পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

‘পাড়ার বড় ভাইয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে পারি নি, সম্মানেরর ভয়ে কাউকে কিছু বলি নাই’

ডেস্ক : নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী জানিয়েছেন তাঁর জীবন কাহিনী।

“প্রথমেই বলছি প্লিজ আমার নাম প্রকাশ করবেন না।

আমি খুব ছোট বেলাই বাবা-মা র কাছ থেকে দূরে ফুপির বাসায় থাকতাম। আমি যখন স্কুলে ভর্তি হই তখন থেকে বাবা -মা র কাছে আসছি। ফুপির বাসায় অনেক কষ্ট দিত সেসব সহ্য করেও আমি থেকেছি, বাবা-মা র কাছে আসার পরও কখনও তাদের ভালোবাসা আদর কিছুই পাই নি। আমার বাবার খুব আশা ছিলো তার বড় ছেলে হবে কিন্তু ভাগ্যবশত তার ঘরে আমিও মেয়ে এবং আমার ছোট বোন আসে ছোট বোন অনেক আদর পায় যা আমি কখনও পাই নি।

পড়াশুনা মোটামুটি ভালই ছিলাম। যার কারণে ভাবতাম বাবা যে ছেলের আশা করতো তা আমি পূরন করবো। সবসময় নিজের সাথে যুদ্ধ করেও বাবা ইচ্ছাটাকে প্রাধান্য দিতাম কিন্তু তবুও বাবার সন্তুষ্টি অর্জন করতে পারি নাই। সময়ের সাথে তাল মিলিয়ে অামার ইচ্ছাগুলো মানে বাবার মেয়ে হয়েও ছেলের কাজগুলো করে দিতাম তবুও মা-বাবা সন্তুষ্ট হতো না,। ক্লাস ৬ এ একবার সমাজ বিষয়ে ১ নম্বরের জন্য আমি ফেইল করি, স্কুলের হেডমিসস্ট্রেস বলল বাবাকে নিয়ে আসতে তাহলে সে আমাকে প্রমোশন দিবে অন্য ক্লাসে। আমি বাসায় এসে জানালে কেউ যেতে চায় নি,ঐ বছর আমি একই ক্লাসে রয়ে গেলাম। কেউ আমার সাথে ভালো ব্যবহার করতো না।তার মধ্যে আমার একটা ছোটাে ভাই হলো, সবাই খুশি ছেলে হয়েছে।

আমি সবসময় অনেক কষ্ট সহ্য করছি সব দিক থেকে, কখনও কাউকে বুঝতে দেই নি। রাতের পর রাত একা একা কষ্ট সহ্য করেছি আর সবার সামনে হাসি খুশি থেকেছি।আমার এস এস সি পরীক্ষার সময় আমার আমার ছোট বোনের বিয়ে হয়।তার পর থেকে সবাই আমাকে অনেক খারাপ কথা বলতো এমনকি প্রতিবেশী রাও অনেক কথা শুনিয়ে লজ্জা দিতো। সব কিছু সহ্য করেও অামি পড়াশুনা চালিয়ে যেতে থাকলাম।

এইচ এস সি তে ভর্তি হবার পর আমার হাতে মোবাইল আসে, তখন রং নাম্বারে একটা ছেলের সাথে পরিচয় হয় ও বন্ধুত্ব হয়। ওর সাথে কথা হয়, একমাস পরে দুজনের মধ্যে সম্পর্ক হয়। সে যশোর থেকে আসে দেখা করতে। ভালোই ছিলো সব, হঠাৎ ও বলল সে আর নাটক করতে আর আমাকে ধোঁকা দিতে পারবে না, কারণ সে আমার সাথে কথা বলতে বলতে বুঝে গেছে আমি কারো সাথে কোনো খারাপ ব্যবহার আর মিথ্যা বলি না। মনে যা আসে সরাসরি বলে দিই। সে আমাকে আসল পরিচয় দিলো তার, ছেলেটা আমার কাজিনের বন্ধু।

আমি চমকে যাই এবং বলি আমার সাথে কেন মিথ্যা বললে। তখন সে বলল সে ভেবেছিলো আমি হয়তো মেয়ে ভালো না কিন্তু যখন আমার সাথে মেলামেশা করলো তখন তার ভুল ধারনা ভাঙ্গলো যে আমি খারাপ না।

২য় বার দেখা করতে এসে আমাদের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেলো, তখন আমি নিজেকে দোষারোপ করছি এটা উচিত হয়নি। তখন সে বলল আমাকে বিয়ে করবে কিন্তু তার পরিবার মেনে নিবে না। তবুও অনেক কষ্ট করে দুই পরিবারে দেখা হলো। তখন ছেলের বাবা বিয়েতে রাজি, কিন্তু যৌতুক চাওয়াতে আমি রাজি হই নি। কিছুদিন গেলো কোনো যোগাযোগ হয় না, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসতাম।

কিছুদিন পর সে যোগাযোগ করে, সব ঠিক হয়। কিন্তু কিছুদিন যোগাযোগ না থাকায় আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয় আমার। তখন সে আমাকে অনেক ভালো করে বোঝাত। একদিন তাদের বাসায় গিয়েছিলাম তার মা কে একটা জিনিস দিতে, কিন্তু আমি জানতাম না তার মা বাসায় নেই। সে দরজা খুলে ভেতরে চলে গেলো আমি আন্টিকে খুজে পেলাম না।

বের হয়ে আসার সময় বলল তার মা এখুনি চলে আসবে। বসতে বললে আমি বসলাম। হঠাৎ সে জোরাজুরি করতে লাগলো। আমি অনেক যুদ্ধ করেও ওই বড় ভাইয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে পারি নি,সম্মানেরর ভয়ে কাউকে কিছু বলি নাই।

পরে থেকে সেই বড় ভাই একটাই কথা বলতো তুই আমার না হলে কারও হতে দিবো না।

এদিকে আমার ভালোবাসার মানুষটি আমাকে নিয়ে সব ঠিক করতে চাইছে আমি তাকেও কিছু বলতে পারতেছিলাম না। হঠাৎ ঐ বড় ভাই এই বিয়ে ভেঙ্গে দিলো আমার গায়ে হলুদের দিন, আর বিয়ে হলো না। নানা মানুষ নানা রকম কথা বলতে লাগলো, অন্যদিকে শুরু হলো ঐ বড় ভাইয়ের ব্ল্যাকমেইল। সে সবাইকে সব বলে দিবে, তার সাথে আমার সব হয়েছে, অামি যাতে তার সাথে দেখা করি। ভয়ে দেখা করতে গেলেই সম্পর্ক করতো জোর করে। এক সময় আমি এসব সহ্য করতে না পেরে নিজের রাস্তা নিজেই বের করি, আমার মোবাইল নাম্বার পাল্টে ফেলি বাসা থেকে বেরও হই না। সারাদিন বাসায় থাকি, গেম খেলি আর টুকটাক ফেইসবুক চালাই।

এইচ এস সি পরীক্ষার সময় মন স্থির করলাম ডিফেন্সে পরীক্ষা দিবো, ভালো রেজাল্ট করে ডিফেন্সের জন্য প্রস্তুতি নেয়ার সময় পূরাতন এক ফ্রেন্ডের সাথে কথা হয়। তখন তাকে মন থেকে পছন্দ হয় কিন্তু সেও প্রতারণা করে।আমি যতোদিন আর্মিতে আই এস এস বি পরীক্ষার্থী ছিলাম ততদিন সে ছিলো। পরে জানতে পারলাম সে যোগ্যতা সম্পন্ন মেয়ে খুজে ছিলো। আমি আর্মিতে আই এস এসবি রিজেক্ট হওয়াতে তার মনের মতো মেয়ে আমি না। খুব কষ্ট পেয়ে ডিসাইড করলাম লাইফে আর কাউকে বিশ্বাস করবো না। কারো সাথে কথাও বলবো না।

এমনিতেই বাসার মানুষেরা সারাদিন কথা শুনায়, আমার মনমানসিকতা ভালো থাকে না কেউ, আমাকে বুঝে না সবাই যা হয় সব দোষ আমাকে দেয়। ২ বার আত্নহত্যা করতে গিয়েও থেমে গেসি মা-বাবার কথা ভেবে কিন্তু তারা আজও আমাকে কথায় কথায় রিয়ালাইজ করায় তাদের বড় ছেলে নাই, আমি তাদের একটা ভুল মাত্র।

এক বছর আগে একটা ছেলের সাথে বন্ধুত্ব থেকে রিলেশনে হয়, এখন সে মাঝ পথে এসে বলে তার মা-বোন কেউ আমাকে পছন্দ করে না। আর তারা আমাকে মেনে নিবে না। ছেলেটাকে আমি মন থেকে ভালোবাসি কিন্তু সে শর্ত রেখেছে আমি ৩ লাখ টাকা ম্যানেজ করতে পারলে সে আমাকে নিয়ে আলাদা হয়ে যাবে।

আমি একটা মেয়ে হয়ে এতো টাকা কোথায় পাবো? আর টাকা না হলে তার পক্ষে সম্ভব না আমার সাথে থাকা এ কথা বলে। আবার এটাও বলে সে আমাকে ভালোবাসে কিন্তু তার কথা না শুনলে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। কিন্তু আমার ওকে ছাড়া এখন একটা মুহূর্ত ভালো লাগে না।

আজ সে আমার ফেইসবুক আইডি চাইছে আমি দেয়ার পর অযথা ঝগড়া করে আর আমাকে সব সময় তার কাছে মাথা নত করতে হয়। অন্যায় করলেও না করলেও আর আমার পরিবার থেকে + ওর দিক থেকে এ কথা শুনি যে আমার কোনো টাই সহ্য হয় না।

আমার খুব কষ্ট হয় ভিতরে। কাউকে কিছু বলতে পারি না, কাঁদতেও পারি না। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। আমি এখন প্রায় সময়ই অসুস্থ থাকি। আমি কিভাবে কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। প্লিজ আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করুন।”

পরামর্শ:

তোমার এই বিশাল চিঠি আমি খুব মন দিয়ে পড়েছি আপু। প্রথমেই বলে রাখি, আমরা সন্তানেরা প্রায়ই মা বাবাকে ভুল বুঝে থাকি। তাঁরা হয়তো আমাদে ভালোর জন্যই অনেক কিছু বলেন, কম বয়সের কারণে আমরা সেই ভালো টা বুঝতে পারি না। কেবল খারাপটাই দেখি। তোমার মা বাবা যদি ছেলে না অবার কারণে তোমাকে কথা শুনিয়ে থাকেন, তাহলে তাঁরা খুবই অন্যায় করেছেন। কিন্ত আমার মনে হয় তাঁদেরও কোন একটা সমস্যা আছে। এত অল্প বয়সে তোমার ছোট বোনের কেন বিয়ে হয়ে গেল তোমার আগে, সেটাও আমি বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে মা বাবার অমতেই হয়েছে বিয়েটা। যাই হোক, একটা বিষয় জেনে রাখ যে সমস্যা সব পরিবারেই থাকে। কোন পরিবার পারফেক্ট না। এটাকে মেনে নিয়েই জীবনে সামনে যেতে হয়।

তোমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে এই যে এই অল্প বয়সেই এত গুলো প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্কে জড়িয়ে যাওয়া। পরিবারে অশান্তি থাকলে ছেলেমেয়েরা প্রায়ই এই ভুল করে ফেলে। কিন্তু জেনে রাখ, পরিবারের অশান্তি থেকে মুক্তি পাওয়ার উপায় প্রেম বা বিয়ে না। এতে বরং উত্তপ্ত কড়াই থেকে জলন্ত চুলায় ঝাঁপ দেয়া হবে। যৌতুক চেয়েছে বলে তুমি যে বিয়েতে না করে দিয়েছ, এটা প্রসংসার দাবীদার। পাড়ার ওই বড় ভাইয়ের জাল থেকে নিজেকে যেভাবে উদ্ধার করেছ, সেটাও প্রশংসার দাবীদার। তবে লোকটা কী বলে বিয়ে ভেঙেছে তোমার, সেটা আমি বুঝলাম না। আমি ধরে নিচ্ছি তুমি যথেষ্ট বুদ্ধিমতী ও সাহসী একটি মেয়ে। তুমি কি বুঝতে পারছ না যে এই ছেলেটিও তোমাকে ভালোবাসে না? সে টাকাটা নেবে, কিছুদিন পর তোমাকে ফেলে রেখে পালিয়ে যাবে। তখন ভেবেছ কী হবে তোমার?

তুমি দয়া করে ফোনে ছেলেদের সাথে কথা বলা বন্ধ করো, একের পর এক প্রেম করাও বন্ধ কর। এই ব্যাপারটি রোগের পর্যায়ে চলে যাচ্ছে। নিজেকে স্থির করো, লেখাপড়ায় মন দাও। মনে রাখবে, এই অবস্থা থেকে তোমাকে কেবল একটা জিনিসই উদ্ধার করতে পারবে, আর সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ান। নিজে উপার্জন করা ছাড়া তোমার সামনে অন্য কোন পথ খোলা নেই। ত্মি সম্ভব হলে একজন মনোরোগ বিশেসজ্ঞ দিয়ে কাউন্সিলিং করাবে, এতে উপকার পাবে। সেটা না করতে পারলে বাজারে অনেক ভালো বই পাওয়া যায় মেডিটেশন করার বা নিজের মানসিক অবস্থা স্থির করার। সেগুলোর সাহায্য নিতে পারো। আত্মহত্যা কোন সমাধান না আপু।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

‘পাড়ার বড় ভাইয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে পারি নি, সম্মানেরর ভয়ে কাউকে কিছু বলি নাই’

আপডেট টাইম : ০৩:২৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫

ডেস্ক : নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী জানিয়েছেন তাঁর জীবন কাহিনী।

“প্রথমেই বলছি প্লিজ আমার নাম প্রকাশ করবেন না।

আমি খুব ছোট বেলাই বাবা-মা র কাছ থেকে দূরে ফুপির বাসায় থাকতাম। আমি যখন স্কুলে ভর্তি হই তখন থেকে বাবা -মা র কাছে আসছি। ফুপির বাসায় অনেক কষ্ট দিত সেসব সহ্য করেও আমি থেকেছি, বাবা-মা র কাছে আসার পরও কখনও তাদের ভালোবাসা আদর কিছুই পাই নি। আমার বাবার খুব আশা ছিলো তার বড় ছেলে হবে কিন্তু ভাগ্যবশত তার ঘরে আমিও মেয়ে এবং আমার ছোট বোন আসে ছোট বোন অনেক আদর পায় যা আমি কখনও পাই নি।

পড়াশুনা মোটামুটি ভালই ছিলাম। যার কারণে ভাবতাম বাবা যে ছেলের আশা করতো তা আমি পূরন করবো। সবসময় নিজের সাথে যুদ্ধ করেও বাবা ইচ্ছাটাকে প্রাধান্য দিতাম কিন্তু তবুও বাবার সন্তুষ্টি অর্জন করতে পারি নাই। সময়ের সাথে তাল মিলিয়ে অামার ইচ্ছাগুলো মানে বাবার মেয়ে হয়েও ছেলের কাজগুলো করে দিতাম তবুও মা-বাবা সন্তুষ্ট হতো না,। ক্লাস ৬ এ একবার সমাজ বিষয়ে ১ নম্বরের জন্য আমি ফেইল করি, স্কুলের হেডমিসস্ট্রেস বলল বাবাকে নিয়ে আসতে তাহলে সে আমাকে প্রমোশন দিবে অন্য ক্লাসে। আমি বাসায় এসে জানালে কেউ যেতে চায় নি,ঐ বছর আমি একই ক্লাসে রয়ে গেলাম। কেউ আমার সাথে ভালো ব্যবহার করতো না।তার মধ্যে আমার একটা ছোটাে ভাই হলো, সবাই খুশি ছেলে হয়েছে।

আমি সবসময় অনেক কষ্ট সহ্য করছি সব দিক থেকে, কখনও কাউকে বুঝতে দেই নি। রাতের পর রাত একা একা কষ্ট সহ্য করেছি আর সবার সামনে হাসি খুশি থেকেছি।আমার এস এস সি পরীক্ষার সময় আমার আমার ছোট বোনের বিয়ে হয়।তার পর থেকে সবাই আমাকে অনেক খারাপ কথা বলতো এমনকি প্রতিবেশী রাও অনেক কথা শুনিয়ে লজ্জা দিতো। সব কিছু সহ্য করেও অামি পড়াশুনা চালিয়ে যেতে থাকলাম।

এইচ এস সি তে ভর্তি হবার পর আমার হাতে মোবাইল আসে, তখন রং নাম্বারে একটা ছেলের সাথে পরিচয় হয় ও বন্ধুত্ব হয়। ওর সাথে কথা হয়, একমাস পরে দুজনের মধ্যে সম্পর্ক হয়। সে যশোর থেকে আসে দেখা করতে। ভালোই ছিলো সব, হঠাৎ ও বলল সে আর নাটক করতে আর আমাকে ধোঁকা দিতে পারবে না, কারণ সে আমার সাথে কথা বলতে বলতে বুঝে গেছে আমি কারো সাথে কোনো খারাপ ব্যবহার আর মিথ্যা বলি না। মনে যা আসে সরাসরি বলে দিই। সে আমাকে আসল পরিচয় দিলো তার, ছেলেটা আমার কাজিনের বন্ধু।

আমি চমকে যাই এবং বলি আমার সাথে কেন মিথ্যা বললে। তখন সে বলল সে ভেবেছিলো আমি হয়তো মেয়ে ভালো না কিন্তু যখন আমার সাথে মেলামেশা করলো তখন তার ভুল ধারনা ভাঙ্গলো যে আমি খারাপ না।

২য় বার দেখা করতে এসে আমাদের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেলো, তখন আমি নিজেকে দোষারোপ করছি এটা উচিত হয়নি। তখন সে বলল আমাকে বিয়ে করবে কিন্তু তার পরিবার মেনে নিবে না। তবুও অনেক কষ্ট করে দুই পরিবারে দেখা হলো। তখন ছেলের বাবা বিয়েতে রাজি, কিন্তু যৌতুক চাওয়াতে আমি রাজি হই নি। কিছুদিন গেলো কোনো যোগাযোগ হয় না, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসতাম।

কিছুদিন পর সে যোগাযোগ করে, সব ঠিক হয়। কিন্তু কিছুদিন যোগাযোগ না থাকায় আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয় আমার। তখন সে আমাকে অনেক ভালো করে বোঝাত। একদিন তাদের বাসায় গিয়েছিলাম তার মা কে একটা জিনিস দিতে, কিন্তু আমি জানতাম না তার মা বাসায় নেই। সে দরজা খুলে ভেতরে চলে গেলো আমি আন্টিকে খুজে পেলাম না।

বের হয়ে আসার সময় বলল তার মা এখুনি চলে আসবে। বসতে বললে আমি বসলাম। হঠাৎ সে জোরাজুরি করতে লাগলো। আমি অনেক যুদ্ধ করেও ওই বড় ভাইয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে পারি নি,সম্মানেরর ভয়ে কাউকে কিছু বলি নাই।

পরে থেকে সেই বড় ভাই একটাই কথা বলতো তুই আমার না হলে কারও হতে দিবো না।

এদিকে আমার ভালোবাসার মানুষটি আমাকে নিয়ে সব ঠিক করতে চাইছে আমি তাকেও কিছু বলতে পারতেছিলাম না। হঠাৎ ঐ বড় ভাই এই বিয়ে ভেঙ্গে দিলো আমার গায়ে হলুদের দিন, আর বিয়ে হলো না। নানা মানুষ নানা রকম কথা বলতে লাগলো, অন্যদিকে শুরু হলো ঐ বড় ভাইয়ের ব্ল্যাকমেইল। সে সবাইকে সব বলে দিবে, তার সাথে আমার সব হয়েছে, অামি যাতে তার সাথে দেখা করি। ভয়ে দেখা করতে গেলেই সম্পর্ক করতো জোর করে। এক সময় আমি এসব সহ্য করতে না পেরে নিজের রাস্তা নিজেই বের করি, আমার মোবাইল নাম্বার পাল্টে ফেলি বাসা থেকে বেরও হই না। সারাদিন বাসায় থাকি, গেম খেলি আর টুকটাক ফেইসবুক চালাই।

এইচ এস সি পরীক্ষার সময় মন স্থির করলাম ডিফেন্সে পরীক্ষা দিবো, ভালো রেজাল্ট করে ডিফেন্সের জন্য প্রস্তুতি নেয়ার সময় পূরাতন এক ফ্রেন্ডের সাথে কথা হয়। তখন তাকে মন থেকে পছন্দ হয় কিন্তু সেও প্রতারণা করে।আমি যতোদিন আর্মিতে আই এস এস বি পরীক্ষার্থী ছিলাম ততদিন সে ছিলো। পরে জানতে পারলাম সে যোগ্যতা সম্পন্ন মেয়ে খুজে ছিলো। আমি আর্মিতে আই এস এসবি রিজেক্ট হওয়াতে তার মনের মতো মেয়ে আমি না। খুব কষ্ট পেয়ে ডিসাইড করলাম লাইফে আর কাউকে বিশ্বাস করবো না। কারো সাথে কথাও বলবো না।

এমনিতেই বাসার মানুষেরা সারাদিন কথা শুনায়, আমার মনমানসিকতা ভালো থাকে না কেউ, আমাকে বুঝে না সবাই যা হয় সব দোষ আমাকে দেয়। ২ বার আত্নহত্যা করতে গিয়েও থেমে গেসি মা-বাবার কথা ভেবে কিন্তু তারা আজও আমাকে কথায় কথায় রিয়ালাইজ করায় তাদের বড় ছেলে নাই, আমি তাদের একটা ভুল মাত্র।

এক বছর আগে একটা ছেলের সাথে বন্ধুত্ব থেকে রিলেশনে হয়, এখন সে মাঝ পথে এসে বলে তার মা-বোন কেউ আমাকে পছন্দ করে না। আর তারা আমাকে মেনে নিবে না। ছেলেটাকে আমি মন থেকে ভালোবাসি কিন্তু সে শর্ত রেখেছে আমি ৩ লাখ টাকা ম্যানেজ করতে পারলে সে আমাকে নিয়ে আলাদা হয়ে যাবে।

আমি একটা মেয়ে হয়ে এতো টাকা কোথায় পাবো? আর টাকা না হলে তার পক্ষে সম্ভব না আমার সাথে থাকা এ কথা বলে। আবার এটাও বলে সে আমাকে ভালোবাসে কিন্তু তার কথা না শুনলে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। কিন্তু আমার ওকে ছাড়া এখন একটা মুহূর্ত ভালো লাগে না।

আজ সে আমার ফেইসবুক আইডি চাইছে আমি দেয়ার পর অযথা ঝগড়া করে আর আমাকে সব সময় তার কাছে মাথা নত করতে হয়। অন্যায় করলেও না করলেও আর আমার পরিবার থেকে + ওর দিক থেকে এ কথা শুনি যে আমার কোনো টাই সহ্য হয় না।

আমার খুব কষ্ট হয় ভিতরে। কাউকে কিছু বলতে পারি না, কাঁদতেও পারি না। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। আমি এখন প্রায় সময়ই অসুস্থ থাকি। আমি কিভাবে কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। প্লিজ আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করুন।”

পরামর্শ:

তোমার এই বিশাল চিঠি আমি খুব মন দিয়ে পড়েছি আপু। প্রথমেই বলে রাখি, আমরা সন্তানেরা প্রায়ই মা বাবাকে ভুল বুঝে থাকি। তাঁরা হয়তো আমাদে ভালোর জন্যই অনেক কিছু বলেন, কম বয়সের কারণে আমরা সেই ভালো টা বুঝতে পারি না। কেবল খারাপটাই দেখি। তোমার মা বাবা যদি ছেলে না অবার কারণে তোমাকে কথা শুনিয়ে থাকেন, তাহলে তাঁরা খুবই অন্যায় করেছেন। কিন্ত আমার মনে হয় তাঁদেরও কোন একটা সমস্যা আছে। এত অল্প বয়সে তোমার ছোট বোনের কেন বিয়ে হয়ে গেল তোমার আগে, সেটাও আমি বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে মা বাবার অমতেই হয়েছে বিয়েটা। যাই হোক, একটা বিষয় জেনে রাখ যে সমস্যা সব পরিবারেই থাকে। কোন পরিবার পারফেক্ট না। এটাকে মেনে নিয়েই জীবনে সামনে যেতে হয়।

তোমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে এই যে এই অল্প বয়সেই এত গুলো প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্কে জড়িয়ে যাওয়া। পরিবারে অশান্তি থাকলে ছেলেমেয়েরা প্রায়ই এই ভুল করে ফেলে। কিন্তু জেনে রাখ, পরিবারের অশান্তি থেকে মুক্তি পাওয়ার উপায় প্রেম বা বিয়ে না। এতে বরং উত্তপ্ত কড়াই থেকে জলন্ত চুলায় ঝাঁপ দেয়া হবে। যৌতুক চেয়েছে বলে তুমি যে বিয়েতে না করে দিয়েছ, এটা প্রসংসার দাবীদার। পাড়ার ওই বড় ভাইয়ের জাল থেকে নিজেকে যেভাবে উদ্ধার করেছ, সেটাও প্রশংসার দাবীদার। তবে লোকটা কী বলে বিয়ে ভেঙেছে তোমার, সেটা আমি বুঝলাম না। আমি ধরে নিচ্ছি তুমি যথেষ্ট বুদ্ধিমতী ও সাহসী একটি মেয়ে। তুমি কি বুঝতে পারছ না যে এই ছেলেটিও তোমাকে ভালোবাসে না? সে টাকাটা নেবে, কিছুদিন পর তোমাকে ফেলে রেখে পালিয়ে যাবে। তখন ভেবেছ কী হবে তোমার?

তুমি দয়া করে ফোনে ছেলেদের সাথে কথা বলা বন্ধ করো, একের পর এক প্রেম করাও বন্ধ কর। এই ব্যাপারটি রোগের পর্যায়ে চলে যাচ্ছে। নিজেকে স্থির করো, লেখাপড়ায় মন দাও। মনে রাখবে, এই অবস্থা থেকে তোমাকে কেবল একটা জিনিসই উদ্ধার করতে পারবে, আর সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ান। নিজে উপার্জন করা ছাড়া তোমার সামনে অন্য কোন পথ খোলা নেই। ত্মি সম্ভব হলে একজন মনোরোগ বিশেসজ্ঞ দিয়ে কাউন্সিলিং করাবে, এতে উপকার পাবে। সেটা না করতে পারলে বাজারে অনেক ভালো বই পাওয়া যায় মেডিটেশন করার বা নিজের মানসিক অবস্থা স্থির করার। সেগুলোর সাহায্য নিতে পারো। আত্মহত্যা কোন সমাধান না আপু।