পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

বিএনপি নেতা মিলন রামেক হাসপাতালে

রাজশাহী : শ্বাসকষ্ট ও বুকের ব্যাথায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রামেক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে কয়েক দফা যোগাযোগ করেও মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহেদুল ইসলাম মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

তবে রামেক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ এএসআই আব্দুল কাদের জানান, ডিবি পুলিশের একটি দল জুমার নামাজের আগে তাকে (মিলন) হাসপাতালের জরুরী বিভাগে নেয়। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে ৩২ নম্বর ওয়ার্ডে (হৃদরোগ বিভাগ) পাঠিয়ে দেন। বর্তমানে তিনি সেখানেই ভর্তি রয়েছেন। বুকে ব্যাথা ছাড়াও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে হাসপাতালে নেয়া হয়।

বিএনপি নেতা মিলনের স্ত্রী সুলতানা সুমাইয়া হক জানান, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা অনুভব করছেন তিনি। বর্তমানে তাকে নেবুলাইজ দেয়া হয়েছে। এখন অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। দুপুরে খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করে এসেছেন।

তিনি অভিযোগ করেন, মিথ্যা মামলায় তাকে বার বার হেনস্থা করা হচ্ছে। জামিনে ছাড়া পাবার পরও তুলে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে রাতভর তার উপর ব্যাপক মানসিক নির্যাতন চালানো হয়েছে। অবিলম্বে স্বামীর মুক্তি দাবি করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাকে আটক করে ডিবি। এরপর থেকেই তিনি ডিবি হেফাজতে ছিলেন। রাজশাহীর বিভিন্ন আদালতের চারটি মামলায় জামিন পান তিনি। আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটের দিকে শফিকুল হক মিলন কারাগার থেকে বেরিয়ে যান।

এর পর পরই গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে মাইক্রোবাসে করে নিয়ে যায়।

গতকালই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে বিএনপি নেতা মিলনকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।

উল্লেখ্য, গত ২৬ জুলাই পুলিশের দায়ের করা নাশকতার মামলায় অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে জেলহাজতে পাঠায় আদালত। নগরীর বোয়ালিয়া মডেল থানায় তার বিরুদ্ধে ৫ জানুয়ারির পর নাশকতার অভিযোগে পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। ওইসব মামলায় তিনি গত ৩১ মে ও ২৬ জুন উচ্চাদলত থেকে চার সপ্তাহের আগাম জামিন পান। এরপর উচ্চ আদালতের নির্দেশেই তিন ২৬ জুলাই রাজশাহী আদালতে আত্মসমর্পণ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

বিএনপি নেতা মিলন রামেক হাসপাতালে

আপডেট টাইম : ০৬:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫

রাজশাহী : শ্বাসকষ্ট ও বুকের ব্যাথায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রামেক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে কয়েক দফা যোগাযোগ করেও মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহেদুল ইসলাম মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

তবে রামেক হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ এএসআই আব্দুল কাদের জানান, ডিবি পুলিশের একটি দল জুমার নামাজের আগে তাকে (মিলন) হাসপাতালের জরুরী বিভাগে নেয়। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে ৩২ নম্বর ওয়ার্ডে (হৃদরোগ বিভাগ) পাঠিয়ে দেন। বর্তমানে তিনি সেখানেই ভর্তি রয়েছেন। বুকে ব্যাথা ছাড়াও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে হাসপাতালে নেয়া হয়।

বিএনপি নেতা মিলনের স্ত্রী সুলতানা সুমাইয়া হক জানান, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা অনুভব করছেন তিনি। বর্তমানে তাকে নেবুলাইজ দেয়া হয়েছে। এখন অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। দুপুরে খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করে এসেছেন।

তিনি অভিযোগ করেন, মিথ্যা মামলায় তাকে বার বার হেনস্থা করা হচ্ছে। জামিনে ছাড়া পাবার পরও তুলে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে রাতভর তার উপর ব্যাপক মানসিক নির্যাতন চালানো হয়েছে। অবিলম্বে স্বামীর মুক্তি দাবি করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাকে আটক করে ডিবি। এরপর থেকেই তিনি ডিবি হেফাজতে ছিলেন। রাজশাহীর বিভিন্ন আদালতের চারটি মামলায় জামিন পান তিনি। আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটের দিকে শফিকুল হক মিলন কারাগার থেকে বেরিয়ে যান।

এর পর পরই গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে মাইক্রোবাসে করে নিয়ে যায়।

গতকালই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে বিএনপি নেতা মিলনকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।

উল্লেখ্য, গত ২৬ জুলাই পুলিশের দায়ের করা নাশকতার মামলায় অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে জেলহাজতে পাঠায় আদালত। নগরীর বোয়ালিয়া মডেল থানায় তার বিরুদ্ধে ৫ জানুয়ারির পর নাশকতার অভিযোগে পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। ওইসব মামলায় তিনি গত ৩১ মে ও ২৬ জুন উচ্চাদলত থেকে চার সপ্তাহের আগাম জামিন পান। এরপর উচ্চ আদালতের নির্দেশেই তিন ২৬ জুলাই রাজশাহী আদালতে আত্মসমর্পণ করেন।