অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

সৌদিআরবে দুর্বৃত্তদের হামলায় নিহত বাংলাদেশী ব্যবসায়ী বাবার কবরে সাথে দাফন

ফজলুল হক বাবু: সৌদিআরবের রাজধানী রিয়াদের হারার শহরে বাংলাদেশী হামলার শিকার হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর ২০শে ডিসেম্বর
মারা যায়, দীর্ঘ সময়ের প্রবাসে বসবাসকারী সফল রেমিট্যান্স যোদ্ধা মোঃ আমিন উদ্দিন ওরফে (পলাশ মোল্লা )। নিহত পলাশ সৌাদিআরবের রাজধানী রিয়াদে প্রতিষ্ঠিত ঠিকাদারী ব্যবসায়ী ছিলেন। গত বৃহস্পতিবার রাতে নিহতের মরদেহ বাংলাদেশ বিমানের বোয়িং ৭০৭ ফ্লাইটে দেশে ফিরে আসে এবং শুক্রবার বিকেলে মেঘনা নদীর পাড়ে তুলাতুলি গ্রামে কয়েক সহস্রাধিক মানুষের উপস্হিত হয়ে জানাজা শেষে পিতার কররের পাশে দাফন করা হয় প্রায় ২০ বছরে প্রবাসী জীবনের সংগ্রামী এক রেমিটেন্স যোদ্ধার।
নিহত পলাশের লাশ রাত বৃহস্পতিবার রাত ১ টায় গ্রামের পৌঁছলেই মায়ের আহাজারি, পরিবারের ভাই বোনের কান্না এবং গ্রামবাসীর চাপা কান্নার সুর বেজে উঠে।
আমিন উদ্দিন(৪০) পলাশ মোল্লা। অর্থের অভাবে স্কুলের গন্ডি পেরোতে পারেনি সে
পরিবারের স্বচ্ছতা ফিরাতে ২০ বছর বয়সে কর্মযোগ শুরু করে। অত্যন্ত মেধা ও বিচক্ষণতার বুদ্ধিতে প্রথমে নিজ চেষ্টায় ভৈরব কমলপুর নিউটাউনে বসবাস শুরু করে, একটি সর্দার ইন্টারনেটে সার্ভিস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে,কিছুদিন পর সরদার কম্পিউটার সার্ভিস নামে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলে। এভাবে প্রায়) ১৫ বছর আগে পাড়ি দেয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরবের রাজধানী রিয়াদের হারার এলাকায়। ৪ সন্তানের জনক পলাশ মোল্লা।
রিয়াদের হারারে স্ত্রী বিথী ও ২ মেয়ে শিশু কন্যা ফাতেমা( ৬) ও আমেনা (৩)কে নিয়ে বসবাস করতেন। বাকি ২ ছেলে, আবিদ (১৪) ও অভি( ৭) দেশে থেকে দাদীর কাছে থেকে লেখাপড়া করছে।

গ্রামের লোকজন জানায় নিজে প্রতিষ্ঠিত হয়েও বসে থাকেনি, নিজের চেষ্টায়
পরিবারের বড়ভাই শামীমকে সহ অনেক নিকটাত্মীয় সহ গ্রামের অনেক, কে প্রবাসে নিয়ে যায় এই পলাশ।

নিহত পলাশের লাশের সাথে একই ফ্লাইটে আসা বড়ভাই শামীম জানায় –গত ১৭ই ডিসেম্বর বিকেলে রিয়াদের হারার এলাকা থেকে নরসিংদীরই এক সহকর্মীর ফোন পেয়ে দ্রত হামলার ঘটনার স্হলে হারারে পৌছে গিয়ে দেখি যে রাস্তার পাশে রক্তাক্ত শরীলে পড়ে আছে ছোট ভাই পলাশ? প্রথমে দ্রত তাকে স্হানীয় একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রিয়াদের বাদশা কিং ফাহাদ হাসপাতালে নিয়ে ভর্তি করি এবং ২০শে ডিসেম্বর আমার ছোট ভাই পালাশ মারা যায়, ডাক্তার জানায়, মস্তিষ্কে অতিরিক্ত রক্ষ ক্ষরণে তার মূত্য ঘটে, তার পিঠে,কাধে, মাথা সহ মুখের ডান পাশে উপর্যুপরি চাপাতির আঘাতের ফলে অতিরিক্ত রক্ত ক্ষরন হয়।
২২শে ডিসেম্বর সৌদি পুলিশের পক্ষ থেকে একটি এবং ২৩শে ডিসেম্বর পরিবারের পক্ষে বড়ভাই হিসেবে অামি আরো একটি মামলা রিয়াদের —–থানা মামলা রুজু করি–
এরই মধ্য রিয়াদের পুলিশ হত্যাকারীদেরকে চিহ্নিত করে এবং হত্যা সাথে সম্পৃক্তা পাওয়ায় যে ৪ যুবকে অাটক করে কারাগারে পাঠায়। তাদের সবারই বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিভিন্ন এলাকায়।। মামলার স্বার্থে নাম বলেনি নিহতের বড় ভাই।

শামীম জানায়, দীর্ঘ আইনি জটিলতার কারনে সৌদিআরবে বসবাসকারী প্রবাসীদের জন্য নিদিষ্ট আইন অনুযায়ী নিহত পলাশের লাশ দেশে আসতে ৫০ দিনের মত সময় লেগে যায়।

বড় ভাই শামীমের একটাই দাবি, ছোট ভাই পলাশকে যারা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের যেন সঠিক বিচার হয়।

এদিকে নিহত পলাশের জানাজায় কয়েক সহস্রাধিক মানুষের অংশগ্রহনই তার গুণাগুণের প্রমাণ মেলে বলে অনেক এলাকাবাসী মনে করছেন, তুলাতুলির গ্রামবাসীরা এত মানুষের জানাজা অংশগ্রহণ আর কখনো তারা দেখিনি জানাজা শেষে এলাকার লোকজন জানায়, পলাশ জনপ্রতিনিধি না হয়েও এলাকার মানুষের উন্নয়নের জন্য পলাশের প্রায় ২৫ বছর প্রবাসী জীবনের কষ্টার্জিত অর্থ ব্যায় করত।

এই রায়পুরার তুলাতুলি গ্রামের শিশুদের পড়াশোনার জন্য জায়গা কিনে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এক সময় এই গ্রামের শিশুারা ২ কিঃমিঃ পায়ে হেটে স্কুলে যেত। দরিদ্র পরিবারের ছেলেমেয়ের বই খাতা পরীক্ষার ফিস, স্কুলের বেতন দিয়ে সহয়তা করত।
স্বপ্ন দেখতেন গ্রামের কোন ছেলেমেয়েরা যাতে অশিক্ষিত না থাকে।
বন্যার পানিতে রাস্তা ডুবে থাকতো। নিজ নিজ খরচে রাস্তা বানিয়ে দেন। এছাড়াও এলাকার সকল মানুষের বসত বাড়ী বানাতে অার্থিক সহযোগীতা করত, মানুষের যে কোন সামাজিক প্রযোজনে প্রবাসে থেকে সহযোগীতা করে যেত। একালাবাসীরা সরকারের কাছে হত্যাকারীদের বিচারের দাবি জানায়।

স্হানীয় জনপ্রতিনিধি মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হোসেন ভূঁইয়া জানান, যারা প্রবাসের মাটিতে পলাশকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হয় পাশাপাশি বাংলাদেশের সরকার যেন সৌদিকে সরকারেকে পালাশ হত্যাকারীদের বিচার কাজে সহায়তা প্রদান করেন।
তবে এই হত্যার পিছনে রিয়াদের হারারে বসবাসকারী দুই জেলার প্রবাসীদের মধ্যে নেতৃত্ত সহ বিভিন্ন ব্যবসার অন্তর্দ্বন্দ্ব প্রতিফল বলে একাধিক প্রবাসীরা জানিয়েছেন।
তবে নিহত আমিন উদ্দিন পলাশ মোল্লা এইসব কোন বিষয়ের সাথে সম্পৃক্ততা না থাকলে তার অধিক উপার্জন অর্থও অনেকের চোখের কাল হয়ে দাঁড়িয়েছে বলে তাও জানিয়েছেন প্রবাসীরা।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রবাসী জানান, হারার অধ্যুষিত এলাকায় বাংলাদেশি যারা বসবাস করছেন তাদের মধ্যে বি বাড়িয়া জেলা গুটি কিছু ব্যক্তির বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। ঐ জেলার লোকেরা যারা হারারে বসবাস করছে তারা কোন কাজ না করে টাকা রুজি করার চিন্তাভাবনা করে। প্রবাসীরা আরো অভিযোগ করেন বিষয়টি দীর্ঘদিনের আমরা বিভিন্ন সময়ে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের,পার্শ্ববর্তী গ্রাম গৌরীপুরে অবস্থিত কোহিনূর জুট মিলের লেবার সরদার মৃত আজিম উদ্দিন। ১১ সন্তানের মধ্য পলাশ ছিল ২য়, দীর্ঘ ২০ বৎসর পূর্বে পলাশ নিজ চেষ্টায় সৌদি আরবে পাড়ি দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

সৌদিআরবে দুর্বৃত্তদের হামলায় নিহত বাংলাদেশী ব্যবসায়ী বাবার কবরে সাথে দাফন

আপডেট টাইম : ১২:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০

ফজলুল হক বাবু: সৌদিআরবের রাজধানী রিয়াদের হারার শহরে বাংলাদেশী হামলার শিকার হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর ২০শে ডিসেম্বর
মারা যায়, দীর্ঘ সময়ের প্রবাসে বসবাসকারী সফল রেমিট্যান্স যোদ্ধা মোঃ আমিন উদ্দিন ওরফে (পলাশ মোল্লা )। নিহত পলাশ সৌাদিআরবের রাজধানী রিয়াদে প্রতিষ্ঠিত ঠিকাদারী ব্যবসায়ী ছিলেন। গত বৃহস্পতিবার রাতে নিহতের মরদেহ বাংলাদেশ বিমানের বোয়িং ৭০৭ ফ্লাইটে দেশে ফিরে আসে এবং শুক্রবার বিকেলে মেঘনা নদীর পাড়ে তুলাতুলি গ্রামে কয়েক সহস্রাধিক মানুষের উপস্হিত হয়ে জানাজা শেষে পিতার কররের পাশে দাফন করা হয় প্রায় ২০ বছরে প্রবাসী জীবনের সংগ্রামী এক রেমিটেন্স যোদ্ধার।
নিহত পলাশের লাশ রাত বৃহস্পতিবার রাত ১ টায় গ্রামের পৌঁছলেই মায়ের আহাজারি, পরিবারের ভাই বোনের কান্না এবং গ্রামবাসীর চাপা কান্নার সুর বেজে উঠে।
আমিন উদ্দিন(৪০) পলাশ মোল্লা। অর্থের অভাবে স্কুলের গন্ডি পেরোতে পারেনি সে
পরিবারের স্বচ্ছতা ফিরাতে ২০ বছর বয়সে কর্মযোগ শুরু করে। অত্যন্ত মেধা ও বিচক্ষণতার বুদ্ধিতে প্রথমে নিজ চেষ্টায় ভৈরব কমলপুর নিউটাউনে বসবাস শুরু করে, একটি সর্দার ইন্টারনেটে সার্ভিস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে,কিছুদিন পর সরদার কম্পিউটার সার্ভিস নামে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলে। এভাবে প্রায়) ১৫ বছর আগে পাড়ি দেয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরবের রাজধানী রিয়াদের হারার এলাকায়। ৪ সন্তানের জনক পলাশ মোল্লা।
রিয়াদের হারারে স্ত্রী বিথী ও ২ মেয়ে শিশু কন্যা ফাতেমা( ৬) ও আমেনা (৩)কে নিয়ে বসবাস করতেন। বাকি ২ ছেলে, আবিদ (১৪) ও অভি( ৭) দেশে থেকে দাদীর কাছে থেকে লেখাপড়া করছে।

গ্রামের লোকজন জানায় নিজে প্রতিষ্ঠিত হয়েও বসে থাকেনি, নিজের চেষ্টায়
পরিবারের বড়ভাই শামীমকে সহ অনেক নিকটাত্মীয় সহ গ্রামের অনেক, কে প্রবাসে নিয়ে যায় এই পলাশ।

নিহত পলাশের লাশের সাথে একই ফ্লাইটে আসা বড়ভাই শামীম জানায় –গত ১৭ই ডিসেম্বর বিকেলে রিয়াদের হারার এলাকা থেকে নরসিংদীরই এক সহকর্মীর ফোন পেয়ে দ্রত হামলার ঘটনার স্হলে হারারে পৌছে গিয়ে দেখি যে রাস্তার পাশে রক্তাক্ত শরীলে পড়ে আছে ছোট ভাই পলাশ? প্রথমে দ্রত তাকে স্হানীয় একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রিয়াদের বাদশা কিং ফাহাদ হাসপাতালে নিয়ে ভর্তি করি এবং ২০শে ডিসেম্বর আমার ছোট ভাই পালাশ মারা যায়, ডাক্তার জানায়, মস্তিষ্কে অতিরিক্ত রক্ষ ক্ষরণে তার মূত্য ঘটে, তার পিঠে,কাধে, মাথা সহ মুখের ডান পাশে উপর্যুপরি চাপাতির আঘাতের ফলে অতিরিক্ত রক্ত ক্ষরন হয়।
২২শে ডিসেম্বর সৌদি পুলিশের পক্ষ থেকে একটি এবং ২৩শে ডিসেম্বর পরিবারের পক্ষে বড়ভাই হিসেবে অামি আরো একটি মামলা রিয়াদের —–থানা মামলা রুজু করি–
এরই মধ্য রিয়াদের পুলিশ হত্যাকারীদেরকে চিহ্নিত করে এবং হত্যা সাথে সম্পৃক্তা পাওয়ায় যে ৪ যুবকে অাটক করে কারাগারে পাঠায়। তাদের সবারই বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিভিন্ন এলাকায়।। মামলার স্বার্থে নাম বলেনি নিহতের বড় ভাই।

শামীম জানায়, দীর্ঘ আইনি জটিলতার কারনে সৌদিআরবে বসবাসকারী প্রবাসীদের জন্য নিদিষ্ট আইন অনুযায়ী নিহত পলাশের লাশ দেশে আসতে ৫০ দিনের মত সময় লেগে যায়।

বড় ভাই শামীমের একটাই দাবি, ছোট ভাই পলাশকে যারা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের যেন সঠিক বিচার হয়।

এদিকে নিহত পলাশের জানাজায় কয়েক সহস্রাধিক মানুষের অংশগ্রহনই তার গুণাগুণের প্রমাণ মেলে বলে অনেক এলাকাবাসী মনে করছেন, তুলাতুলির গ্রামবাসীরা এত মানুষের জানাজা অংশগ্রহণ আর কখনো তারা দেখিনি জানাজা শেষে এলাকার লোকজন জানায়, পলাশ জনপ্রতিনিধি না হয়েও এলাকার মানুষের উন্নয়নের জন্য পলাশের প্রায় ২৫ বছর প্রবাসী জীবনের কষ্টার্জিত অর্থ ব্যায় করত।

এই রায়পুরার তুলাতুলি গ্রামের শিশুদের পড়াশোনার জন্য জায়গা কিনে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এক সময় এই গ্রামের শিশুারা ২ কিঃমিঃ পায়ে হেটে স্কুলে যেত। দরিদ্র পরিবারের ছেলেমেয়ের বই খাতা পরীক্ষার ফিস, স্কুলের বেতন দিয়ে সহয়তা করত।
স্বপ্ন দেখতেন গ্রামের কোন ছেলেমেয়েরা যাতে অশিক্ষিত না থাকে।
বন্যার পানিতে রাস্তা ডুবে থাকতো। নিজ নিজ খরচে রাস্তা বানিয়ে দেন। এছাড়াও এলাকার সকল মানুষের বসত বাড়ী বানাতে অার্থিক সহযোগীতা করত, মানুষের যে কোন সামাজিক প্রযোজনে প্রবাসে থেকে সহযোগীতা করে যেত। একালাবাসীরা সরকারের কাছে হত্যাকারীদের বিচারের দাবি জানায়।

স্হানীয় জনপ্রতিনিধি মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হোসেন ভূঁইয়া জানান, যারা প্রবাসের মাটিতে পলাশকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হয় পাশাপাশি বাংলাদেশের সরকার যেন সৌদিকে সরকারেকে পালাশ হত্যাকারীদের বিচার কাজে সহায়তা প্রদান করেন।
তবে এই হত্যার পিছনে রিয়াদের হারারে বসবাসকারী দুই জেলার প্রবাসীদের মধ্যে নেতৃত্ত সহ বিভিন্ন ব্যবসার অন্তর্দ্বন্দ্ব প্রতিফল বলে একাধিক প্রবাসীরা জানিয়েছেন।
তবে নিহত আমিন উদ্দিন পলাশ মোল্লা এইসব কোন বিষয়ের সাথে সম্পৃক্ততা না থাকলে তার অধিক উপার্জন অর্থও অনেকের চোখের কাল হয়ে দাঁড়িয়েছে বলে তাও জানিয়েছেন প্রবাসীরা।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রবাসী জানান, হারার অধ্যুষিত এলাকায় বাংলাদেশি যারা বসবাস করছেন তাদের মধ্যে বি বাড়িয়া জেলা গুটি কিছু ব্যক্তির বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। ঐ জেলার লোকেরা যারা হারারে বসবাস করছে তারা কোন কাজ না করে টাকা রুজি করার চিন্তাভাবনা করে। প্রবাসীরা আরো অভিযোগ করেন বিষয়টি দীর্ঘদিনের আমরা বিভিন্ন সময়ে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের,পার্শ্ববর্তী গ্রাম গৌরীপুরে অবস্থিত কোহিনূর জুট মিলের লেবার সরদার মৃত আজিম উদ্দিন। ১১ সন্তানের মধ্য পলাশ ছিল ২য়, দীর্ঘ ২০ বৎসর পূর্বে পলাশ নিজ চেষ্টায় সৌদি আরবে পাড়ি দেয়।