পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক বাড়িতে গিয়ে বৃদ্ধ বাবা-মা’কে সেই এএসআই’র হুমকি

বাংলার খবর২৪.কম okhil-podder: একুশে টেলিভিশনের অপরাধ বিভাগের প্রধান ও বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে হাতকড়া পরিয়ে নির্মম নির্যাতনের পর পাঁচদিন পেরুলেও মামলা নেয়নি পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও পুলিশের সেই এএসআই আবুল কালাম আজাদ সন্ত্রাসী সহযোগে গত শুক্রবার অখিল পোদ্দারের বাড়িতে গিয়ে নির্যাতনের বিষয়ে কোন আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য হুমকি দিয়ে এসেছে।
এদিকে কুষ্টিয়ায় প্রাথমিক চিকিৎসার পরে আহত সাংবাদিক অখিল পোদ্দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখনও আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার। তিনি জানান যে, নির্যাতনের ফলে তার ডান চোখ ও মাথায় গুরুতর আঘাতের ফলে তাকে আরও কয়েকদিন গভীর পর্যবেক্ষণে রাখতে হবে। একইসঙ্গে তার কানের চিকিৎসাও চলছে।
গত ২৬ আগস্ট রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া শহর থেকে এক সহকর্মীর মোটরসাইকেলে করে নিজ বাড়ি খোকসায় যাচ্ছিলেন অখিল পোদ্দার। পথিমধ্যে কুমারখালীর জিলাপিতলা সংলগ্ন মোড়ে পুলিশের এএসআই আবুল কালাম আজাদসহ আরও ৬ কনস্টেবল তাদের গতিরোধ করে। এ সময় মোহনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি মনিরুল ইসলাম মনি মোটরবাইক চালাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় দিলেও কর্তব্যরত এএসআই আবুল কালাম আজাদ সাংবাদিক সম্পর্কে আপত্তিকর মন্তব্যসহ খিস্তি খেউর করেন। তার কথার প্রতিবাদ করলে আবুল কালাম সাংবাদিক অখিল পোদ্দারকে বলেন, ‘শালা, ভাবছিস সাংবাদিক পরিচয় দিয়ে পার পেয়ে যাবি? এখন তোদেরকে ধরার নতুন আইন হয়েছে, আমাদের রাস্তা ক্লিয়ার।’ এরপর আজাদের নেতৃত্বে পুলিশের দলটি তাকে হাতকড়া পড়িয়ে এলোপাথারি পিটাতে থাকে। এ সময় অখিল স্থানীয় পুলিশের ওসি ও এসপির সঙ্গে কথা বলার চেষ্টা করলে ভেঙ্গে ফেলা হয় মোবাইল সেট ও ক্যামেরা। এমনকি তাঁদেরকে তথ্য-প্রযুক্তি আইনে মামলার দেয়ার উদ্দেশ্যে দাগী আসামীদের মত কুমারখালী থানায় হাজির করা হয়।
সংবাদ পেয়ে কুষ্টিয়া, রাজবাড়িসহ আশপাশের জেলা ও উপজেলার শতাধিক সংবাদকর্মী কুমারখালী থানা ঘেরাও করে দোষী পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার ও চাকুরিচ্যুতির দাবি জানায়। পরিস্থিতি সামাল দিতে কুষ্টিয়া থেকে প্রথমে আসেন এডিশনাল এসপি। সাংবাদিকদের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকায় একপর্যায়ে অগ্নিগর্ভ অবস্থা শান্ত করতে কুমারখালী থানায় আসেন কুষ্টিয়ার বিদায়ী এসপি মফিজ উদ্দিন, বর্তমান এসপি প্রলয় চিশিম। একই সঙ্গে আসেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ প্রশাসনের অন্যরা। সম্মিলিতভাবে সাংবাদিকেরা এসময় প্রশাসনের কাছে জানতে চান, কী অপরাধে অখিল পোদ্দারকে হাতকড়া পরিয়ে বেধড়ক মারধোর করা হলো? অবস্থা বেগতিক দেখে থাকলে থানার পেছন দরজা দিয়ে রাতের আঁধারে পালিয়ে যায় এএসআই আবুল কালাম আজাদ। প্রশাসন তাকে তাৎক্ষনিকভাবে ক্লোজ করে পাঠায় কুষ্টিয়া পুলিশ লাইনে।
এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান কুষ্টিয়ার ডিসি, এসপি এবং এএসপি’র উপস্থিতিতে সাংবাদিকদের কাছে দু’হাত জোড় করে ক্ষমা চেয়ে দোষী পুলিশের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ সময় কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে কুমারখালী থানায় মামলা করার কথা বলা হলে ওসি তা একদিন পর গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন। অথচ অদ্যবধি উক্ত থানায় কোন মামলা গ্রহন করেনি।
এদিকে সাংবাদিক অখিল পোদ্দারের ওপর নারকীয় হামলার প্রতিবাদে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব), সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি লাগাতার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে যৌথভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সাংবাদিক সংগঠনগুলো। সাংবাদিক নেতৃবৃন্দ অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়ে বলেন, এএসআই আবুল কালামের গ্রেফতার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতেই থাকবে।
সারাদেশে যখন অভিযুক্ত এএসআই আবুল কালাম আজাদের বিচারের দাবিতে উত্তাল তখন স্থানীয় ক’জন সন্ত্রাসীর সহায়তায় অখিলের বাড়িতে গিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে। মামলা না করার জন্য পরিবারের সদস্যদেরও চাপ দেয়া হচ্ছে।
উল্লেখ্য, অভিযুক্ত এএসআই আবুল কালামের বাড়ি যশোর জেলার মনিরামপুরের কোয়াদা গ্রামে। কিছুদিন আগে বাড়িতে গিয়ে মাদকাসক্ত অবস্থায় বৃদ্ধা মা’কেও একইভাবে পিটিয়েছে বলে কোয়াদা গ্রামবাসী জানিয়েছেন।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

সাংবাদিক বাড়িতে গিয়ে বৃদ্ধ বাবা-মা’কে সেই এএসআই’র হুমকি

আপডেট টাইম : ০২:৫১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম okhil-podder: একুশে টেলিভিশনের অপরাধ বিভাগের প্রধান ও বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে হাতকড়া পরিয়ে নির্মম নির্যাতনের পর পাঁচদিন পেরুলেও মামলা নেয়নি পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও পুলিশের সেই এএসআই আবুল কালাম আজাদ সন্ত্রাসী সহযোগে গত শুক্রবার অখিল পোদ্দারের বাড়িতে গিয়ে নির্যাতনের বিষয়ে কোন আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য হুমকি দিয়ে এসেছে।
এদিকে কুষ্টিয়ায় প্রাথমিক চিকিৎসার পরে আহত সাংবাদিক অখিল পোদ্দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখনও আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার। তিনি জানান যে, নির্যাতনের ফলে তার ডান চোখ ও মাথায় গুরুতর আঘাতের ফলে তাকে আরও কয়েকদিন গভীর পর্যবেক্ষণে রাখতে হবে। একইসঙ্গে তার কানের চিকিৎসাও চলছে।
গত ২৬ আগস্ট রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া শহর থেকে এক সহকর্মীর মোটরসাইকেলে করে নিজ বাড়ি খোকসায় যাচ্ছিলেন অখিল পোদ্দার। পথিমধ্যে কুমারখালীর জিলাপিতলা সংলগ্ন মোড়ে পুলিশের এএসআই আবুল কালাম আজাদসহ আরও ৬ কনস্টেবল তাদের গতিরোধ করে। এ সময় মোহনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি মনিরুল ইসলাম মনি মোটরবাইক চালাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় দিলেও কর্তব্যরত এএসআই আবুল কালাম আজাদ সাংবাদিক সম্পর্কে আপত্তিকর মন্তব্যসহ খিস্তি খেউর করেন। তার কথার প্রতিবাদ করলে আবুল কালাম সাংবাদিক অখিল পোদ্দারকে বলেন, ‘শালা, ভাবছিস সাংবাদিক পরিচয় দিয়ে পার পেয়ে যাবি? এখন তোদেরকে ধরার নতুন আইন হয়েছে, আমাদের রাস্তা ক্লিয়ার।’ এরপর আজাদের নেতৃত্বে পুলিশের দলটি তাকে হাতকড়া পড়িয়ে এলোপাথারি পিটাতে থাকে। এ সময় অখিল স্থানীয় পুলিশের ওসি ও এসপির সঙ্গে কথা বলার চেষ্টা করলে ভেঙ্গে ফেলা হয় মোবাইল সেট ও ক্যামেরা। এমনকি তাঁদেরকে তথ্য-প্রযুক্তি আইনে মামলার দেয়ার উদ্দেশ্যে দাগী আসামীদের মত কুমারখালী থানায় হাজির করা হয়।
সংবাদ পেয়ে কুষ্টিয়া, রাজবাড়িসহ আশপাশের জেলা ও উপজেলার শতাধিক সংবাদকর্মী কুমারখালী থানা ঘেরাও করে দোষী পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার ও চাকুরিচ্যুতির দাবি জানায়। পরিস্থিতি সামাল দিতে কুষ্টিয়া থেকে প্রথমে আসেন এডিশনাল এসপি। সাংবাদিকদের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকায় একপর্যায়ে অগ্নিগর্ভ অবস্থা শান্ত করতে কুমারখালী থানায় আসেন কুষ্টিয়ার বিদায়ী এসপি মফিজ উদ্দিন, বর্তমান এসপি প্রলয় চিশিম। একই সঙ্গে আসেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ প্রশাসনের অন্যরা। সম্মিলিতভাবে সাংবাদিকেরা এসময় প্রশাসনের কাছে জানতে চান, কী অপরাধে অখিল পোদ্দারকে হাতকড়া পরিয়ে বেধড়ক মারধোর করা হলো? অবস্থা বেগতিক দেখে থাকলে থানার পেছন দরজা দিয়ে রাতের আঁধারে পালিয়ে যায় এএসআই আবুল কালাম আজাদ। প্রশাসন তাকে তাৎক্ষনিকভাবে ক্লোজ করে পাঠায় কুষ্টিয়া পুলিশ লাইনে।
এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান কুষ্টিয়ার ডিসি, এসপি এবং এএসপি’র উপস্থিতিতে সাংবাদিকদের কাছে দু’হাত জোড় করে ক্ষমা চেয়ে দোষী পুলিশের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ সময় কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে কুমারখালী থানায় মামলা করার কথা বলা হলে ওসি তা একদিন পর গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন। অথচ অদ্যবধি উক্ত থানায় কোন মামলা গ্রহন করেনি।
এদিকে সাংবাদিক অখিল পোদ্দারের ওপর নারকীয় হামলার প্রতিবাদে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব), সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি লাগাতার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে যৌথভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সাংবাদিক সংগঠনগুলো। সাংবাদিক নেতৃবৃন্দ অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়ে বলেন, এএসআই আবুল কালামের গ্রেফতার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতেই থাকবে।
সারাদেশে যখন অভিযুক্ত এএসআই আবুল কালাম আজাদের বিচারের দাবিতে উত্তাল তখন স্থানীয় ক’জন সন্ত্রাসীর সহায়তায় অখিলের বাড়িতে গিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে। মামলা না করার জন্য পরিবারের সদস্যদেরও চাপ দেয়া হচ্ছে।
উল্লেখ্য, অভিযুক্ত এএসআই আবুল কালামের বাড়ি যশোর জেলার মনিরামপুরের কোয়াদা গ্রামে। কিছুদিন আগে বাড়িতে গিয়ে মাদকাসক্ত অবস্থায় বৃদ্ধা মা’কেও একইভাবে পিটিয়েছে বলে কোয়াদা গ্রামবাসী জানিয়েছেন।