পরবর্তীতে দু’পক্ষ একমত হলে চুক্তি হতে পারে।’

হাসানুল হক ইনু বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের বাণিজ্য সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবার তা নতুনভাবে করা হয়েছে। এ সময় সীমান্ত চুক্তির কার্যপদ্ধতির চিঠি হস্তান্তর করা হয়। এ ছাড়া বঙ্গোপসাগর, মানবপাচার, চোরাচালান, সংস্কৃতি, শিক্ষা, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। একই সঙ্গে বন্দর ব্যবহার, সড়কের বাস চলাচল, অর্থনৈতিক অঞ্চল ও বীমাসহ অন্যান্য বিষয়ে যেসব চুক্তি সই হয়েছে তাতে বাংলাদেশের স্বার্থ একটুও ক্ষুন্ন হয়নি। একবিন্দুও জলাঞ্জলি যায়নি বাংলাদেশের স্বার্থ।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এই চুক্তি ও সমঝোতা বাস্তবায়ন হলে দেশের মানুষের আয় বাড়বে। সেই সঙ্গে তরান্বিত হবে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন। মজবুত হবে জাতীয় অর্থনীতির ভিত্তি।’

খালেদা জিয়ার উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতায় কোথায় বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন হয়েছে তা প্রমাণ করতে পারলে আলোচানা হবে। আর না পারলে পরিণতি ভাল হবে না।’

তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে ক্রমাগত মিথ্যা কথা বলে খালেদা জিয়া দেশবিরোধী তৎপরতায় মেতে উঠেছেন। তার এই মিথ্যাচার কোনো অবস্থাতেই বরদাস্ত করা যায় না।’

ঢাকা সাব-এডিটরদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘সাব-এডিটররা পর্দার অন্তরালে থেকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাই তাদের সুখ দুঃখ দেখা উচিত। সাব-এডিটরদেরকেই সংবাদ প্রকাশের ক্ষেত্রে নৈতিকতা রক্ষা, আইনের বরখেলাপ ও নাগরিক অধিকার ক্ষুন্ন হচ্ছে কিনা তা ভালভাবে দেখতে হয়।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০১৪ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জালাল, সাবান মাহমুদ প্রমুখ।