অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

নির্বাচন কবে?

ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমান সংসদ বহাল রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন, নাকি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হবে, তা নিয়ে সরকারবিরোধী বিএনপি জোটের সাথে এখনো কোনো ধরনের সমঝোতা হয়নি সরকারের। সংবিধান অনুযায়ী, সংসদ বহাল রেখে বর্তমান সরকারের মেয়াদ পূর্তির ৯০ দিনের মধ্যে অথবা সংসদ ভেঙে গেলে তার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের কথা বলে আসছে ক্ষমতাসীনেরা। অন্য দিকে সরকারবিরোধীরা সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড়। বিষয়টি নিয়ে আলোচনারও দাবি করা হয়েছে বিরোধীদের তরফ থেকে। একই সাথে দেশে নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ করে আসছেন বিরোধী নেতারা। এমন পেক্ষাপটে দেশের সংবিধানপ্রণেতা ও প্রবীণ রাজনীতিক ড. কামাল হোসেন নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সংশয় উড়িয়ে দিয়ে যথাসময়ে নির্বাচন হবে ঘোষণা দিয়ে বলেছেন, এ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত মন্তব্য করেছেন রাজনীতিক, আইনজীবী ও সুশীলসমাজের প্রতিনিধিরা।

সংবিধানের ৭২(৩) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের মেয়াদ প্রথম বৈঠকের দিন থেকে পাঁচ বছর। দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি। ২৯ জানুয়ারি এই সংসদের প্রথম বৈঠক বসে। অর্থাৎ ২০১৯ সালের ২৮ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে। আর সংবিধানের ১২৩(৩)ক অনুচ্ছেদ অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকার আপাতত এ বিষয়টির ওপরই জোর দিচ্ছে। সে ক্ষেত্রে বর্তমান সংসদ বহাল রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন আয়োজনের পক্ষে ক্ষমতাসীনেরা।

তবে সংবিধানের ১২৩(৩)খ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ যদি মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে ভেঙে যায় তাহলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

সংবিধান বিশেষজ্ঞেরা বলছেন, যদি পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়, তাহলে সংসদের মেয়াদ অবসানের অন্তত এক দিন আগে হলেও সংসদ ভেঙে দিতে হবে। সে হিসাবে নির্বাচন ২৭ এপ্রিল ২০১৯ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। বিএনপি জোট সংবিধানের এই অনুচ্ছেদের ওপরই জোর দিচ্ছে। সে অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন দেয়ার পক্ষে তারা।

এ দিকে সরকার ও বিরোধী জোটের এমন দরকষাকষির মধ্যেই যদি সংসদের মেয়াদ শেষ হয় আর নতুন নির্বাচনও না হয় সে ক্ষেত্রে কী হবে, সে সম্পর্কে সংবিধানে স্পষ্ট করে কোনো কিছু বলা নেই। এমন আশঙ্কা থেকে নির্বাচন পর্যবেক্ষক ও সুশীলসমাজের কেউ কেউ নির্বাচন না-ও হতে পারে এমন সংশয় প্রকাশ করছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপিজোটকে বাইরে রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত একতরফা নির্বাচনের পরই দমন-পীড়নসহ সরকারের নানা কৌশলে বিএনপিজোট কোণঠাসা হয়ে পড়ে। জোটপ্রধান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী রয়েছেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একাধিক মামলার সাজা নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। দলের সিনিয়র অনেক নেতাকেও বিভিন্ন মামলার আসামি হিসেবে নিয়মিত আদালতের বারান্দায় দৌড়ঝাঁপ করতে হচ্ছে। আবার দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। তারা নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য বেগম খালেদা জিয়ার কারামুক্তি, তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করছেন। নির্বাচনের সমান্তরাল পরিবেশ সৃষ্টির জন্য সংসদ ভেঙে দেয়ারও দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম পরিবেশও দেশে নেই। কারণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্যতম শর্ত হলো, বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। সংসদ রেখে নির্বাচন হতে পারে না।

অন্য দিকে বিএনপিজোটকে চাপের মধ্যে রেখে ফাঁকা মাঠে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে ক্ষমতাসীনেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বারবার ঘোষণা দিয়ে আসছেন দলটির নীতিনির্ধারকেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে সব শঙ্কা প্রত্যাখ্যান করে বলেছেন, নির্বাচন যথাসময়ে হবে। কেউ নির্বাচন ঠেকাতে পারবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ নির্বাচন পেছানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ওই স্বপ্ন পূরণ হবে না। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের জন্য বর্তমান সংসদ ভাঙা হবে না জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই সংসদ নির্ধারিত মেয়াদ পর্যন্ত চলবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে অধিবেশন ডেকেছেন সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন। আর নির্বাচনকালীন সরকারের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন।

এ দিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপির পরস্পর বিপরীতমুখী অবস্থানের মধ্যে গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে গণফোরাম নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশে আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দেশের পরিস্থিতি এমন হচ্ছে যে, নির্বাচন না-ও হতে পারে।’ সূত্র: নয়া দিগন্ত

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

নির্বাচন কবে?

আপডেট টাইম : ০২:৪৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮

ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমান সংসদ বহাল রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন, নাকি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হবে, তা নিয়ে সরকারবিরোধী বিএনপি জোটের সাথে এখনো কোনো ধরনের সমঝোতা হয়নি সরকারের। সংবিধান অনুযায়ী, সংসদ বহাল রেখে বর্তমান সরকারের মেয়াদ পূর্তির ৯০ দিনের মধ্যে অথবা সংসদ ভেঙে গেলে তার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের কথা বলে আসছে ক্ষমতাসীনেরা। অন্য দিকে সরকারবিরোধীরা সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড়। বিষয়টি নিয়ে আলোচনারও দাবি করা হয়েছে বিরোধীদের তরফ থেকে। একই সাথে দেশে নির্বাচনী পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ করে আসছেন বিরোধী নেতারা। এমন পেক্ষাপটে দেশের সংবিধানপ্রণেতা ও প্রবীণ রাজনীতিক ড. কামাল হোসেন নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সংশয় উড়িয়ে দিয়ে যথাসময়ে নির্বাচন হবে ঘোষণা দিয়ে বলেছেন, এ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত মন্তব্য করেছেন রাজনীতিক, আইনজীবী ও সুশীলসমাজের প্রতিনিধিরা।

সংবিধানের ৭২(৩) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের মেয়াদ প্রথম বৈঠকের দিন থেকে পাঁচ বছর। দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি। ২৯ জানুয়ারি এই সংসদের প্রথম বৈঠক বসে। অর্থাৎ ২০১৯ সালের ২৮ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে। আর সংবিধানের ১২৩(৩)ক অনুচ্ছেদ অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকার আপাতত এ বিষয়টির ওপরই জোর দিচ্ছে। সে ক্ষেত্রে বর্তমান সংসদ বহাল রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন আয়োজনের পক্ষে ক্ষমতাসীনেরা।

তবে সংবিধানের ১২৩(৩)খ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ যদি মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে ভেঙে যায় তাহলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

সংবিধান বিশেষজ্ঞেরা বলছেন, যদি পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়, তাহলে সংসদের মেয়াদ অবসানের অন্তত এক দিন আগে হলেও সংসদ ভেঙে দিতে হবে। সে হিসাবে নির্বাচন ২৭ এপ্রিল ২০১৯ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। বিএনপি জোট সংবিধানের এই অনুচ্ছেদের ওপরই জোর দিচ্ছে। সে অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন দেয়ার পক্ষে তারা।

এ দিকে সরকার ও বিরোধী জোটের এমন দরকষাকষির মধ্যেই যদি সংসদের মেয়াদ শেষ হয় আর নতুন নির্বাচনও না হয় সে ক্ষেত্রে কী হবে, সে সম্পর্কে সংবিধানে স্পষ্ট করে কোনো কিছু বলা নেই। এমন আশঙ্কা থেকে নির্বাচন পর্যবেক্ষক ও সুশীলসমাজের কেউ কেউ নির্বাচন না-ও হতে পারে এমন সংশয় প্রকাশ করছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপিজোটকে বাইরে রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত একতরফা নির্বাচনের পরই দমন-পীড়নসহ সরকারের নানা কৌশলে বিএনপিজোট কোণঠাসা হয়ে পড়ে। জোটপ্রধান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী রয়েছেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একাধিক মামলার সাজা নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। দলের সিনিয়র অনেক নেতাকেও বিভিন্ন মামলার আসামি হিসেবে নিয়মিত আদালতের বারান্দায় দৌড়ঝাঁপ করতে হচ্ছে। আবার দলের অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। তারা নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য বেগম খালেদা জিয়ার কারামুক্তি, তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করছেন। নির্বাচনের সমান্তরাল পরিবেশ সৃষ্টির জন্য সংসদ ভেঙে দেয়ারও দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম পরিবেশও দেশে নেই। কারণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্যতম শর্ত হলো, বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। সংসদ রেখে নির্বাচন হতে পারে না।

অন্য দিকে বিএনপিজোটকে চাপের মধ্যে রেখে ফাঁকা মাঠে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে ক্ষমতাসীনেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বারবার ঘোষণা দিয়ে আসছেন দলটির নীতিনির্ধারকেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে সব শঙ্কা প্রত্যাখ্যান করে বলেছেন, নির্বাচন যথাসময়ে হবে। কেউ নির্বাচন ঠেকাতে পারবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ নির্বাচন পেছানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ওই স্বপ্ন পূরণ হবে না। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের জন্য বর্তমান সংসদ ভাঙা হবে না জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই সংসদ নির্ধারিত মেয়াদ পর্যন্ত চলবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে অধিবেশন ডেকেছেন সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন। আর নির্বাচনকালীন সরকারের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন।

এ দিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপির পরস্পর বিপরীতমুখী অবস্থানের মধ্যে গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে গণফোরাম নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশে আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দেশের পরিস্থিতি এমন হচ্ছে যে, নির্বাচন না-ও হতে পারে।’ সূত্র: নয়া দিগন্ত