পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

ফড়িয়াদের অদক্ষতায় আড়তদাররা ধরাশায়ী

বাংলার খবর২৪.কম index_54313: অনভিজ্ঞতা ও অদক্ষতার কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনেছেন মৌসুমি ও মধ্যস্বত্বভোগী ফড়িয়া ব্যবসায়ীরা। আর আড়তদাররাও নিরুপায় হয়ে ওদের কাছ থেকে বেশি দামেই কিনেছেন এই চামড়া। অন্যদিকে, ট্যানারি মালিকরা সাফ জানিয়ে দিয়েছেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনবেন না তারা। তাই এখন বিপাকে পড়েছেন চামড়ার আড়তদাররা।

চামড়া ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, পোস্তার কাঁচা চামড়ার আড়তদাররা এবং ট্যানারি মালিকরা সবসময় চামড়া কিনে বলে তাদের চামড়ার গ্রেডিং সম্পর্কে ধারণা আছে। এদের চামড়ার মান সম্পর্কে যতটা অভিজ্ঞতা ও জ্ঞান রয়েছে মৌসুমি ও ফড়িয়া ব্যবসায়ীদের চামড়ার মান সম্পর্কে তেমন কোন জ্ঞান ও অভিজ্ঞতা নেই। কোন জেলার চামড়া কী রকম, সে অনুসারে গ্রেডিং করে আড়তদাররা ও ট্যানারি মালিকরা।

কিন্তু, মৌসুমি ও ফড়িয়াদের চামড়া সম্পর্কে কোন ধারণা নাই। কোয়ালিটি ও গ্রেডিং সম্পর্কে ধারণা না থাকার কারণেই তারা বেশি দামে চামড়া কিনেছে। আর পোস্তার আড়তদারদেরও নিরুপায় হয়ে এই চামড়া বেশি দামে কিনতে হয়েছে।

এদিকে, রাজধানীর লালবাগের পোস্তার আড়তগুলো ঘুরে দেখা যায়, ইতিমধ্যেই চামড়া আসা শুরু করেছে আড়তগুলোতে। তবে এখন যে চামড়া আসছে তা ঢাকা ও আশে-পাশের অঞ্চলের চামড়া। মফস্বলের চামড়া এখনও আসা শুরু করেনি বলে জানালেন আড়তদাররা। তাই এখনও তেমন একটা ব্যস্ত হয়ে উঠেনি পোস্তা। গরমে চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য বিভিন্ন এলাকায় চামড়া কিনে লবণ মাখিয়ে রাখা হয়েছে।

মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়াদের অদক্ষতার অভিযোগ সম্পর্কে কথা হয় ঢাকা হাইড এন্ড স্কিন লিমিটেডের স্বত্বাধিকারী মো. সোলাইমান মৃধার সঙ্গে।

তিনি বলেন, এই ঈদের মৌসুমে সারাদেশে লাখ লাখ চামড়ার যোগান রয়েছে। যা আমরা একাই সংগ্রহ করতে পারি না। এজন্য আমাদের মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়াদের উপর নির্ভর করতে হয়। আর আমরা এখানে বসেই চামড়া কিনতে পারি না। বিভিন্ন এলাকায় চামড়া কিনতে ফড়িয়াদের আমরা পাঠাই। তারা চামড়া কিনতে না পারলে মুনাফাও পাবে না। তাই তারা এ সময় দামের দিকে বেশি নজর দেয় না। ফলে তারা বাধ্য হয়েই বেশি দামে চামড়া কিনে। তাই আমাদেরও বেশি দামে এই চামড়া কিনতে হয়। এভাবেই চামড়ার দাম বেড়ে যায়।

চামড়া এখনও মজুদ কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্যানারি মালিকরা এখনও চামড়ার দাম নিয়ে সীদ্ধান্তহীনতায় ভোগার কারণে চামড়া মজুদ রাখতে হয়েছে। আর এভাবে বেশিদিন মজুদ রাখলে আমাদেরও ক্ষতি আর ট্যানারি মালিকদেরও ক্ষতি। চামড়া কেনার জন্য আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি। তাই দেরি হলে চামড়ার খরচ বেড়ে যায়। এভাবে মজুদ রাখার পরে চামড়ার দাম বাড়লেও আমাদের লোকসান গুনতে হবে। এর ফলে ট্যানারি মালিকরাও ক্ষতিগ্রস্ত হবে বলে জানালেন তিনি। তাই আমরা মনে করি ন্যায্য মূল্য দিয়েই ট্যানারি মালিকদের চামড়া নেওয়া উচিত।

কথা হয় ফেন্সি লেদার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শামসুল হুদার সঙ্গে। তিনি বলেন, মৌসুমি ব্যবসায়ীদের দৌড়াত্বে ও অনভিজ্ঞতার অভাবে চামড়ার দাম বেড়ে গেছে। তবে অনেক ব্যবসায়ীদের অগ্রিম টাকা দেওয়ার কারণেও তারা বেশি দামে চামড়া কিনেছে।

এদিকে, বিশ্ববাজারে দরপতনের অজুহাত দেখিয়ে চামড়ার দাম গত বছরের তুলনায় কম নির্ধারণ করা হয়েছে। চামড়া ব্যবসায়ীদের তিনটি সংগঠন বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ) ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন ঈদের আগে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চামড়ার দাম নির্ধারণ করে দেয়। তবে ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম বেড়েছে বলে জানান ট্যানারি মালিকদের এক কর্মকর্তা। কিন্তু এখনও আড়তদারদের কাছ থেকে চামড়া নিচ্ছেন না ট্যানারি মালিকরা। তাদের অভিযোগ নির্ধারিত দরের চেয়ে বেশি দর হাঁকাচ্ছেন চামড়া ব্যবসায়ীরা।

এ সম্পর্কে কথা হয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এর মহাসচিব মো. মোশাররফ হোসেনের সঙ্গে। তিনি এ প্রতিবেদককে বলেন, আমরা চামড়া ব্যবসায়ীদের তিনটি সংগঠন মিলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারসম্য বজায় রেখে চামড়ার দাম নির্ধারণ করেছি। কিন্তু মৌসুমি ব্যবসায়ীদের অদক্ষতার কারণে বেশি দামে চামড়া কিনলে তার দায়-দায়িত্ব তারাই বহন করবে। আন্তর্জাতিক বাজারে বিক্রির বাহিরে আমরা কোন চামড়া ক্রয় করব না। আন্তর্জাতিক বাজারে আমাদের যে পরিমাণ এলসি ও কন্ট্রাক আছে আমরা সে অনুযায়ী চামড়া ক্রয় করব।

এ বছর প্রায় ৮০ থেকে ৮৫ লাখ পশু কোরবানি হয়েছে। ঢাকা ও আশপাশের অঞ্চলের চামড়া ইতিমধ্যেই পোস্তায় ও ট্যানারিতে এসেছে। কিন্তু এখনও ট্যানারিগুলোতে মফস্বলের চামড়া আসেনি। তাই চামড়ার দর সম্পর্কে এখনও বলা যাচ্ছে না বলে জানান ট্যানারি মালিকরা। তবে ট্যানারি মালিকরা তাদের সিদ্ধান্তেই অটল আছে বলে জানান মোশাররফ হোসেন।

আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম বৃদ্ধি পেয়েছে তারপরও আপনাদের পূর্বের দাম পরিবর্তন করছেন না কেন এমন প্রশ্নের জবাবে বিটিএ এর মহাসচিব বলেন, চামড়া আমাদের কাছে আসতে আসতে তিন-চার হাত বদল হয়। যার ফলে চামড়ার দাম অনেক বৃদ্ধি পায়। যা আন্তর্জাতিক বাজারের চেয়েও বেশি। কিন্তু আমরা তো লোকসান দিয়ে চামড়া কিনব না।

এসময় তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম বেশি হলেও আমাদের দেশের চামড়ার দাম কম। কারণ, ‘আমরা পরিবেশ দূষণ করি’ এমন অজুহাত দেখিয়ে বিশে^র বড় বড় ব্রান্ডগুলো আমাদের কাছ থেকে চামড়া ক্রয়ে অনিহা প্রকাশ করেছে। ফলে চামড়ার মূল্যও কম দিচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ফড়িয়াদের অদক্ষতায় আড়তদাররা ধরাশায়ী

আপডেট টাইম : ০৪:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম index_54313: অনভিজ্ঞতা ও অদক্ষতার কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনেছেন মৌসুমি ও মধ্যস্বত্বভোগী ফড়িয়া ব্যবসায়ীরা। আর আড়তদাররাও নিরুপায় হয়ে ওদের কাছ থেকে বেশি দামেই কিনেছেন এই চামড়া। অন্যদিকে, ট্যানারি মালিকরা সাফ জানিয়ে দিয়েছেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনবেন না তারা। তাই এখন বিপাকে পড়েছেন চামড়ার আড়তদাররা।

চামড়া ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, পোস্তার কাঁচা চামড়ার আড়তদাররা এবং ট্যানারি মালিকরা সবসময় চামড়া কিনে বলে তাদের চামড়ার গ্রেডিং সম্পর্কে ধারণা আছে। এদের চামড়ার মান সম্পর্কে যতটা অভিজ্ঞতা ও জ্ঞান রয়েছে মৌসুমি ও ফড়িয়া ব্যবসায়ীদের চামড়ার মান সম্পর্কে তেমন কোন জ্ঞান ও অভিজ্ঞতা নেই। কোন জেলার চামড়া কী রকম, সে অনুসারে গ্রেডিং করে আড়তদাররা ও ট্যানারি মালিকরা।

কিন্তু, মৌসুমি ও ফড়িয়াদের চামড়া সম্পর্কে কোন ধারণা নাই। কোয়ালিটি ও গ্রেডিং সম্পর্কে ধারণা না থাকার কারণেই তারা বেশি দামে চামড়া কিনেছে। আর পোস্তার আড়তদারদেরও নিরুপায় হয়ে এই চামড়া বেশি দামে কিনতে হয়েছে।

এদিকে, রাজধানীর লালবাগের পোস্তার আড়তগুলো ঘুরে দেখা যায়, ইতিমধ্যেই চামড়া আসা শুরু করেছে আড়তগুলোতে। তবে এখন যে চামড়া আসছে তা ঢাকা ও আশে-পাশের অঞ্চলের চামড়া। মফস্বলের চামড়া এখনও আসা শুরু করেনি বলে জানালেন আড়তদাররা। তাই এখনও তেমন একটা ব্যস্ত হয়ে উঠেনি পোস্তা। গরমে চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য বিভিন্ন এলাকায় চামড়া কিনে লবণ মাখিয়ে রাখা হয়েছে।

মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়াদের অদক্ষতার অভিযোগ সম্পর্কে কথা হয় ঢাকা হাইড এন্ড স্কিন লিমিটেডের স্বত্বাধিকারী মো. সোলাইমান মৃধার সঙ্গে।

তিনি বলেন, এই ঈদের মৌসুমে সারাদেশে লাখ লাখ চামড়ার যোগান রয়েছে। যা আমরা একাই সংগ্রহ করতে পারি না। এজন্য আমাদের মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়াদের উপর নির্ভর করতে হয়। আর আমরা এখানে বসেই চামড়া কিনতে পারি না। বিভিন্ন এলাকায় চামড়া কিনতে ফড়িয়াদের আমরা পাঠাই। তারা চামড়া কিনতে না পারলে মুনাফাও পাবে না। তাই তারা এ সময় দামের দিকে বেশি নজর দেয় না। ফলে তারা বাধ্য হয়েই বেশি দামে চামড়া কিনে। তাই আমাদেরও বেশি দামে এই চামড়া কিনতে হয়। এভাবেই চামড়ার দাম বেড়ে যায়।

চামড়া এখনও মজুদ কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্যানারি মালিকরা এখনও চামড়ার দাম নিয়ে সীদ্ধান্তহীনতায় ভোগার কারণে চামড়া মজুদ রাখতে হয়েছে। আর এভাবে বেশিদিন মজুদ রাখলে আমাদেরও ক্ষতি আর ট্যানারি মালিকদেরও ক্ষতি। চামড়া কেনার জন্য আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি। তাই দেরি হলে চামড়ার খরচ বেড়ে যায়। এভাবে মজুদ রাখার পরে চামড়ার দাম বাড়লেও আমাদের লোকসান গুনতে হবে। এর ফলে ট্যানারি মালিকরাও ক্ষতিগ্রস্ত হবে বলে জানালেন তিনি। তাই আমরা মনে করি ন্যায্য মূল্য দিয়েই ট্যানারি মালিকদের চামড়া নেওয়া উচিত।

কথা হয় ফেন্সি লেদার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শামসুল হুদার সঙ্গে। তিনি বলেন, মৌসুমি ব্যবসায়ীদের দৌড়াত্বে ও অনভিজ্ঞতার অভাবে চামড়ার দাম বেড়ে গেছে। তবে অনেক ব্যবসায়ীদের অগ্রিম টাকা দেওয়ার কারণেও তারা বেশি দামে চামড়া কিনেছে।

এদিকে, বিশ্ববাজারে দরপতনের অজুহাত দেখিয়ে চামড়ার দাম গত বছরের তুলনায় কম নির্ধারণ করা হয়েছে। চামড়া ব্যবসায়ীদের তিনটি সংগঠন বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ) ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন ঈদের আগে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চামড়ার দাম নির্ধারণ করে দেয়। তবে ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম বেড়েছে বলে জানান ট্যানারি মালিকদের এক কর্মকর্তা। কিন্তু এখনও আড়তদারদের কাছ থেকে চামড়া নিচ্ছেন না ট্যানারি মালিকরা। তাদের অভিযোগ নির্ধারিত দরের চেয়ে বেশি দর হাঁকাচ্ছেন চামড়া ব্যবসায়ীরা।

এ সম্পর্কে কথা হয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এর মহাসচিব মো. মোশাররফ হোসেনের সঙ্গে। তিনি এ প্রতিবেদককে বলেন, আমরা চামড়া ব্যবসায়ীদের তিনটি সংগঠন মিলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারসম্য বজায় রেখে চামড়ার দাম নির্ধারণ করেছি। কিন্তু মৌসুমি ব্যবসায়ীদের অদক্ষতার কারণে বেশি দামে চামড়া কিনলে তার দায়-দায়িত্ব তারাই বহন করবে। আন্তর্জাতিক বাজারে বিক্রির বাহিরে আমরা কোন চামড়া ক্রয় করব না। আন্তর্জাতিক বাজারে আমাদের যে পরিমাণ এলসি ও কন্ট্রাক আছে আমরা সে অনুযায়ী চামড়া ক্রয় করব।

এ বছর প্রায় ৮০ থেকে ৮৫ লাখ পশু কোরবানি হয়েছে। ঢাকা ও আশপাশের অঞ্চলের চামড়া ইতিমধ্যেই পোস্তায় ও ট্যানারিতে এসেছে। কিন্তু এখনও ট্যানারিগুলোতে মফস্বলের চামড়া আসেনি। তাই চামড়ার দর সম্পর্কে এখনও বলা যাচ্ছে না বলে জানান ট্যানারি মালিকরা। তবে ট্যানারি মালিকরা তাদের সিদ্ধান্তেই অটল আছে বলে জানান মোশাররফ হোসেন।

আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম বৃদ্ধি পেয়েছে তারপরও আপনাদের পূর্বের দাম পরিবর্তন করছেন না কেন এমন প্রশ্নের জবাবে বিটিএ এর মহাসচিব বলেন, চামড়া আমাদের কাছে আসতে আসতে তিন-চার হাত বদল হয়। যার ফলে চামড়ার দাম অনেক বৃদ্ধি পায়। যা আন্তর্জাতিক বাজারের চেয়েও বেশি। কিন্তু আমরা তো লোকসান দিয়ে চামড়া কিনব না।

এসময় তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম বেশি হলেও আমাদের দেশের চামড়ার দাম কম। কারণ, ‘আমরা পরিবেশ দূষণ করি’ এমন অজুহাত দেখিয়ে বিশে^র বড় বড় ব্রান্ডগুলো আমাদের কাছ থেকে চামড়া ক্রয়ে অনিহা প্রকাশ করেছে। ফলে চামড়ার মূল্যও কম দিচ্ছে।