পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

বিয়েতে মেহেদীর সাজ

ডেস্ক: চলছে বিয়ের মৌসুম। বিয়ের দিন প্রত্যক কনেই চায় নিজেকে সবার থেকে আলাদাভাবে উপস্থাপন করতে। আর কনের সাজে দু`হাত ভরে মেহেদী না পরলে বিয়ের সাজ অপূর্ণ থেকে যায়। সময়ের সাথে সাথে বিয়ের রীতিতে পরিবর্তন এলেও মেহেদির প্রতি কনের ভালোবাসা যেন বেড়েই চলছে। বিয়ের সাজের ক্ষেত্রের এই মেহেদির নকশার শেষ নেই। কখনো হাতে ফুলের নকশা আবার কখনো পেখম তোলা। তবে নকশা যত সূক্ষ্ম আর চিকন হবে মেহেদির নকশা তত ভালো বোঝা যাবে এবং দেখতে ততো বেশি ভালোলাগবে।

মেহেদী পরার ক্ষেত্রে কনে সচারচর হাতের কনুই পর্যন্ত মেহেদি লাগাতে পছন্দ করে। তবে অনেকেই আছেন যারা ব্লাউজের সাথে মাপ রেখে থ্রি কোয়াটার হাত পর্যন্ত মেহেদি লাগিয়ে থাকেন। ডিজাইনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় কনের পছন্দকে। বিয়ের ক্ষেত্রে মেহেদি কতটা লাল হচ্ছে তার প্রাধান্যই বেশি থাকে। কনের হাতে লালের ছটা তাকে ফুটিয়ে তোলে আলাদা আঙ্গিকে।

অন্যদিকে আলতার ছোয়া কনের বাহ্যিক সৌন্দর্য্যকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। মেহেদি কিংবা আলতা, হলুদের অনুষ্ঠানেই কনের হাতের শোভা বাড়িয়ে তোলা এরা। বর্তমানে গায়ে হলুদের আসরে কনেকে সাজিয়ে তুলতে হাতে থাকে আলতার ছোঁয়া। টকটকে লাল আলতাতে কনেকে দেখতে শুধু সুন্দরই লাগে না বরং তাকে তার স্বপ্নের সাজের কয়েক সিড়ি সামনে নিয়ে যায়। হাতের আঙুলের মাথায় আর হাতের তালুতে গোল করে বৃত্ত এঁকে কনেকে সাজানো হয়। আর পায়েও থাকে আলতার আলপনা। পায়ের নখে নেইলপলিশ আর সাথে পায়েল বিয়ের এই সাজকে যেন কয়েকগুণ বাড়িয়ে দেয়।

কোথায় পাবেন :
যমুনা ফিউচার পার্ক, ঢাকার নিউ মার্কেটের চাঁদনি চক, পুরান ঢাকার চকবাজার, এলিফ্যান্ট রোডের বিয়ের সামগ্রীর দোকানগুলোয় মেহেদি ও আলতা পাওয়া যায়। আকারভেদে মেহেদির দাম পড়বে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত, আলতার দাম পড়বে ১০০-৩০০ টাকা পর্যন্ত।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

বিয়েতে মেহেদীর সাজ

আপডেট টাইম : ০৫:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭

ডেস্ক: চলছে বিয়ের মৌসুম। বিয়ের দিন প্রত্যক কনেই চায় নিজেকে সবার থেকে আলাদাভাবে উপস্থাপন করতে। আর কনের সাজে দু`হাত ভরে মেহেদী না পরলে বিয়ের সাজ অপূর্ণ থেকে যায়। সময়ের সাথে সাথে বিয়ের রীতিতে পরিবর্তন এলেও মেহেদির প্রতি কনের ভালোবাসা যেন বেড়েই চলছে। বিয়ের সাজের ক্ষেত্রের এই মেহেদির নকশার শেষ নেই। কখনো হাতে ফুলের নকশা আবার কখনো পেখম তোলা। তবে নকশা যত সূক্ষ্ম আর চিকন হবে মেহেদির নকশা তত ভালো বোঝা যাবে এবং দেখতে ততো বেশি ভালোলাগবে।

মেহেদী পরার ক্ষেত্রে কনে সচারচর হাতের কনুই পর্যন্ত মেহেদি লাগাতে পছন্দ করে। তবে অনেকেই আছেন যারা ব্লাউজের সাথে মাপ রেখে থ্রি কোয়াটার হাত পর্যন্ত মেহেদি লাগিয়ে থাকেন। ডিজাইনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় কনের পছন্দকে। বিয়ের ক্ষেত্রে মেহেদি কতটা লাল হচ্ছে তার প্রাধান্যই বেশি থাকে। কনের হাতে লালের ছটা তাকে ফুটিয়ে তোলে আলাদা আঙ্গিকে।

অন্যদিকে আলতার ছোয়া কনের বাহ্যিক সৌন্দর্য্যকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। মেহেদি কিংবা আলতা, হলুদের অনুষ্ঠানেই কনের হাতের শোভা বাড়িয়ে তোলা এরা। বর্তমানে গায়ে হলুদের আসরে কনেকে সাজিয়ে তুলতে হাতে থাকে আলতার ছোঁয়া। টকটকে লাল আলতাতে কনেকে দেখতে শুধু সুন্দরই লাগে না বরং তাকে তার স্বপ্নের সাজের কয়েক সিড়ি সামনে নিয়ে যায়। হাতের আঙুলের মাথায় আর হাতের তালুতে গোল করে বৃত্ত এঁকে কনেকে সাজানো হয়। আর পায়েও থাকে আলতার আলপনা। পায়ের নখে নেইলপলিশ আর সাথে পায়েল বিয়ের এই সাজকে যেন কয়েকগুণ বাড়িয়ে দেয়।

কোথায় পাবেন :
যমুনা ফিউচার পার্ক, ঢাকার নিউ মার্কেটের চাঁদনি চক, পুরান ঢাকার চকবাজার, এলিফ্যান্ট রোডের বিয়ের সামগ্রীর দোকানগুলোয় মেহেদি ও আলতা পাওয়া যায়। আকারভেদে মেহেদির দাম পড়বে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত, আলতার দাম পড়বে ১০০-৩০০ টাকা পর্যন্ত।