
নিজস্ব সংবাদদাতা
ভারত সীমান্তবর্তী এলাকায় রাসায়নিক সার পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়ন। সম্প্রতি সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় টহল জোরদার করে বিজিবি সদস্যরা
পাচারকালে সর্বমোট ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক কুলাঘাট বিজিবি চেকপোস্টের মাধ্যমে ভারতে ও পার্শ্ববর্তী জেলায় লালমনিরহাট জেলা হতে রাসায়নিক সার পাচার রোধে ১৫ বিজিবি বিশেষ ভূমিকা পালন করে আসছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তায় বিজিবির দৃঢ় অবস্থান আরও সুসংহত হয়েছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, কিছু চোরাকারবারি লালমনিরহাট জেলা থেকে বাংলাদেশি রাসায়নিক সার সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্টা করছে। উক্ত তথ্যানুযায়ী, আজ ৩১ অক্টোবর ২০২৫ তারিখে কুলাঘাট বিজিবি চেকপোস্টে অভিযান পরিচালনা করে ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এর আগে ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৫২ বস্তা ইউরিয়া সার ও ৭৬ বস্তা ডিএপি সার, এবং ০৪ অক্টোবর ২০২৫ তারিখে ৪ বস্তা ইউরিয়া সার ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
সব মিলিয়ে জব্দকৃত সার ২৪৫ বস্তা, যার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৪০ হাজার ৮শত টাকা। পরবর্তীতে জব্দকৃত সারসমূহ লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে লালমনিরহাট জেলা কৃষি কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, বিজিবির এ উদ্যোগে এখন সীমান্ত এলাকায় সার পাচার অনেকাংশে কমে গেছে, ফলে স্থানীয় বাজারে সার সরবরাহ স্বাভাবিক রয়েছে।
(১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “লালমনিরহাট জেলা হতে রাসায়নিক সার সীমান্ত দিয়ে ভারতে ও পার্শ্ববর্তী জেলায় পাচাররোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।”
তিনি আরও বলেন, “জেলার কৃষকরা যেন ন্যায্যমূল্যে রাসায়নিক সার পেতে পারেন, সে জন্য বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।”
এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার। তাদের এ ভূমিকা বাংলাদেশের কৃষকদের মাঝে কৃষি উৎপাদনে উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।
মো:রশিদুল ইসলাম 






















