অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

সুরাইয়ার ক্ষেত্রে যেন তা না হয়…

(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান) : অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে বখাটে। রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৪) হত্যার ঘটনায় বখাটে ওবায়দুল খানকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। তাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়। এবার দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষা।

অষ্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া ২৫ আগস্ট পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় স্কুলের সামনের ওভারব্রিজে বখাটে তাকে ছুরিকাঘাত করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট সুরাইয়া মারা যায়। এ ঘটনায় তার মা তানিয়া হোসেন রমনা থানায় দরজি ওবায়দুল খানকে আসামি করে মামলা করেন।

ঘাতক ও বখাটে ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মিরাটঙ্গী গ্রামে। তার বাবা মৃত আবদুস সামাদ। যে প্রায় নিয়মিত উত্যক্ত করত সুরাইয়া আক্তার রিশাকে। কখনো মোবাইল ফোনে, কখনো স্কুলে যাতায়াতের সময়। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় সুরাইয়াকে ছুরিকাঘাতে মারাত্মক যখম করে বখাটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

সুরাইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পাঁচদিন পরও ঘাতককে গ্রেফতার না করায় ক্ষোভ তীব্র আকার ধারণ করে। ক্ষোভের একপর্যায়ে রাজপথে নেমে আসে তার সহপাঠী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। তারা ঘাতককে আটক ও বিচারের দাবিতে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করে।

২৯ আগস্টও বৃষ্টি উপেক্ষা করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা কাকরাইলের সব পথ আটকে ঘাতক ওবায়দুল গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রর্দশন করে। এ সময় চারদিকে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘাতককে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এদিন শিক্ষামন্ত্রী উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে এসে ঘটনার জন্য দায়ীকে গ্রেফতারের দাবি জানান।

পুলিশ তাদের কথা রেখেছে। ঘাতককে গ্রেফতারে তারা সফল হয়েছে। পুলিশ যে ইচ্ছে করলে পারে না, সুরাইয়ার হত্যাকারীসহ বেশ কয়েকটি ঘটনায় জাতি তা দেখেছে। এ জন্য তাদের ধন্যবাদ। ঘাতককে গ্রেফতারের জন্য কৌশল হিসেবে পুলিশ তার বোন ও ভগ্নিপতিকে আটক করা হয়। ফলে ঘাতক ওবায়দুলের খোঁজ সহজে মিলে এবং তাকে আইনের আওতায় আনা যায়।

ঘাতক গ্রেফতার হয়েছে, এতে প্রাথমিক কাজটা সম্পন্ন হয়েছে। বাকি বড় কাজ অবশিষ্ট রয়েছে। বাংলাদেশের সব শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এতে সন্তুষ্ট। যাতে বখাটে সম্প্রদায়ের শিক্ষা হয়-তারা এমন দৃষ্টান্তমূলক শাস্তি চান। শাস্তির মাত্রা এমন হওয়া চাই, যাতে আর কোনো নারী শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় না ভোগে। অভিভাবক ও শিক্ষকরা নিশ্চিন্ত থাকতে পারেন।

ঘরে ঘরে সন্তান আছে। আছে মেয়ে। জন্মগতভাবে স্বভাবগুণে ওরা শান্তশিষ্ট। তাদের চলার পথে অনেক বাধা। সব বাধা পেরিয়ে ওরা যখন স্কুলমুখো হয়, বয়সটা যখন একটু বাড়া শুরু করে বখাটেরা তখন তাদের নানাভাবে উত্যক্ত করে। এতে অনেকের শিক্ষার অবসান ঘটে। এ ব্যাপারে সমাজ সচেষ্ট না হওয়ায় বখাটেরা বেপরোয়া। এতে মায়ের জাতি শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত হয়।

সবার জায়গা থেকে তাদের এই অধিকারটুকু রক্ষায় যত্নবান হলে বখাটে ওবায়দুলরা ঘাতক হতে পারত না। আর আমরা অকালে হারাতাম না বেগম রোকেয়ার উত্তরসূরি আদর্শ শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার মতো একটি ফুটফুটে মেয়েকে। শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে আর যাতে কোনো বাধার প্রাচীর তৈরি না হয়, সে রকম দৃষ্টান্ত দেখতে চায় শিক্ষানুরাগীরা।

‘আইনের ফাঁক’ বলে একটা কথা চালু আছে, ‘ফাঁক গলে’ও আরেকটা কথা আছে। কোনোভাবেই যেন বখাটে ওবায়দুল ছাড় না পায় পুলিশের তদন্ত কর্মকর্তাকে এ ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তর করার দাবি রাখে বৈকি। কীভাবে করলে বিচার দ্রুত পাওয়া যাবে, সেটা পুলিশ ভালো বোঝে। মায়ের জাতির শিক্ষা লাভে বখাটেপনা যেন আর সমস্যা হতে না পারে, তদন্ত কর্মকর্তার কাছে সেদিকটা অগ্রাধিকার দেয়ার বিনীত অনুরোধ থাকল।

লেখক : সাধারণ সম্পাদক- ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : jalam_prodhan72@yahoo.com

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

সুরাইয়ার ক্ষেত্রে যেন তা না হয়…

আপডেট টাইম : ০৩:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬

(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান) : অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে বখাটে। রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৪) হত্যার ঘটনায় বখাটে ওবায়দুল খানকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। তাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়। এবার দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষা।

অষ্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া ২৫ আগস্ট পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় স্কুলের সামনের ওভারব্রিজে বখাটে তাকে ছুরিকাঘাত করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট সুরাইয়া মারা যায়। এ ঘটনায় তার মা তানিয়া হোসেন রমনা থানায় দরজি ওবায়দুল খানকে আসামি করে মামলা করেন।

ঘাতক ও বখাটে ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মিরাটঙ্গী গ্রামে। তার বাবা মৃত আবদুস সামাদ। যে প্রায় নিয়মিত উত্যক্ত করত সুরাইয়া আক্তার রিশাকে। কখনো মোবাইল ফোনে, কখনো স্কুলে যাতায়াতের সময়। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় সুরাইয়াকে ছুরিকাঘাতে মারাত্মক যখম করে বখাটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

সুরাইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পাঁচদিন পরও ঘাতককে গ্রেফতার না করায় ক্ষোভ তীব্র আকার ধারণ করে। ক্ষোভের একপর্যায়ে রাজপথে নেমে আসে তার সহপাঠী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। তারা ঘাতককে আটক ও বিচারের দাবিতে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করে।

২৯ আগস্টও বৃষ্টি উপেক্ষা করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা কাকরাইলের সব পথ আটকে ঘাতক ওবায়দুল গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রর্দশন করে। এ সময় চারদিকে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘাতককে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এদিন শিক্ষামন্ত্রী উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে এসে ঘটনার জন্য দায়ীকে গ্রেফতারের দাবি জানান।

পুলিশ তাদের কথা রেখেছে। ঘাতককে গ্রেফতারে তারা সফল হয়েছে। পুলিশ যে ইচ্ছে করলে পারে না, সুরাইয়ার হত্যাকারীসহ বেশ কয়েকটি ঘটনায় জাতি তা দেখেছে। এ জন্য তাদের ধন্যবাদ। ঘাতককে গ্রেফতারের জন্য কৌশল হিসেবে পুলিশ তার বোন ও ভগ্নিপতিকে আটক করা হয়। ফলে ঘাতক ওবায়দুলের খোঁজ সহজে মিলে এবং তাকে আইনের আওতায় আনা যায়।

ঘাতক গ্রেফতার হয়েছে, এতে প্রাথমিক কাজটা সম্পন্ন হয়েছে। বাকি বড় কাজ অবশিষ্ট রয়েছে। বাংলাদেশের সব শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এতে সন্তুষ্ট। যাতে বখাটে সম্প্রদায়ের শিক্ষা হয়-তারা এমন দৃষ্টান্তমূলক শাস্তি চান। শাস্তির মাত্রা এমন হওয়া চাই, যাতে আর কোনো নারী শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় না ভোগে। অভিভাবক ও শিক্ষকরা নিশ্চিন্ত থাকতে পারেন।

ঘরে ঘরে সন্তান আছে। আছে মেয়ে। জন্মগতভাবে স্বভাবগুণে ওরা শান্তশিষ্ট। তাদের চলার পথে অনেক বাধা। সব বাধা পেরিয়ে ওরা যখন স্কুলমুখো হয়, বয়সটা যখন একটু বাড়া শুরু করে বখাটেরা তখন তাদের নানাভাবে উত্যক্ত করে। এতে অনেকের শিক্ষার অবসান ঘটে। এ ব্যাপারে সমাজ সচেষ্ট না হওয়ায় বখাটেরা বেপরোয়া। এতে মায়ের জাতি শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত হয়।

সবার জায়গা থেকে তাদের এই অধিকারটুকু রক্ষায় যত্নবান হলে বখাটে ওবায়দুলরা ঘাতক হতে পারত না। আর আমরা অকালে হারাতাম না বেগম রোকেয়ার উত্তরসূরি আদর্শ শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার মতো একটি ফুটফুটে মেয়েকে। শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে আর যাতে কোনো বাধার প্রাচীর তৈরি না হয়, সে রকম দৃষ্টান্ত দেখতে চায় শিক্ষানুরাগীরা।

‘আইনের ফাঁক’ বলে একটা কথা চালু আছে, ‘ফাঁক গলে’ও আরেকটা কথা আছে। কোনোভাবেই যেন বখাটে ওবায়দুল ছাড় না পায় পুলিশের তদন্ত কর্মকর্তাকে এ ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তর করার দাবি রাখে বৈকি। কীভাবে করলে বিচার দ্রুত পাওয়া যাবে, সেটা পুলিশ ভালো বোঝে। মায়ের জাতির শিক্ষা লাভে বখাটেপনা যেন আর সমস্যা হতে না পারে, তদন্ত কর্মকর্তার কাছে সেদিকটা অগ্রাধিকার দেয়ার বিনীত অনুরোধ থাকল।

লেখক : সাধারণ সম্পাদক- ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : jalam_prodhan72@yahoo.com