পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

নিজের কথা ভাবতে ভালো লাগে—— খান মুহাম্মদ মুরসালীন |

মাঝে মাঝে নিজের কথা ভাবতে ভালো লাগে, আয়নায় নিজেকে দেখতে ভালো লাগে। মানে জীবনের ২৮ বছরে এসে যখন পিছনে ফিরে তাকাই, তখন অনুতপ্ত হওয়ার মতো একটা কারণও খুঁজে পাই না। বিষয়টা আমাকে প্রশান্তি দেয়।

এই বিষয়গুলো উপলব্ধি করতে শিখিয়েছেন আহমদ ছফা। যখন জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের সাথে প্রথমবারের মতো দেখা করে ফিরছিলেন, তখন রাজ্জাক স্যারের সমুদ্রসম গভীর দৃষ্টি তাঁর মর্মে গিয়ে বিধেছিলো। মানে কারো দৃষ্টি কি পরিমাণ গভীর হলে তিনি একটি অনুতাপ বিহীন জীবন পেতে পারেন, সেটার স্বাদ আমি আহমদ ছফার লেখায় পাই। এটা হলো আমার পড়ার উপলিব্ধ।

বাস্তব জীবনে এমন প্রখর দৃষ্টি একমাত্র সিরাজুল আলম খানের চোখে দেখেছি। সাংবাদিকতার জীবনে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। একজন জীবন্ত ইতিহাস, যার দৃষ্টিতে বিন্দুমাত্র অনুতাপ নেই। অবিশ্বাস্য রকমের মানসিক স্থিরতা। চিন্তার পরিধি এতটাই গভীর, মনে হয়েছে আমি একটি প্রবীণ বটবৃক্ষের সামনে অবনত সুরে হাজির হয়েছি।

বাংলাদেশের অনেকেই এই মানুষটা সম্পর্কে অনেক কিছুই বলে থাকেন। কিন্তু আবেগ দিয়ে দেশ চলে না, রাজনীতি চলে না। দেশ চালাতে হলে, রাজনীতি করতে হলে সময়টাকে ধারণ করতে হয়।

সিরাজুল আলম খান ঠিক সেটিই করেছিলেন। তাঁকে বুঝতে গিয়ে প্রত্যেকবার আমি তাঁর সময়ে নিজেকে দাঁড় করিয়েছি। নইলে আমি নিশ্চিত, যে আমিও তাঁর সম্পর্কে আবেগীয় মন্তব্যই করতাম।

এগুলো জীবনের পক্ষ থেকে আমার জন্য একেকটা উপহার। একা একা পথ চলতে শিখেছি বলেই, এই উপহারগুলো জীবন আমাকে দিয়েছে। মানে যে একা চলতে পারে, একা বাঁচতে পারে তুমুল জীবনী শক্তিতে, সে সবাইকে নিয়েও বাঁচতে পারে। এবং সেটা অন্য যেকোনো কিছুর চেয়ে বহুগুণে গভীর দৃষ্টিসম্পন্ন বলেই আমার বিশ্বাস।

আমি যখন মারা যাবো, তখন আমার পরিণতি কি হবে, আমি জানি না। তবে এমন একটা দৃষ্টি শেষ নিশ্বাস পর্যন্ত জারি রাখতে ইচ্ছা করে। একটা অনুতাপ বিহীন জীবনের চেয়ে বড় পাওয়া একজন মানুষের জন্য আর আর কি হতে পারে?

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

নিজের কথা ভাবতে ভালো লাগে—— খান মুহাম্মদ মুরসালীন |

আপডেট টাইম : ০৪:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭

মাঝে মাঝে নিজের কথা ভাবতে ভালো লাগে, আয়নায় নিজেকে দেখতে ভালো লাগে। মানে জীবনের ২৮ বছরে এসে যখন পিছনে ফিরে তাকাই, তখন অনুতপ্ত হওয়ার মতো একটা কারণও খুঁজে পাই না। বিষয়টা আমাকে প্রশান্তি দেয়।

এই বিষয়গুলো উপলব্ধি করতে শিখিয়েছেন আহমদ ছফা। যখন জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের সাথে প্রথমবারের মতো দেখা করে ফিরছিলেন, তখন রাজ্জাক স্যারের সমুদ্রসম গভীর দৃষ্টি তাঁর মর্মে গিয়ে বিধেছিলো। মানে কারো দৃষ্টি কি পরিমাণ গভীর হলে তিনি একটি অনুতাপ বিহীন জীবন পেতে পারেন, সেটার স্বাদ আমি আহমদ ছফার লেখায় পাই। এটা হলো আমার পড়ার উপলিব্ধ।

বাস্তব জীবনে এমন প্রখর দৃষ্টি একমাত্র সিরাজুল আলম খানের চোখে দেখেছি। সাংবাদিকতার জীবনে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। একজন জীবন্ত ইতিহাস, যার দৃষ্টিতে বিন্দুমাত্র অনুতাপ নেই। অবিশ্বাস্য রকমের মানসিক স্থিরতা। চিন্তার পরিধি এতটাই গভীর, মনে হয়েছে আমি একটি প্রবীণ বটবৃক্ষের সামনে অবনত সুরে হাজির হয়েছি।

বাংলাদেশের অনেকেই এই মানুষটা সম্পর্কে অনেক কিছুই বলে থাকেন। কিন্তু আবেগ দিয়ে দেশ চলে না, রাজনীতি চলে না। দেশ চালাতে হলে, রাজনীতি করতে হলে সময়টাকে ধারণ করতে হয়।

সিরাজুল আলম খান ঠিক সেটিই করেছিলেন। তাঁকে বুঝতে গিয়ে প্রত্যেকবার আমি তাঁর সময়ে নিজেকে দাঁড় করিয়েছি। নইলে আমি নিশ্চিত, যে আমিও তাঁর সম্পর্কে আবেগীয় মন্তব্যই করতাম।

এগুলো জীবনের পক্ষ থেকে আমার জন্য একেকটা উপহার। একা একা পথ চলতে শিখেছি বলেই, এই উপহারগুলো জীবন আমাকে দিয়েছে। মানে যে একা চলতে পারে, একা বাঁচতে পারে তুমুল জীবনী শক্তিতে, সে সবাইকে নিয়েও বাঁচতে পারে। এবং সেটা অন্য যেকোনো কিছুর চেয়ে বহুগুণে গভীর দৃষ্টিসম্পন্ন বলেই আমার বিশ্বাস।

আমি যখন মারা যাবো, তখন আমার পরিণতি কি হবে, আমি জানি না। তবে এমন একটা দৃষ্টি শেষ নিশ্বাস পর্যন্ত জারি রাখতে ইচ্ছা করে। একটা অনুতাপ বিহীন জীবনের চেয়ে বড় পাওয়া একজন মানুষের জন্য আর আর কি হতে পারে?