পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

দ্বিধা-দ্বন্দ্ব বিভেদ ভুলে সরকার পতনের আন্দোলন

বাংলার খবর২৪.কম:খালেদাসকল দ্বিধা-দ্বন্দ্ব বিভেদ ভুলে সরকার পতনের আন্দোলনের জন্য ঢাকামহানগর কমিটিকে সংঘবদ্ধ হবার কঠোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য যত দ্রুত সম্ভব ইউনিট ওয়ার্ড ও থানা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়া বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি।তবে মহানগর কমিটি নিয়ে অসন্তোষের বিষয়ে কেউ কোন বক্তব্য দেননি, প্রত্যেক সদস্যই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন বলে জানা গেছে।
তিন ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত প্রত্যেক সদস্যই নিজেদের বক্তব্য তুলে ধরেন। তবে আলোচনার বিষয়ে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
বৈঠকের শুরুতেই আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল খালেদা জিয়ার হালে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
বৈঠক সূত্রে জানা যায়, আব্বাস সোহেলের কোন্দলের কোন প্রভাব বৈঠকে পড়েনি। কোন নেতাই এই ব্যাপারে কোন অভিযোগ বা পাল্টা অভিযোগ করেননি। খালেদা জিয়ার ডানপাশে বসেন মির্জা আব্বাস, তারপরে আবদুল আউয়াল মিন্টু। আর বিএনপি চেয়ারপারসনের বামপাশে বসেন হাবিব উন নবী খান সোহেল পরে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়। সভা পরিচালনা করেন হাবিব উন নবী খান সোহেল।
অপর বৈঠক সূত্র জানায়,আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের জন্য যতদ্রুত সম্ভব সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেছেন দলীয় চেয়ারপারসন।
পাশাপাশি কমিটিতে কোন পরিবর্তন হবেনা উল্লেখ করে কারো কারনে সাংগঠনিক কাজে বিঘ্ন ঘটলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ারও হুশিয়ারী দিয়েছেন খালেদা জিয়া।
এছাড়া আহ্বায়ক ও সদস্য সচিবের বাইরে কেউ মিডিয়ায় যেন বক্তব্য তুলে না ধরেন এ বিষয়ে কঠোরভাবে নিষেধ করেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেছেন, অনেকেই মিডিয়ায় অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন, তা আমি জানি। কমিটি গঠনের বিষয়েও কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেন তিনি
বৈঠক শেষে যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ জানান, দলের চেয়ারপারসন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মহানগর সুসংগঠিত করতে বর্তমান আহবায়ক কমিটির উপর খালেদা জিয়া তার আস্থার কথা সবাইকে জানিয়েছেন।
যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার জানিয়েছেন, বুধবার দুপুর ১২ টায় কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কমিটির বৈঠক অনৃুষ্ঠিত হবে। বৈঠকে মহানগর কমিটি সুসংগঠিত করতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
মহানগরের অন্য এক নেতা জানিয়েছেন, বৈঠকে পরস্পরবিরোধী কোন বক্তব্যই আসেনি। হাবিব উন নবী খান সোহেলকে সদস্য সচিব হিসেবে মেনে নিতে এতদিন যারা আপত্তি করেছিলো তাদের কেউই বৈঠকে আপত্তির বিষটি উত্থাপন করেনি। খালেদা জিয়া সিনিয়র-জুনিয়রদের সমন্বয়ে গঠিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন। একইসাথে তিনি পরস্পরের মধ্যে মান্যতা বজায় রাখতে বলেছেন, যাতে করে কেউ অসম্মানিত না হয়। আর সাংগঠনিক বিষয়ে আহবায়ক ও সদস্য সচিবকেই প্রচার মাধ্যমের সঙ্গে কথা বলতে নির্দেশনা দেন। বৈঠকে মন্ত্রিসভায় পাস হওয়া জাতীয় সম্প্রচার নীতির প্রণয়নের নিন্দা প্রস্তাব গৃহীত হয় বলেও জানান তিনি।
আরেক নেতা জানান, আগামী ১ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের উপর গুরত্বারোপ করেন খালেদা জিয়া। কোন পকেট কমিটি দেখতে চান বলেও সবাইকে জানিয়ে দেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে ঢাকা মহানগর আহবায়ক মির্জা আব্বাস, নতুন কমিটির নেতাদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, আবুল খায়ের ভুঁইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী আবুল বাশার, এম এ কাইয়ুম, শামসুল হুদা, এস এ খালেক, মো. সাহাবুদ্দিন, আনোয়ারুজ্জামান আনোয়ার, এম এ মজিদ, ইউনুস মৃধা, মুন্সি বজলুল বাসিত আনজু, নবী উল্লাহ নবী, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলসহ ৪৮ জন উপস্থিত ছিলেন। মহানগরের ৪ উপদেষ্টার মধ্যে হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুস সালাম উপস্থিত ছিলেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামও বৈঠকে ছিলেন।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই মির্জা আব্বাসকে আহবায়ক করে ৫২ সদস্যের নতুন আহবায়ক কমিটির নাম ঘোষণা করে বিএনপি। আহবায়ক কমিটির পাশাপাশি আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা ও আবদুস সালামকে নিয়ে ৪ সদস্যের উপদেষ্টামন্ডলী গঠন করা হয়।
এই কমিটিকে দুই মাসের মধ্যে ওয়ার্ড ও থানা পর্যায়ের সব কমিটি গঠন করে মহানগরে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেয়া হয়। নতুন আহবায়ক কমিটি গত ২৩ জুলাই নয়া পল্টনের মহানগর কার্যালয়ে তাদের প্রথম সভা করে। এরপরদিন তারা শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করে। এর আগে ৫ জানুয়ারি নির্বাচন বর্জনে ঢাকা মহানগরের নিষ্ক্রিয়তার কারণে ব্যাপক সমালোচনার মুখে সাদেক হোসেন খোকার নেতৃত্বধীন ১৯ সদস্যের আহবায়ক কমিটির বিলুপ্ত করে আব্বাসের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

দ্বিধা-দ্বন্দ্ব বিভেদ ভুলে সরকার পতনের আন্দোলন

আপডেট টাইম : ০৫:০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম:খালেদাসকল দ্বিধা-দ্বন্দ্ব বিভেদ ভুলে সরকার পতনের আন্দোলনের জন্য ঢাকামহানগর কমিটিকে সংঘবদ্ধ হবার কঠোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য যত দ্রুত সম্ভব ইউনিট ওয়ার্ড ও থানা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়া বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি।তবে মহানগর কমিটি নিয়ে অসন্তোষের বিষয়ে কেউ কোন বক্তব্য দেননি, প্রত্যেক সদস্যই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন বলে জানা গেছে।
তিন ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত প্রত্যেক সদস্যই নিজেদের বক্তব্য তুলে ধরেন। তবে আলোচনার বিষয়ে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
বৈঠকের শুরুতেই আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল খালেদা জিয়ার হালে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
বৈঠক সূত্রে জানা যায়, আব্বাস সোহেলের কোন্দলের কোন প্রভাব বৈঠকে পড়েনি। কোন নেতাই এই ব্যাপারে কোন অভিযোগ বা পাল্টা অভিযোগ করেননি। খালেদা জিয়ার ডানপাশে বসেন মির্জা আব্বাস, তারপরে আবদুল আউয়াল মিন্টু। আর বিএনপি চেয়ারপারসনের বামপাশে বসেন হাবিব উন নবী খান সোহেল পরে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়। সভা পরিচালনা করেন হাবিব উন নবী খান সোহেল।
অপর বৈঠক সূত্র জানায়,আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের জন্য যতদ্রুত সম্ভব সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেছেন দলীয় চেয়ারপারসন।
পাশাপাশি কমিটিতে কোন পরিবর্তন হবেনা উল্লেখ করে কারো কারনে সাংগঠনিক কাজে বিঘ্ন ঘটলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ারও হুশিয়ারী দিয়েছেন খালেদা জিয়া।
এছাড়া আহ্বায়ক ও সদস্য সচিবের বাইরে কেউ মিডিয়ায় যেন বক্তব্য তুলে না ধরেন এ বিষয়ে কঠোরভাবে নিষেধ করেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেছেন, অনেকেই মিডিয়ায় অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন, তা আমি জানি। কমিটি গঠনের বিষয়েও কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেন তিনি
বৈঠক শেষে যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ জানান, দলের চেয়ারপারসন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মহানগর সুসংগঠিত করতে বর্তমান আহবায়ক কমিটির উপর খালেদা জিয়া তার আস্থার কথা সবাইকে জানিয়েছেন।
যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার জানিয়েছেন, বুধবার দুপুর ১২ টায় কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কমিটির বৈঠক অনৃুষ্ঠিত হবে। বৈঠকে মহানগর কমিটি সুসংগঠিত করতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
মহানগরের অন্য এক নেতা জানিয়েছেন, বৈঠকে পরস্পরবিরোধী কোন বক্তব্যই আসেনি। হাবিব উন নবী খান সোহেলকে সদস্য সচিব হিসেবে মেনে নিতে এতদিন যারা আপত্তি করেছিলো তাদের কেউই বৈঠকে আপত্তির বিষটি উত্থাপন করেনি। খালেদা জিয়া সিনিয়র-জুনিয়রদের সমন্বয়ে গঠিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন। একইসাথে তিনি পরস্পরের মধ্যে মান্যতা বজায় রাখতে বলেছেন, যাতে করে কেউ অসম্মানিত না হয়। আর সাংগঠনিক বিষয়ে আহবায়ক ও সদস্য সচিবকেই প্রচার মাধ্যমের সঙ্গে কথা বলতে নির্দেশনা দেন। বৈঠকে মন্ত্রিসভায় পাস হওয়া জাতীয় সম্প্রচার নীতির প্রণয়নের নিন্দা প্রস্তাব গৃহীত হয় বলেও জানান তিনি।
আরেক নেতা জানান, আগামী ১ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের উপর গুরত্বারোপ করেন খালেদা জিয়া। কোন পকেট কমিটি দেখতে চান বলেও সবাইকে জানিয়ে দেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে ঢাকা মহানগর আহবায়ক মির্জা আব্বাস, নতুন কমিটির নেতাদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, আবুল খায়ের ভুঁইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী আবুল বাশার, এম এ কাইয়ুম, শামসুল হুদা, এস এ খালেক, মো. সাহাবুদ্দিন, আনোয়ারুজ্জামান আনোয়ার, এম এ মজিদ, ইউনুস মৃধা, মুন্সি বজলুল বাসিত আনজু, নবী উল্লাহ নবী, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলসহ ৪৮ জন উপস্থিত ছিলেন। মহানগরের ৪ উপদেষ্টার মধ্যে হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুস সালাম উপস্থিত ছিলেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামও বৈঠকে ছিলেন।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই মির্জা আব্বাসকে আহবায়ক করে ৫২ সদস্যের নতুন আহবায়ক কমিটির নাম ঘোষণা করে বিএনপি। আহবায়ক কমিটির পাশাপাশি আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা ও আবদুস সালামকে নিয়ে ৪ সদস্যের উপদেষ্টামন্ডলী গঠন করা হয়।
এই কমিটিকে দুই মাসের মধ্যে ওয়ার্ড ও থানা পর্যায়ের সব কমিটি গঠন করে মহানগরে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেয়া হয়। নতুন আহবায়ক কমিটি গত ২৩ জুলাই নয়া পল্টনের মহানগর কার্যালয়ে তাদের প্রথম সভা করে। এরপরদিন তারা শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করে। এর আগে ৫ জানুয়ারি নির্বাচন বর্জনে ঢাকা মহানগরের নিষ্ক্রিয়তার কারণে ব্যাপক সমালোচনার মুখে সাদেক হোসেন খোকার নেতৃত্বধীন ১৯ সদস্যের আহবায়ক কমিটির বিলুপ্ত করে আব্বাসের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হয়।