পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আ. লীগ: ওবায়দুল কাদের

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন দলের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ চলাকালে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এ মন্তব্য করলেন।

শনিবার সুনামগঞ্জে একটি সেতু নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “রাষ্ট্রপতির প্রতি আমাদের আস্থা, বিশ্বাস ও সম্মান আছে। তিনি যা যথার্থ ও সঠিক মনে করবেন, সংবিধান অনুযায়ী যে সিদ্ধান্ত দেবেন, সেটি আমাদের বিরুদ্ধে গেলেও আওয়ামী লীগ তা মেনে নেবে।

“নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের অধীনেই সব আইন নিয়ন্ত্রণকারী সংস্থা থাকবে। তখন সরকারের আদেশে পুলিশ নড়বে না।”

বিএনপিকে নালিশের দল আখ্যায়িত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, নালিশ করাই তাদের তাদের কাজ। বিএনপি এখন নালিশের ভাঙা রেকর্ড বাজায়, এটি একটি ব্যর্থ দল। ভাঙা রেকর্ড বাজিয়ে শেখ হাসিনার সরকারকে সংবিধান থেকে একটুও সরানো যাবে না।

নিজ দলের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে বলেন, যে জনপ্রতিনিধরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, আগামী নির্বাচনে মনোনয়নের ব্যাপারে তারা কঠিন অবস্থায় পড়বেন।

নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধানের সংলাপ শুরু হয়। এ পর্যন্ত চার দফায় বিএনপি, আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টিসহ ২৩টি দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হয়।

পঞ্চম দফায় আরও আটটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা-আউশকান্দি সড়কের কুশিয়ারা নদীর উপর রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মন্ত্রী। এ উপলক্ষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসাবহ উদ্দিন সিরাজ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আ. লীগ: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০১:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন দলের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ চলাকালে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এ মন্তব্য করলেন।

শনিবার সুনামগঞ্জে একটি সেতু নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “রাষ্ট্রপতির প্রতি আমাদের আস্থা, বিশ্বাস ও সম্মান আছে। তিনি যা যথার্থ ও সঠিক মনে করবেন, সংবিধান অনুযায়ী যে সিদ্ধান্ত দেবেন, সেটি আমাদের বিরুদ্ধে গেলেও আওয়ামী লীগ তা মেনে নেবে।

“নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের অধীনেই সব আইন নিয়ন্ত্রণকারী সংস্থা থাকবে। তখন সরকারের আদেশে পুলিশ নড়বে না।”

বিএনপিকে নালিশের দল আখ্যায়িত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, নালিশ করাই তাদের তাদের কাজ। বিএনপি এখন নালিশের ভাঙা রেকর্ড বাজায়, এটি একটি ব্যর্থ দল। ভাঙা রেকর্ড বাজিয়ে শেখ হাসিনার সরকারকে সংবিধান থেকে একটুও সরানো যাবে না।

নিজ দলের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে বলেন, যে জনপ্রতিনিধরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, আগামী নির্বাচনে মনোনয়নের ব্যাপারে তারা কঠিন অবস্থায় পড়বেন।

নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধানের সংলাপ শুরু হয়। এ পর্যন্ত চার দফায় বিএনপি, আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টিসহ ২৩টি দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হয়।

পঞ্চম দফায় আরও আটটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা-আউশকান্দি সড়কের কুশিয়ারা নদীর উপর রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মন্ত্রী। এ উপলক্ষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসাবহ উদ্দিন সিরাজ প্রমুখ।