পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

জাপার গৃহবিবাদে শঙ্কায় সরকার

ঢাকা: জাতীয় পার্টির ভবিষৎ নিয়ে এমুহুর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না রাজনীতিক বিশ্লেষকরা। দলটির অতীত কর্মকাণ্ড নিয়ে বহু বির্তক থাকলেও ভবিষতে যে ব্যতিক্রম কিছু ঘটবে না- রাজনীতির দাবাচালে তা নিশ্চিত করে বলা যায়না। রাজনৈতিক ক্ষেত্রে আকস্মিকভাবেই ঘটে যায় অনেক ঘটনা।

একেকটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া ও ক্ষমতায় থেকে সরে আসা তারই উজ্জ্বল দৃষ্টান্ত। এমনই আশায় হয়ত এরশাদ আবার গা ঝাড়া দিয়ে উঠেছেন বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা।

রাজনীতিতে এরশাদের চাঙ্গা ভাব দেখে অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে। এনিয়ে সচেতন মহলেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

কেউ কেউ বলছেন, এরশাদ অতীত রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে রাজনৈতিক ক্ষেত্রে অপরিপক্কতার পরিচয় দিয়ে জনসমর্থন হারিয়েছেন। এখন হয়ত বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে উপলব্ধি করেছেন যে জনসমর্থন লাভে তাকে জনস্বার্থেই কথা বলতে হবে। তাই কার্যত বিরোধী দলের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তার বর্তমান ভূমিকায় অবতীর্ণ হওয়াটাই সমীচীন বলে মনে করছেন অনেকে।

তবে এরশাদের রাজনৈতিক ডিগবাজির কথাও বাদ দেননি বিশ্লেষকরা। তাদের ভাষ্য রাজনীতির ক্ষেত্রে এটি চলে।

তবে, এরশাদ ও রওশনের সাম্প্রতিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব, জিএম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ও বাবলুকে বাদ দিয়ে রুহুল আমীন হাওলাদারকে মহাসচিবের দায়িত্ব দেওয়ার পর এসব নিয়ে সরকারও শঙ্কায় পড়েছে।

মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকে কিছু সময়ের জন্য হাজির হয়ে এরশাদ দলীয় এমপি ও মন্ত্রীদের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তার সিদ্ধান্তই শেষ কথা বলে জানান। এরশাদ এমপিদের বলেন, তার সিদ্ধান্তের বাইরে গেলে তিনি তাদের বহিষ্কার করবেন। আর দল থেকে বহিষ্কার হলে কারও এমপি ও মন্ত্রিত্ব থাকবে না।

সরকারের নীতি নির্ধারকদের মতে, রওশন, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলুর নিয়ন্ত্রণ থেকে যদি এরশাদ, তাঁর ভাই জিএম কাদের ও রুহুল আমীন হাওলাদারের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে এরশাদের পদত্যাগসহ মন্ত্রিপরিষদ থেকে জাপার ৩ মন্ত্রী বের হয়ে যেতে পারে।

এমনকি পরিস্থিত বুঝে সংসদ থেকে পদত্যাগের মতো কোনো কঠিন সিদ্ধান্তও জাতীয় পার্টি নিতে পারে বলে আশঙ্কা সরকারের। যার কারণে, পরবর্তীতে সরকার সাংবিধানিক সংকটে পড়তে পারে।

সরকারের একটি সূত্রে জানাগেছে, মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে এরশাদ ও রওশনের মধ্যে বিভিন্ন সময় বিপরীতমুখী অবস্থান ছিল। সরকার জাতীয় পার্টির নেতাদের মন্ত্রিসভায় রাখার পক্ষে। আবার দলে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলুর কর্তৃত্ব বজায় রেখে মন্ত্রিসভা থেকে বেরিয়ে গেলেও সরকার আপত্তি করবে না। সে ক্ষেত্রে জাপা পরিপূর্ণ বিরোধী দলের ভূমিকায় থাকবে। কিন্তু এরশাদ-রওশন বিবাদে জাতীয় পার্টি ভেঙে গেলে খানিকটা বিপাকে পড়বে সরকার।

তাদের মতে, জিএম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান করাসহ এরশাদের সাম্প্রতিক কর্মকা- তিনি নিজের বুদ্ধিতে করছেন না। এর পেছনে কোনো শক্তি কাজ করছে। এটাতে সফল হতে পারলে এরশাদ আরও বেপরোয়া সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবেন।

সরকারের একজন মন্ত্রী জানান, এরশাদ আনপ্রেডিক্টেবল। তাই তাঁকে সরকারের নীতিনির্ধারক মহল বিশ্বাস করে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে শেষ মুহূর্তে বেঁকে গিয়ে বেকায়দায় ফেলে দিয়েছিলেন এরশাদ। এর পেছনে নানা শক্তির প্রভাব ছিল। তবে এবার জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করা এবং জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে ‘রাজনৈতিক উচ্চাভিলাষ’ ও প্রভাব রয়েছে বলে মনে হয়। এটা সরকার ও আওয়ামী লীগের জন্য ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ৫ জানুয়ারির আগের ভূমিকায় এরশাদের যে ক্ষতি হয়েছে, এবার নিশ্চয় তিনি ভাবনায় সেটা নিয়েই এগোবেন।

এদিকে, মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা মনোনয়ন বোর্ডের এক বৈঠক হয়। বোর্ডের একজন সদস্য জাতীয় পার্টির চলমান অস্থিরতার বিষয়টি তোলেন। দু-একজন নেতা এটাকে গণতান্ত্রিক চর্চা হিসেবে মন্তব্য করেন। তবে প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি বলে সূত্র জানায়।

অন্যদিকে, দলীয় মন্ত্রী ও এমপিরা সংসদীয় দলের বৈঠক ডেকে এরশাদের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করলেও শেষমেশ এরশাদের নেতৃত্বের প্রতিই তারা নতজানু হয়েছেন।

সর্বশেষ আজ বুধবারও এরশাদ ঘোষণা দিয়েছেন যে, আগামী কাউন্সিলে দলের নেতাকর্মীরা তাকে না চাইলে তিনি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবেন। তার এই কথা থেকেই ইঙ্গিত বহন করে যে, আগামীতে এরশাদের ভাই জিএম কাদেরের হাতেই যাচ্ছে জাতীয় পার্টির নিয়ন্ত্রণ ক্ষমতা।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

জাপার গৃহবিবাদে শঙ্কায় সরকার

আপডেট টাইম : ০৩:২১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০১৬

ঢাকা: জাতীয় পার্টির ভবিষৎ নিয়ে এমুহুর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না রাজনীতিক বিশ্লেষকরা। দলটির অতীত কর্মকাণ্ড নিয়ে বহু বির্তক থাকলেও ভবিষতে যে ব্যতিক্রম কিছু ঘটবে না- রাজনীতির দাবাচালে তা নিশ্চিত করে বলা যায়না। রাজনৈতিক ক্ষেত্রে আকস্মিকভাবেই ঘটে যায় অনেক ঘটনা।

একেকটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া ও ক্ষমতায় থেকে সরে আসা তারই উজ্জ্বল দৃষ্টান্ত। এমনই আশায় হয়ত এরশাদ আবার গা ঝাড়া দিয়ে উঠেছেন বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা।

রাজনীতিতে এরশাদের চাঙ্গা ভাব দেখে অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে। এনিয়ে সচেতন মহলেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

কেউ কেউ বলছেন, এরশাদ অতীত রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে রাজনৈতিক ক্ষেত্রে অপরিপক্কতার পরিচয় দিয়ে জনসমর্থন হারিয়েছেন। এখন হয়ত বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে উপলব্ধি করেছেন যে জনসমর্থন লাভে তাকে জনস্বার্থেই কথা বলতে হবে। তাই কার্যত বিরোধী দলের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তার বর্তমান ভূমিকায় অবতীর্ণ হওয়াটাই সমীচীন বলে মনে করছেন অনেকে।

তবে এরশাদের রাজনৈতিক ডিগবাজির কথাও বাদ দেননি বিশ্লেষকরা। তাদের ভাষ্য রাজনীতির ক্ষেত্রে এটি চলে।

তবে, এরশাদ ও রওশনের সাম্প্রতিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব, জিএম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ও বাবলুকে বাদ দিয়ে রুহুল আমীন হাওলাদারকে মহাসচিবের দায়িত্ব দেওয়ার পর এসব নিয়ে সরকারও শঙ্কায় পড়েছে।

মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকে কিছু সময়ের জন্য হাজির হয়ে এরশাদ দলীয় এমপি ও মন্ত্রীদের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তার সিদ্ধান্তই শেষ কথা বলে জানান। এরশাদ এমপিদের বলেন, তার সিদ্ধান্তের বাইরে গেলে তিনি তাদের বহিষ্কার করবেন। আর দল থেকে বহিষ্কার হলে কারও এমপি ও মন্ত্রিত্ব থাকবে না।

সরকারের নীতি নির্ধারকদের মতে, রওশন, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলুর নিয়ন্ত্রণ থেকে যদি এরশাদ, তাঁর ভাই জিএম কাদের ও রুহুল আমীন হাওলাদারের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে এরশাদের পদত্যাগসহ মন্ত্রিপরিষদ থেকে জাপার ৩ মন্ত্রী বের হয়ে যেতে পারে।

এমনকি পরিস্থিত বুঝে সংসদ থেকে পদত্যাগের মতো কোনো কঠিন সিদ্ধান্তও জাতীয় পার্টি নিতে পারে বলে আশঙ্কা সরকারের। যার কারণে, পরবর্তীতে সরকার সাংবিধানিক সংকটে পড়তে পারে।

সরকারের একটি সূত্রে জানাগেছে, মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে এরশাদ ও রওশনের মধ্যে বিভিন্ন সময় বিপরীতমুখী অবস্থান ছিল। সরকার জাতীয় পার্টির নেতাদের মন্ত্রিসভায় রাখার পক্ষে। আবার দলে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলুর কর্তৃত্ব বজায় রেখে মন্ত্রিসভা থেকে বেরিয়ে গেলেও সরকার আপত্তি করবে না। সে ক্ষেত্রে জাপা পরিপূর্ণ বিরোধী দলের ভূমিকায় থাকবে। কিন্তু এরশাদ-রওশন বিবাদে জাতীয় পার্টি ভেঙে গেলে খানিকটা বিপাকে পড়বে সরকার।

তাদের মতে, জিএম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান করাসহ এরশাদের সাম্প্রতিক কর্মকা- তিনি নিজের বুদ্ধিতে করছেন না। এর পেছনে কোনো শক্তি কাজ করছে। এটাতে সফল হতে পারলে এরশাদ আরও বেপরোয়া সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবেন।

সরকারের একজন মন্ত্রী জানান, এরশাদ আনপ্রেডিক্টেবল। তাই তাঁকে সরকারের নীতিনির্ধারক মহল বিশ্বাস করে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে শেষ মুহূর্তে বেঁকে গিয়ে বেকায়দায় ফেলে দিয়েছিলেন এরশাদ। এর পেছনে নানা শক্তির প্রভাব ছিল। তবে এবার জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করা এবং জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে ‘রাজনৈতিক উচ্চাভিলাষ’ ও প্রভাব রয়েছে বলে মনে হয়। এটা সরকার ও আওয়ামী লীগের জন্য ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ৫ জানুয়ারির আগের ভূমিকায় এরশাদের যে ক্ষতি হয়েছে, এবার নিশ্চয় তিনি ভাবনায় সেটা নিয়েই এগোবেন।

এদিকে, মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা মনোনয়ন বোর্ডের এক বৈঠক হয়। বোর্ডের একজন সদস্য জাতীয় পার্টির চলমান অস্থিরতার বিষয়টি তোলেন। দু-একজন নেতা এটাকে গণতান্ত্রিক চর্চা হিসেবে মন্তব্য করেন। তবে প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি বলে সূত্র জানায়।

অন্যদিকে, দলীয় মন্ত্রী ও এমপিরা সংসদীয় দলের বৈঠক ডেকে এরশাদের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করলেও শেষমেশ এরশাদের নেতৃত্বের প্রতিই তারা নতজানু হয়েছেন।

সর্বশেষ আজ বুধবারও এরশাদ ঘোষণা দিয়েছেন যে, আগামী কাউন্সিলে দলের নেতাকর্মীরা তাকে না চাইলে তিনি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবেন। তার এই কথা থেকেই ইঙ্গিত বহন করে যে, আগামীতে এরশাদের ভাই জিএম কাদেরের হাতেই যাচ্ছে জাতীয় পার্টির নিয়ন্ত্রণ ক্ষমতা।