অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

উসমান খাজার সেঞ্চুরিতে জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

ডেস্ক: হোবার্ট টেস্টে ইনিংস পরাজয়ের ক্ষত কাটবে কত দিনে অস্ট্রেলিয়ার, সেটা সঠিকভাবে কেউ বলতে পারবে না। তবে অ্যাডিলেডে এসে ঘুরে দাঁড়িয়েছে অসিরা। উসমান খাজার ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে ভালোই জবাব দিতে শুরু করেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়াল ৬ উইকেট হারিয়ে ৩০৭। প্রথম ইনিংসে লিড ৪৮ রানের।

অ্যাডিলেডে প্রথম দিনই এক কথায় চমক দেখিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ৯ উইকেটে ২৫৯ রানেই ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন তিনি। নিজে অপরাজিত ছিলেন ১১৮ রানে। তবুও এত কম রানে এভাবে তার ইনিংস ঘোষণা করা দেখে সবাই অবাকই হয়েছে বৈকি। তবে, প্রথম দিন শেষ বিকেলে অস্ট্রেলিয়ার একটি কিংবা দুটি উইকেট তুলে নেয়ার লোভেই যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন সেটা বোঝা গিয়েছে প্রোটিয়াদের আগ্রাসী মনোভাব দেখেই।

তবে প্রোটিয়া অধিনায়কের আশায় গুড়ে বালি। কারণ, প্রথম দিন শেষ বিকেলে তো অস্ট্রেলিয়ার উইকেট তুলে নিতে পারেইনি, দ্বিতীয় দিন সকালে শুরুর ধাক্কা দিতে পারলেও শেষে নিজেদের ভালোই গুছিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন (আজ) সকালেই অভিষিক্ত ম্যাট রেনশ এবং ডেভিড ওয়ার্নারকে ৩৭ রানের মধ্যে ফিরিয়ে দেন প্রোটিয়া পেসার কাইল অ্যাবোট।

এরপরই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভেন স্মিথ আর উসমান খাজা মিলে গড়েন ১৩৭ রানের জুটি। ১১৩ বলে ৫৯ রান করে আউট হয়ে যান স্মিথ। এরপর অভিষিক্ত পিটার হ্যান্ডসকবকে নিয়ে জুটি বাধেন উসমান খাজা। এই জুটিতে উঠলো ৯৯ রান। ৭৮ বলে ৫৪ রান করে আউট হন হ্যান্ডসকব।

এরপর দ্রুত আরেক অভিষিক্ত ম্যাডিনসন এবং উইকেটরক্ষক ম্যাথ্যু ওয়েডকে হারায় অস্ট্রেলিয়া। যদিও এরই মধ্যে ক্যারিয়ারে ৫ম সেঞ্চুরি তুলে নেন উসমান খাজা। দ্বিতীয় দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন ২৮৫ বল খেলে ১৩৮ রান করে। তার সঙ্গে উইকেটে রয়েছেন ১৬ রান নিয়ে মিচেল স্টার্ক। আর অস্ট্রেলিয়ার রান ৬ উইকেট ৩০৭। ৪৮ রানের লিড নিয়ে ফেলেছে স্বাগতিকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

উসমান খাজার সেঞ্চুরিতে জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট টাইম : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬

ডেস্ক: হোবার্ট টেস্টে ইনিংস পরাজয়ের ক্ষত কাটবে কত দিনে অস্ট্রেলিয়ার, সেটা সঠিকভাবে কেউ বলতে পারবে না। তবে অ্যাডিলেডে এসে ঘুরে দাঁড়িয়েছে অসিরা। উসমান খাজার ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে ভালোই জবাব দিতে শুরু করেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়াল ৬ উইকেট হারিয়ে ৩০৭। প্রথম ইনিংসে লিড ৪৮ রানের।

অ্যাডিলেডে প্রথম দিনই এক কথায় চমক দেখিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ৯ উইকেটে ২৫৯ রানেই ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন তিনি। নিজে অপরাজিত ছিলেন ১১৮ রানে। তবুও এত কম রানে এভাবে তার ইনিংস ঘোষণা করা দেখে সবাই অবাকই হয়েছে বৈকি। তবে, প্রথম দিন শেষ বিকেলে অস্ট্রেলিয়ার একটি কিংবা দুটি উইকেট তুলে নেয়ার লোভেই যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন সেটা বোঝা গিয়েছে প্রোটিয়াদের আগ্রাসী মনোভাব দেখেই।

তবে প্রোটিয়া অধিনায়কের আশায় গুড়ে বালি। কারণ, প্রথম দিন শেষ বিকেলে তো অস্ট্রেলিয়ার উইকেট তুলে নিতে পারেইনি, দ্বিতীয় দিন সকালে শুরুর ধাক্কা দিতে পারলেও শেষে নিজেদের ভালোই গুছিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন (আজ) সকালেই অভিষিক্ত ম্যাট রেনশ এবং ডেভিড ওয়ার্নারকে ৩৭ রানের মধ্যে ফিরিয়ে দেন প্রোটিয়া পেসার কাইল অ্যাবোট।

এরপরই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভেন স্মিথ আর উসমান খাজা মিলে গড়েন ১৩৭ রানের জুটি। ১১৩ বলে ৫৯ রান করে আউট হয়ে যান স্মিথ। এরপর অভিষিক্ত পিটার হ্যান্ডসকবকে নিয়ে জুটি বাধেন উসমান খাজা। এই জুটিতে উঠলো ৯৯ রান। ৭৮ বলে ৫৪ রান করে আউট হন হ্যান্ডসকব।

এরপর দ্রুত আরেক অভিষিক্ত ম্যাডিনসন এবং উইকেটরক্ষক ম্যাথ্যু ওয়েডকে হারায় অস্ট্রেলিয়া। যদিও এরই মধ্যে ক্যারিয়ারে ৫ম সেঞ্চুরি তুলে নেন উসমান খাজা। দ্বিতীয় দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন ২৮৫ বল খেলে ১৩৮ রান করে। তার সঙ্গে উইকেটে রয়েছেন ১৬ রান নিয়ে মিচেল স্টার্ক। আর অস্ট্রেলিয়ার রান ৬ উইকেট ৩০৭। ৪৮ রানের লিড নিয়ে ফেলেছে স্বাগতিকরা।