পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিহারে বিজেপির ভরাডুবির নেপথ্যে

ডেস্ক : ভারতের বিহার রাজ্যের বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি জোটের (ভারতীয় জনতা পার্টি) ব্যাপক ভরাডুবি হয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদবের মহাজোট বেশ সহজভাবে জয়লাভ করেছে।

রোববার ঘোষিত পূর্ণাঙ্গ ফল অনুযায়ী বিজেপি জোট পেয়েছে ৫৮টি আসন, আর মহাজোট পেয়েছে ১৭৮টি আসন। ৭টি আসন পেয়েছে বাকী দলগুলো।

ফেব্রুয়ারিতে দিল্লির নির্বাচনে বিজেপির হারের পর বিহারের এই পরাজয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বড় ধরনের এক ধাক্কা বলে মনে করা হচ্ছে। মাত্র দেড় বছর আগে পার্লামেন্ট নির্বাচনে বিজেপি এই বিহারে ব্যাপক সাফল্য পেয়েছিল। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে খোদ প্রধানমন্ত্রীই বিহারের বড় বড় কয়েকটি জনসভায় ভাষণ দিয়েছেন। এছাড়া দলীয় নেতা ও মন্ত্রীদের প্রচার অভিযান তো ছিলই। তারপরও পরাজয় না ঠেকানোর পেছনে বেশ কয়েকটি ইস্যুকে দায়ী করা হচ্ছে।

বিষয়টি নিয়ে বিজেপির নীতি নির্ধারকরা কবে পর্যালোচনা বৈঠক করবেন তা জানতে হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে। কিন্তু নির্বাচনে ভরাডুবির ব্যাপারে দলীয়প্রধান অমিত শাহ প্রাথমিকভাবে বেশ কিছু নেতার, বিশেষ করে যারা গত ৪৫ দিন ধরে বিহারে অবস্থান করে পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছেন, সঙ্গে কথা বলেছেন। সেখানেই পরাজয়ের বিষয় নিয়ে প্রাথমিক বিশ্লেষন হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।

এক নেতা (নাম উল্লেখ করা হয়নি) বলেছেন, তাৎক্ষণিক পর্যবেক্ষণে মনে হয়েছে, মহাজোট (বিরোধী জোট) নির্বাচনকে উচ্চ বর্ণ ও নিম্ন বর্ণের মধ্যে রূপান্তর করতে সক্ষম হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সুবিধা বঞ্চিত ও অধিক সুবিধা বঞ্চিত শ্রেণীর ভোটারদের নিজের পক্ষে টানতে সক্ষম হয়েছেন। বিহারের এই নির্বাচনী ফল মোদি সরকারের নীতি ও রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া নরেন্দ্র মোদির সরকার গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) সংক্রান্ত যে বিল পাস করতে যাচ্ছে তার মাধ্যমেও সুযোগ গ্রহণ করেছে বিরোধী পক্ষ। গেল সপ্তাহেই অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, বিলটি পাস সময়ের ব্যাপার মাত্র।

অপর গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা আইএএনএস’র বিশ্লেষণে বলা হয়েছে, মোদির সরকার ক্ষমতায় আসার পর দেশটির কয়েকটি রাজ্যে গরু জবাই ও গরুর মাংস বেচাকেনার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাতে বিহার রাজ্যের ১৫ শতাংশ মুসলিম সরকারের ওপর আস্থা হারিয়েছে। এমনকি হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের যারা গরুর মাংসভোজী তারাও ওই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে।

সম্প্রতি রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠের দাদরি গ্রামে গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে ৫২ বছর বয়সী এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। যা এই নির্বাচনে প্রভাব বিস্তার করেছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে দলিত সম্প্রদায় (হিন্দুদের চারটি সম্প্রদায়ের সর্বনিম্ন স্তর) নিয়ে ইউনিয়ন মন্ত্রী ভি কে সিংয়ের মন্তব্য ক্ষুব্ধ করে নিম্ন বর্ণের হিন্দুদের। দলিত সম্পদ্রায়ের লোকের লাশ উদ্ধার নিয়ে সিং বলেন, ‘পাথরের আঘাতে রাস্তায় কুকুরের মৃত্যু হলে তার দায় সরকারের নয়’। তার এই স্পর্শকাতর মন্তব্যটি লুফে নেয় বিরোধী পক্ষ।

তাছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার ব্যাপক জনপ্রিয়। গত দুই টার্মে তিনি তার এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এটি তার তৃতীয় বিজয়। সব মিলিয়ে লালু-নীতিশ জোট যে বিশাল জয় পেয়েছে তা কল্পনাও করতে পারেনি বিজেপি জোট। এমনকি মহাজোটও ধারণা করনি যে, এতো বড় ব্যবধানে তারা বিজয় লাভ করবে।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

বিহারে বিজেপির ভরাডুবির নেপথ্যে

আপডেট টাইম : ০৩:৫৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫

ডেস্ক : ভারতের বিহার রাজ্যের বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি জোটের (ভারতীয় জনতা পার্টি) ব্যাপক ভরাডুবি হয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদবের মহাজোট বেশ সহজভাবে জয়লাভ করেছে।

রোববার ঘোষিত পূর্ণাঙ্গ ফল অনুযায়ী বিজেপি জোট পেয়েছে ৫৮টি আসন, আর মহাজোট পেয়েছে ১৭৮টি আসন। ৭টি আসন পেয়েছে বাকী দলগুলো।

ফেব্রুয়ারিতে দিল্লির নির্বাচনে বিজেপির হারের পর বিহারের এই পরাজয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বড় ধরনের এক ধাক্কা বলে মনে করা হচ্ছে। মাত্র দেড় বছর আগে পার্লামেন্ট নির্বাচনে বিজেপি এই বিহারে ব্যাপক সাফল্য পেয়েছিল। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে খোদ প্রধানমন্ত্রীই বিহারের বড় বড় কয়েকটি জনসভায় ভাষণ দিয়েছেন। এছাড়া দলীয় নেতা ও মন্ত্রীদের প্রচার অভিযান তো ছিলই। তারপরও পরাজয় না ঠেকানোর পেছনে বেশ কয়েকটি ইস্যুকে দায়ী করা হচ্ছে।

বিষয়টি নিয়ে বিজেপির নীতি নির্ধারকরা কবে পর্যালোচনা বৈঠক করবেন তা জানতে হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে। কিন্তু নির্বাচনে ভরাডুবির ব্যাপারে দলীয়প্রধান অমিত শাহ প্রাথমিকভাবে বেশ কিছু নেতার, বিশেষ করে যারা গত ৪৫ দিন ধরে বিহারে অবস্থান করে পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছেন, সঙ্গে কথা বলেছেন। সেখানেই পরাজয়ের বিষয় নিয়ে প্রাথমিক বিশ্লেষন হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।

এক নেতা (নাম উল্লেখ করা হয়নি) বলেছেন, তাৎক্ষণিক পর্যবেক্ষণে মনে হয়েছে, মহাজোট (বিরোধী জোট) নির্বাচনকে উচ্চ বর্ণ ও নিম্ন বর্ণের মধ্যে রূপান্তর করতে সক্ষম হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সুবিধা বঞ্চিত ও অধিক সুবিধা বঞ্চিত শ্রেণীর ভোটারদের নিজের পক্ষে টানতে সক্ষম হয়েছেন। বিহারের এই নির্বাচনী ফল মোদি সরকারের নীতি ও রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া নরেন্দ্র মোদির সরকার গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) সংক্রান্ত যে বিল পাস করতে যাচ্ছে তার মাধ্যমেও সুযোগ গ্রহণ করেছে বিরোধী পক্ষ। গেল সপ্তাহেই অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, বিলটি পাস সময়ের ব্যাপার মাত্র।

অপর গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা আইএএনএস’র বিশ্লেষণে বলা হয়েছে, মোদির সরকার ক্ষমতায় আসার পর দেশটির কয়েকটি রাজ্যে গরু জবাই ও গরুর মাংস বেচাকেনার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাতে বিহার রাজ্যের ১৫ শতাংশ মুসলিম সরকারের ওপর আস্থা হারিয়েছে। এমনকি হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের যারা গরুর মাংসভোজী তারাও ওই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে।

সম্প্রতি রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠের দাদরি গ্রামে গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে ৫২ বছর বয়সী এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। যা এই নির্বাচনে প্রভাব বিস্তার করেছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে দলিত সম্প্রদায় (হিন্দুদের চারটি সম্প্রদায়ের সর্বনিম্ন স্তর) নিয়ে ইউনিয়ন মন্ত্রী ভি কে সিংয়ের মন্তব্য ক্ষুব্ধ করে নিম্ন বর্ণের হিন্দুদের। দলিত সম্পদ্রায়ের লোকের লাশ উদ্ধার নিয়ে সিং বলেন, ‘পাথরের আঘাতে রাস্তায় কুকুরের মৃত্যু হলে তার দায় সরকারের নয়’। তার এই স্পর্শকাতর মন্তব্যটি লুফে নেয় বিরোধী পক্ষ।

তাছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমার ব্যাপক জনপ্রিয়। গত দুই টার্মে তিনি তার এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এটি তার তৃতীয় বিজয়। সব মিলিয়ে লালু-নীতিশ জোট যে বিশাল জয় পেয়েছে তা কল্পনাও করতে পারেনি বিজেপি জোট। এমনকি মহাজোটও ধারণা করনি যে, এতো বড় ব্যবধানে তারা বিজয় লাভ করবে।