অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডেমরায় অটোরিকশার ভাড়া ৫ টাকা কমালেন ওসি জহিরুল ইসলাম

মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাতিল ঘোষণা করেছেন বলে ডেমরায় ইতিমধ্যে অটোরিকশা খাতে অভ্যন্তরীণ চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে ডেমরা থানার ওসি চালক, মালিক ও স্ট্যান্ড নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এখানকার গুরুত্বপূর্ণ দু’টি রুটে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইকের ভাড়া ৫ টাকা করে কমিয়েছেন। তবে অভ্যন্তরীণ চাঁদা ও দ্রব্যমূল্যের ঊর্ধগতিসহ নানা কারণে চালকরা গত রমজান মাস থেকেই ওই দুই রুটে ৫ টাকা ভাড়া বাড়িয়েছিলেন। এক্ষেত্রে স্টাফ কোয়ার্টার থেকে সাইনবোর্ড পর্যন্ত রুটে ২৫ টাকার পরিবর্তে ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আর স্টাফ কোয়ার্টার থেকে চিটাগাং রোড পর্যন্ত রুটে ১৫ টাকার পরিবর্তে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে চালকদের কোন অসুবিধা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে রহিম, হাফেজ ও কালা মিজানসহ একাধিক চালক বলেন, শেখ হাসিনার ঘোষণার পর কোন নেতাকে আর চাঁদা দিতে হচ্ছে না। কেউ আর এখন চাঁদাবাজিও করে না। তাই ভাড়া ৫ টাকা কমলে আমাদের কোন আপত্তি নাই।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা ওসি মো. জহিরুল ইসলাম বলেন, যেহেতু এ খাতে কারও চাঁদাবাজির সুযোগ নেই, সেহেতু জনগনের স্বার্থে আলোচনা সাপেক্ষে ২ রুটে ৫ টাকা করে ভাড়া কমানোর সিদ্ধান্ত খুশি মনে মেনেছেন চালকরা।

Tag :

ডেমরায় অটোরিকশার ভাড়া ৫ টাকা কমালেন ওসি জহিরুল ইসলাম

আপডেট টাইম : ০৬:৫৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাতিল ঘোষণা করেছেন বলে ডেমরায় ইতিমধ্যে অটোরিকশা খাতে অভ্যন্তরীণ চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে ডেমরা থানার ওসি চালক, মালিক ও স্ট্যান্ড নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এখানকার গুরুত্বপূর্ণ দু’টি রুটে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইকের ভাড়া ৫ টাকা করে কমিয়েছেন। তবে অভ্যন্তরীণ চাঁদা ও দ্রব্যমূল্যের ঊর্ধগতিসহ নানা কারণে চালকরা গত রমজান মাস থেকেই ওই দুই রুটে ৫ টাকা ভাড়া বাড়িয়েছিলেন। এক্ষেত্রে স্টাফ কোয়ার্টার থেকে সাইনবোর্ড পর্যন্ত রুটে ২৫ টাকার পরিবর্তে ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আর স্টাফ কোয়ার্টার থেকে চিটাগাং রোড পর্যন্ত রুটে ১৫ টাকার পরিবর্তে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে চালকদের কোন অসুবিধা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে রহিম, হাফেজ ও কালা মিজানসহ একাধিক চালক বলেন, শেখ হাসিনার ঘোষণার পর কোন নেতাকে আর চাঁদা দিতে হচ্ছে না। কেউ আর এখন চাঁদাবাজিও করে না। তাই ভাড়া ৫ টাকা কমলে আমাদের কোন আপত্তি নাই।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা ওসি মো. জহিরুল ইসলাম বলেন, যেহেতু এ খাতে কারও চাঁদাবাজির সুযোগ নেই, সেহেতু জনগনের স্বার্থে আলোচনা সাপেক্ষে ২ রুটে ৫ টাকা করে ভাড়া কমানোর সিদ্ধান্ত খুশি মনে মেনেছেন চালকরা।