অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

‘সরকার হটাতে জাতীয় ঐক্য গড়তে হবে’

500x350_3b3ac79a6cb0c91727c482f01fb082f3_fakrulবাংলার খবর২৪.কম : শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার এখন আতঙ্কগ্রস্ত হয়ে একের পর এক নানা আইন করে চলেছে। উদ্দেশ্য একটাই- অবিনশ্বর ক্ষমতায় থাকা।”

এই উদ্দেশ্যে বিরোধীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে বিরোধী দলের ওপর চরম ফ্যাসিবাদী আচরণ করছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই।
“এজন্য আমাদের সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের উচ্চারণ স্পষ্ট- আন্দোলনের মাধ্যমে এই সরকারকে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করতে হবে।”

আন্দোলন থেকে বিরত রাখতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মুখপাত্র।

“মামলা দিয়ে নেতাদের কারাগারে নিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়,” বলেন তিনি।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা- একনায়কতন্ত্র’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক হয়।

বক্তব্যে জাতীয় সম্প্রচার নীতিমালার সমালোচনা করে ফখরুল বলেন, “গণতন্ত্র হরণকারী এই সরকার অতীতেও বাকশাল কায়েম করে সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিল। এবারো তারা একই কাজ করছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তারা একে একে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।”

এ সময় সংবিধানের ষোড়শ সংশোধনীরও সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, “৫ জানুয়ারির ভোটবিহীন নির্বাচনে এমন একটি অনৈতিক সংসদ হয়েছে, যাতে জনপ্রতিনিধি নেই। এই সংসদ চলছে এক ব্যক্তির ইশারায়।

“এরকম একটি দলীয় সংসদের কাছে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা ফিরিয়ে দেয়া হয়েছে, যাতে বিচারপতিরা স্বাধীনভাবে রায় দিতে না পারেন। এই আইনের মাধ্যমে তাদের (বিচারপতি) ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।”

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান, গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম এ আজিজ বক্তব্য দেন।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

‘সরকার হটাতে জাতীয় ঐক্য গড়তে হবে’

আপডেট টাইম : ০২:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪

500x350_3b3ac79a6cb0c91727c482f01fb082f3_fakrulবাংলার খবর২৪.কম : শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার এখন আতঙ্কগ্রস্ত হয়ে একের পর এক নানা আইন করে চলেছে। উদ্দেশ্য একটাই- অবিনশ্বর ক্ষমতায় থাকা।”

এই উদ্দেশ্যে বিরোধীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে বিরোধী দলের ওপর চরম ফ্যাসিবাদী আচরণ করছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই।
“এজন্য আমাদের সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের উচ্চারণ স্পষ্ট- আন্দোলনের মাধ্যমে এই সরকারকে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করতে হবে।”

আন্দোলন থেকে বিরত রাখতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মুখপাত্র।

“মামলা দিয়ে নেতাদের কারাগারে নিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়,” বলেন তিনি।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা- একনায়কতন্ত্র’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক হয়।

বক্তব্যে জাতীয় সম্প্রচার নীতিমালার সমালোচনা করে ফখরুল বলেন, “গণতন্ত্র হরণকারী এই সরকার অতীতেও বাকশাল কায়েম করে সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিল। এবারো তারা একই কাজ করছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তারা একে একে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।”

এ সময় সংবিধানের ষোড়শ সংশোধনীরও সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, “৫ জানুয়ারির ভোটবিহীন নির্বাচনে এমন একটি অনৈতিক সংসদ হয়েছে, যাতে জনপ্রতিনিধি নেই। এই সংসদ চলছে এক ব্যক্তির ইশারায়।

“এরকম একটি দলীয় সংসদের কাছে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা ফিরিয়ে দেয়া হয়েছে, যাতে বিচারপতিরা স্বাধীনভাবে রায় দিতে না পারেন। এই আইনের মাধ্যমে তাদের (বিচারপতি) ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।”

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান, গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম এ আজিজ বক্তব্য দেন।