পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে ২ সন্তানের জননী চাচির অনশন Logo গাজীপুর সিটির বড় দুর্নীতিবাজ কর্মকর্তা গোলাম কিবরিয়া Logo মান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় Logo বদলগাছী ওরা ছাত্র সংগঠন (বসার) আয়োজনে কারাম উৎসব উদযাপিত হয়েছে Logo কিশোর-কিশোরীদের মাঝে পোশাক ও সনদ বিতরন Logo সুন্দরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছে মালাকাররা Logo শাজাহানপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার প্রদান Logo শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট Logo মরহুম সাবেক পৌর চেয়ারম্যান আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান Logo বানেশ্বর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আমার ১ম সন্তানের বাবা আমার স্বামী, আর দ্বিতীয় সন্তানের বাবা আমার প্রেমিক, আমার কী করা উচিত

নাম প্রকাশে অনিচ্ছুক, অনেকদিন ধরেই আপনাদের এই বিভাগটির প্রতিটি সমস্যার সমাধান আমি নিয়মিত পড়ে আসছি। সবার সমস্যারই কম-বেশী সমাধান আছে। কিন্তু আমি যেই সমস্যা আর মানসিক অশান্তিতে আছি,তার বোধহয় কোন সমাধান এই দুনিয়ায় নেই।যাক হোক সংক্ষেপে আমার সমস্যা বলছি।কিন্তু অনুরোধ রইলো আমার পুরো সমস্যাটি আপনাদের পেজে না ছাপানোর। আশা করি অনুরোধটা রাখবেন।

আমি যখন স্কুলে পড়ি তখন আমার ক্লাসেরই এক ছেলেকে ভালবাসতাম। সেও। মাঝখানে অনেকদিন যোগাযোগ বা দেখা সাক্ষাৎ ছিলনা। ভার্সিটিতে যখন পড়ি তখন আবার দেখা হলো। ও আমাকে প্রপোজ করেনি,তখন আমিও কখনো সাহস করে বলতে পারিনি যে আমিও ওকে ভালবাসি। একপর্যায়ে আমার বিয়ে হয়ে যায়। কিন্তু ওকে কখনো ভুলতে পারিনি। বিয়ের আমার একটি সন্তান হলো।

বিয়ের অনেক বছর পর একদিন প্রাক্তন প্রেমিক আমাকে জানালো যে সে আমাকে ভালবাসে এবং সে এখনো আমার জন্য অপেক্ষা করছে। একথা শুনার পর আমি সব বিবেক বুদ্ধি হারিয়ে জীবনের চরম ভুল করে বসলাম। সেই ভুলের রেজাল্ট হলো প্রেমিক আমার ২য় সন্তানের বাবা। কিন্তু ২য় বার কনসিভ করার একপর্যায়ে কিছু কারণে আমরা আবার বিচ্ছিন্ন হয়ে যাই। কারণ তার প্রচণ্ড মাদকাসক্তি, আমার সাথে চরম খারাপ আচরণ সহ আরো অনেককিছু। তখন আমি এবোরশন করার অনেক চেষ্টা করি। কিন্তু অনেক দেরী হয়ে গিয়েছিল বলে সম্ভব হয়নি।

সন্তান হওয়ার অনেক বছর পর সে আবার আমার সাথে যোগাযোগ করে। ততদিনে তার অনেক চেঞ্জ হয়েছে।ড্রাগ ছেড়ে দিয়েছে। আর আচরনেও অনেক পরিবর্তন এসেছে ।সে এখনও আমাকে ভালবাসে, আমাকে বিয়ে করতে চায় এবং আমার জন্য অপেক্ষা করছে। এখন সমস্যা হলো আমি কোনদিন ও আমার স্বামীকে মন থেকে ভালবাসতে পারিনি। অথচ সে আমার ১ম সন্তানের বাবা। এদিকে প্রেমিককে ভুলা সম্ভব না। কারণ সে আমার ২য় সন্তানের বাবা। সত্যি কথা বলতে আমি দুই সন্তান সহ তার কাছে যেতে যাই। কারণ সে আমার সেই ছোটবেলার ভালবাসা। কিন্তু সে আবার প্রচণ্ড কাণ্ডজ্ঞানহীন একটা লোক। যার ভিতরে কিনা কোন দায়িত্ববোধ নেই।আমি ওর কাছে গেলে আমার আর আমার দুসন্তানকেই অনেক সাফার করতে হবে। আবার স্বামী অনেক ভাল একজন মানুষ। তাকে কষ্ট দেয়া আমার পক্ষে সম্ভব না।

এই দোটানায় পড়ে আমার মানসিক অবস্থা এখন খুব খারাপ পর্যায়ে আছে।আমি হয় পাগল হয়ে যাবো নয়তো কোন একদিন সুইসাইড করবো। আপনার কাছে আছে এর কোন সমাধান। থাকলে প্লিজ আমাকে বলেন যে এখন আমি কী করবো আর কী বা করা উচিত। আরেকটা কথা মনেত উপর কোন জোর চলে না। কিন্তু শুধু আমি জানি কত কষ্টে আমি নিজেকে সবসময় মানুষ এর সামনে নিজেকে স্বাভাবিক ভাবে রাখার ব্যর্থ চেষ্টা করি। কী করা উচিত আর কী করা উচিত না তার সবই আমি বুঝি। কিন্তু নিজের মনটাকে আর কিভাবে মানাবো,বলতে পারেন?

(নাম প্রকাশে অনিচ্ছুক)

প্রথমত, আপনার অনুরোধ অনুযায়ী আপনার চিঠি পুরোটা ছাপানো হলো না। কেবল মূল কথা গুলো রাখা হলো। নতুবা পাঠক বানোয়াট ভেবে বসতে পারেন। এডিট করে এমন সব প্রমাণ মুছে দেয়া হলো, যাতে আপনার পরিচয় বোঝা যায়। এখন মূল প্রসঙ্গে আসি।

আপু, আপনি যা করেছেন, সেটা যে চরম অন্যায় সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন? আপনি প্রতারণা করেছেন স্বামীর সাথে, প্রতারণা করেছেন সন্তানের সাথে। আপনার দ্বিতীয় সন্তানকে যে এই সমাজ অবৈধ সন্তান আখ্যা দেবে, সেটা কি আপনি বুঝতে পারছেন আপু? আপনি লিখেছেন দুটি সন্তান সহ প্রেমিকের কাছে চলে যেতে চান… একজন মা হয়ে এমন স্বার্থপরের কথা কীভাবে বলতে পারলেন? বড় সন্তানকে তাঁর পিতার কাছ থেকে আলাদা করে নিজের পরকীয়া প্রেমিকের কাছে নিয়ে যাবেন, তাও এমন লোকের কাছে যে কিনা বাচ্চাটিকে কেবল কষ্টই দেবে, এমন ভাবনা একজন মায়ের মনে আসা উচিত না।

হ্যাঁ আপু, আপনার এই প্রেমের সম্পর্কটিকে সমাজ পরকীয়াই বলবে। সবচাইতে বড় কথা, আপনি আরেকজনের স্ত্রী জানা সত্ত্বেও যে মানুষ আপনার সাথে যৌন সম্পর্ক করেছে, তাঁর চরিত্র নিয়ে কি আপনার একবার সন্দেহ হয় না? জানি, আপনি ভালোবাসার অনেক দোহাই দেবেন। কিন্তু আপনি এখন যেটা অনুভব করছেন আপু, সেটা ভালোবাসা না। অন্যকে কষ্ট দিয়ে নিজে সুখী হওয়া কখনো ভালোবাসা হতে পারে না। এটা একটা অন্ধ মোহ। যে মোহ আপনাকে কেবল সর্বনাশের দিকে নিয়ে যাবে।

আপনার কী করা উচিত, সেটা আপনি জানেন। আমি বলছি, আমি আপনার স্থানে হলে কী করতাম। যেহেতু স্বামীকে আমি ভালবাসিনা, সেহেতু মানুষটিকে সত্য কথা বলে দিতাম। আপনার কোন অধিকার নেই নিজের প্রেমিকের সন্তান স্বামীর পরিচয়ে বড় করার। এবং একদিন না একদিন সেই সত্য বের হয়েই আসবে। এখনো আপনার সন্তানেরা ছোট। তাদের সামনে ঘৃণ্য একজন মানুষ হতে না চাইলে আপনার উচিত স্বামীকে সব সত্য বলে দেয়া। এবং তিনি কি সিদ্ধান্ত নেন সেটা দেখা। তিনি যদি আপনাকে ডিভোর্স দিয়ে দেন, আপনি মুক্ত। নিজের দ্বিতীয় সন্তানকে নিয়ে আপনি যেখানে ইচ্ছা, যার কাছে ইচ্ছা যেতে পারেন। আর স্বামী যদি সব জেনে বুঝেও আপনাকে মেনে নেন, আপনার উচিত হবে সেই ভালো মানুষটির সাথেই জীবন পার করা। কেননা এমন বড় হৃদয়ের মানুষ পাওয়া অনেক বেশী ভাগ্যের ব্যাপার।

দুঃখিত আপু, এর চাইতে বেশী কোন পরামর্শ আমি ভেবে উঠতে পারছি না।

পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী

Tag :
জনপ্রিয় সংবাদ

বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে ২ সন্তানের জননী চাচির অনশন

আমার ১ম সন্তানের বাবা আমার স্বামী, আর দ্বিতীয় সন্তানের বাবা আমার প্রেমিক, আমার কী করা উচিত

আপডেট টাইম : ০২:০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫

নাম প্রকাশে অনিচ্ছুক, অনেকদিন ধরেই আপনাদের এই বিভাগটির প্রতিটি সমস্যার সমাধান আমি নিয়মিত পড়ে আসছি। সবার সমস্যারই কম-বেশী সমাধান আছে। কিন্তু আমি যেই সমস্যা আর মানসিক অশান্তিতে আছি,তার বোধহয় কোন সমাধান এই দুনিয়ায় নেই।যাক হোক সংক্ষেপে আমার সমস্যা বলছি।কিন্তু অনুরোধ রইলো আমার পুরো সমস্যাটি আপনাদের পেজে না ছাপানোর। আশা করি অনুরোধটা রাখবেন।

আমি যখন স্কুলে পড়ি তখন আমার ক্লাসেরই এক ছেলেকে ভালবাসতাম। সেও। মাঝখানে অনেকদিন যোগাযোগ বা দেখা সাক্ষাৎ ছিলনা। ভার্সিটিতে যখন পড়ি তখন আবার দেখা হলো। ও আমাকে প্রপোজ করেনি,তখন আমিও কখনো সাহস করে বলতে পারিনি যে আমিও ওকে ভালবাসি। একপর্যায়ে আমার বিয়ে হয়ে যায়। কিন্তু ওকে কখনো ভুলতে পারিনি। বিয়ের আমার একটি সন্তান হলো।

বিয়ের অনেক বছর পর একদিন প্রাক্তন প্রেমিক আমাকে জানালো যে সে আমাকে ভালবাসে এবং সে এখনো আমার জন্য অপেক্ষা করছে। একথা শুনার পর আমি সব বিবেক বুদ্ধি হারিয়ে জীবনের চরম ভুল করে বসলাম। সেই ভুলের রেজাল্ট হলো প্রেমিক আমার ২য় সন্তানের বাবা। কিন্তু ২য় বার কনসিভ করার একপর্যায়ে কিছু কারণে আমরা আবার বিচ্ছিন্ন হয়ে যাই। কারণ তার প্রচণ্ড মাদকাসক্তি, আমার সাথে চরম খারাপ আচরণ সহ আরো অনেককিছু। তখন আমি এবোরশন করার অনেক চেষ্টা করি। কিন্তু অনেক দেরী হয়ে গিয়েছিল বলে সম্ভব হয়নি।

সন্তান হওয়ার অনেক বছর পর সে আবার আমার সাথে যোগাযোগ করে। ততদিনে তার অনেক চেঞ্জ হয়েছে।ড্রাগ ছেড়ে দিয়েছে। আর আচরনেও অনেক পরিবর্তন এসেছে ।সে এখনও আমাকে ভালবাসে, আমাকে বিয়ে করতে চায় এবং আমার জন্য অপেক্ষা করছে। এখন সমস্যা হলো আমি কোনদিন ও আমার স্বামীকে মন থেকে ভালবাসতে পারিনি। অথচ সে আমার ১ম সন্তানের বাবা। এদিকে প্রেমিককে ভুলা সম্ভব না। কারণ সে আমার ২য় সন্তানের বাবা। সত্যি কথা বলতে আমি দুই সন্তান সহ তার কাছে যেতে যাই। কারণ সে আমার সেই ছোটবেলার ভালবাসা। কিন্তু সে আবার প্রচণ্ড কাণ্ডজ্ঞানহীন একটা লোক। যার ভিতরে কিনা কোন দায়িত্ববোধ নেই।আমি ওর কাছে গেলে আমার আর আমার দুসন্তানকেই অনেক সাফার করতে হবে। আবার স্বামী অনেক ভাল একজন মানুষ। তাকে কষ্ট দেয়া আমার পক্ষে সম্ভব না।

এই দোটানায় পড়ে আমার মানসিক অবস্থা এখন খুব খারাপ পর্যায়ে আছে।আমি হয় পাগল হয়ে যাবো নয়তো কোন একদিন সুইসাইড করবো। আপনার কাছে আছে এর কোন সমাধান। থাকলে প্লিজ আমাকে বলেন যে এখন আমি কী করবো আর কী বা করা উচিত। আরেকটা কথা মনেত উপর কোন জোর চলে না। কিন্তু শুধু আমি জানি কত কষ্টে আমি নিজেকে সবসময় মানুষ এর সামনে নিজেকে স্বাভাবিক ভাবে রাখার ব্যর্থ চেষ্টা করি। কী করা উচিত আর কী করা উচিত না তার সবই আমি বুঝি। কিন্তু নিজের মনটাকে আর কিভাবে মানাবো,বলতে পারেন?

(নাম প্রকাশে অনিচ্ছুক)

প্রথমত, আপনার অনুরোধ অনুযায়ী আপনার চিঠি পুরোটা ছাপানো হলো না। কেবল মূল কথা গুলো রাখা হলো। নতুবা পাঠক বানোয়াট ভেবে বসতে পারেন। এডিট করে এমন সব প্রমাণ মুছে দেয়া হলো, যাতে আপনার পরিচয় বোঝা যায়। এখন মূল প্রসঙ্গে আসি।

আপু, আপনি যা করেছেন, সেটা যে চরম অন্যায় সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন? আপনি প্রতারণা করেছেন স্বামীর সাথে, প্রতারণা করেছেন সন্তানের সাথে। আপনার দ্বিতীয় সন্তানকে যে এই সমাজ অবৈধ সন্তান আখ্যা দেবে, সেটা কি আপনি বুঝতে পারছেন আপু? আপনি লিখেছেন দুটি সন্তান সহ প্রেমিকের কাছে চলে যেতে চান… একজন মা হয়ে এমন স্বার্থপরের কথা কীভাবে বলতে পারলেন? বড় সন্তানকে তাঁর পিতার কাছ থেকে আলাদা করে নিজের পরকীয়া প্রেমিকের কাছে নিয়ে যাবেন, তাও এমন লোকের কাছে যে কিনা বাচ্চাটিকে কেবল কষ্টই দেবে, এমন ভাবনা একজন মায়ের মনে আসা উচিত না।

হ্যাঁ আপু, আপনার এই প্রেমের সম্পর্কটিকে সমাজ পরকীয়াই বলবে। সবচাইতে বড় কথা, আপনি আরেকজনের স্ত্রী জানা সত্ত্বেও যে মানুষ আপনার সাথে যৌন সম্পর্ক করেছে, তাঁর চরিত্র নিয়ে কি আপনার একবার সন্দেহ হয় না? জানি, আপনি ভালোবাসার অনেক দোহাই দেবেন। কিন্তু আপনি এখন যেটা অনুভব করছেন আপু, সেটা ভালোবাসা না। অন্যকে কষ্ট দিয়ে নিজে সুখী হওয়া কখনো ভালোবাসা হতে পারে না। এটা একটা অন্ধ মোহ। যে মোহ আপনাকে কেবল সর্বনাশের দিকে নিয়ে যাবে।

আপনার কী করা উচিত, সেটা আপনি জানেন। আমি বলছি, আমি আপনার স্থানে হলে কী করতাম। যেহেতু স্বামীকে আমি ভালবাসিনা, সেহেতু মানুষটিকে সত্য কথা বলে দিতাম। আপনার কোন অধিকার নেই নিজের প্রেমিকের সন্তান স্বামীর পরিচয়ে বড় করার। এবং একদিন না একদিন সেই সত্য বের হয়েই আসবে। এখনো আপনার সন্তানেরা ছোট। তাদের সামনে ঘৃণ্য একজন মানুষ হতে না চাইলে আপনার উচিত স্বামীকে সব সত্য বলে দেয়া। এবং তিনি কি সিদ্ধান্ত নেন সেটা দেখা। তিনি যদি আপনাকে ডিভোর্স দিয়ে দেন, আপনি মুক্ত। নিজের দ্বিতীয় সন্তানকে নিয়ে আপনি যেখানে ইচ্ছা, যার কাছে ইচ্ছা যেতে পারেন। আর স্বামী যদি সব জেনে বুঝেও আপনাকে মেনে নেন, আপনার উচিত হবে সেই ভালো মানুষটির সাথেই জীবন পার করা। কেননা এমন বড় হৃদয়ের মানুষ পাওয়া অনেক বেশী ভাগ্যের ব্যাপার।

দুঃখিত আপু, এর চাইতে বেশী কোন পরামর্শ আমি ভেবে উঠতে পারছি না।

পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী