পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

রাজশাহী: মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে তারা শ্লোগান দেন, প্রশ্ন যদি হবে ফাঁস, পড়ব কেন বারো মাস, সুচিকিৎসা কি যাবে ঘরে, প্রশ্ন পেলে বাজারদরে? ‘প্রশ্নপত্র ফাঁস হলে, দেশ যাবে রসাতলে’ ইত্যাদি শ্লোগান দেন।

রাজশাহী মেডিকেল কলেজের সামনে শনিবার বেলা ১২ থেকে আড়াইটা পর্যন্ত চলে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কর্মসূচি পালনের সময় শিক্ষার্থীরা বলেন, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার আগের রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তার মিলও পাওয়া গেছে। তাই এই পরীক্ষা বাতিল করতে হবে। তা না হলে আগামীকাল রোববার থেকে আমরণ অনশনে যাবেন তাঁরা।

শনিবার বেলা ১২টার আগে থেকেই শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁরা পুরো রাস্তা দখল করে নেন। রাস্তার ওপর বসে তাঁরা শ্লোগান দিতে থাকেন। এ সময় তাঁদের হাতে ছিল বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড। পরে পুলিশ এসে তাঁদের রাস্তার এক পাশে সরিয়ে দেয়। শেষের দিকে নারী পুলিশ এসে মেয়েদের রাস্তা থেকে সরিয়ে দিলে তাঁরা সড়ক বিভাজকের ওপর দাঁড়িয়ে যান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী জাহিদুল ইসলাম, ইসতিয়াক নাঈম, সারোয়ার জাহান, ইফতেখার আহাম্মেদ, জেনি, মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

তারা বলেন, পরীক্ষার আগেরদিন রাত একটা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফেসবুকে আপলোড করা হয়েছে। এমনকি পরীক্ষার দিন সকাল ৭টা ৫৯ মিনিট এবং ৮ টায়ও প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। তাঁরা দাবি করেন, যেই প্রশ্নপত্রে তাঁরা পরীক্ষা দিয়েছেন, সেই প্রশ্নপত্রের ছবিও ফেসবুকে পাওয়া গেছে।

শিক্ষার্থীরা বলেন, যাঁরা পড়াশোনা করা ছাত্র, যাঁরা মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য রাত দিন পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছেন, তাঁরা কেউ এই প্রশ্নপত্রের পেছনে ছুটতে যাননি। তাঁরা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। যাঁরা পড়াশোনায় পিছিয়ে রয়েছেন, তাঁরা এই প্রশ্নপত্র নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। ফলে মেধাবী শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন।

বিক্ষোভকারীদের দাবি, প্রথমে এই পরীক্ষার ফলাফল স্থগিত করা হোক। তারপর পরীক্ষা বাতিল করে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে ভবিষ্যতে এ ঘটনা দেশে আর না ঘটে।

শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি না মানা হলে রোববার সকাল আটটা থেকে তাঁরা রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:৪২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহী: মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে তারা শ্লোগান দেন, প্রশ্ন যদি হবে ফাঁস, পড়ব কেন বারো মাস, সুচিকিৎসা কি যাবে ঘরে, প্রশ্ন পেলে বাজারদরে? ‘প্রশ্নপত্র ফাঁস হলে, দেশ যাবে রসাতলে’ ইত্যাদি শ্লোগান দেন।

রাজশাহী মেডিকেল কলেজের সামনে শনিবার বেলা ১২ থেকে আড়াইটা পর্যন্ত চলে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কর্মসূচি পালনের সময় শিক্ষার্থীরা বলেন, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার আগের রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তার মিলও পাওয়া গেছে। তাই এই পরীক্ষা বাতিল করতে হবে। তা না হলে আগামীকাল রোববার থেকে আমরণ অনশনে যাবেন তাঁরা।

শনিবার বেলা ১২টার আগে থেকেই শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁরা পুরো রাস্তা দখল করে নেন। রাস্তার ওপর বসে তাঁরা শ্লোগান দিতে থাকেন। এ সময় তাঁদের হাতে ছিল বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড। পরে পুলিশ এসে তাঁদের রাস্তার এক পাশে সরিয়ে দেয়। শেষের দিকে নারী পুলিশ এসে মেয়েদের রাস্তা থেকে সরিয়ে দিলে তাঁরা সড়ক বিভাজকের ওপর দাঁড়িয়ে যান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী জাহিদুল ইসলাম, ইসতিয়াক নাঈম, সারোয়ার জাহান, ইফতেখার আহাম্মেদ, জেনি, মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

তারা বলেন, পরীক্ষার আগেরদিন রাত একটা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফেসবুকে আপলোড করা হয়েছে। এমনকি পরীক্ষার দিন সকাল ৭টা ৫৯ মিনিট এবং ৮ টায়ও প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। তাঁরা দাবি করেন, যেই প্রশ্নপত্রে তাঁরা পরীক্ষা দিয়েছেন, সেই প্রশ্নপত্রের ছবিও ফেসবুকে পাওয়া গেছে।

শিক্ষার্থীরা বলেন, যাঁরা পড়াশোনা করা ছাত্র, যাঁরা মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য রাত দিন পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছেন, তাঁরা কেউ এই প্রশ্নপত্রের পেছনে ছুটতে যাননি। তাঁরা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। যাঁরা পড়াশোনায় পিছিয়ে রয়েছেন, তাঁরা এই প্রশ্নপত্র নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। ফলে মেধাবী শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন।

বিক্ষোভকারীদের দাবি, প্রথমে এই পরীক্ষার ফলাফল স্থগিত করা হোক। তারপর পরীক্ষা বাতিল করে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে ভবিষ্যতে এ ঘটনা দেশে আর না ঘটে।

শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি না মানা হলে রোববার সকাল আটটা থেকে তাঁরা রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করবেন।