অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ পড়ে রয়েছে

রশিদুল ইসলাম প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তের ওপারে এক ভারতীয় যুবকের মরদেহ পড়ে রয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে পাটগ্রাম ইউনিয়ন টেপুরগাড়ী কালীরহাট কালাইর ডাংগা সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরে দ্বারিকামারী সীমান্তের আশপাশের লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সীমান্তের কাছে ভারতের দ্বারিকামারী এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। বিজিবি মরদেহ পড়ে থাকার কথা বিএসএফকে জানায়।

পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান জানান, সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে। তবে মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিজিবি সীমান্তে ডেকে ছিলো, কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকায় যেতে পারিনি।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন-২ এর কালীরহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুস জানান, ভারতীয় এক যুবকের মরদেহ সীমান্তে পড়ে রয়েছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে এ ঘটনায় সীমান্তে পতাকা বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Tag :

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ পড়ে রয়েছে

আপডেট টাইম : ০১:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

রশিদুল ইসলাম প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তের ওপারে এক ভারতীয় যুবকের মরদেহ পড়ে রয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে পাটগ্রাম ইউনিয়ন টেপুরগাড়ী কালীরহাট কালাইর ডাংগা সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরে দ্বারিকামারী সীমান্তের আশপাশের লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সীমান্তের কাছে ভারতের দ্বারিকামারী এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। বিজিবি মরদেহ পড়ে থাকার কথা বিএসএফকে জানায়।

পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান জানান, সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে। তবে মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিজিবি সীমান্তে ডেকে ছিলো, কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকায় যেতে পারিনি।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন-২ এর কালীরহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুস জানান, ভারতীয় এক যুবকের মরদেহ সীমান্তে পড়ে রয়েছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে এ ঘটনায় সীমান্তে পতাকা বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।