পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

দারিদ্র্যের প্রাচীর চূর্ণ করতে ড. ইউনূসের আহ্বান

বাংলার খবর২৪.কমindex_57547, ঢাকা : নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বার্লিন দেওয়াল পতনের ২৫ বছর উপলক্ষে এক অনুষ্ঠানে দারিদ্র্যের প্রাচীর চূর্ণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ড. ইউনূস এ আহ্বান জানান।

প্রায় দুই লক্ষ মানুষের সমাগম সেই সাথে আতশবাজি, সাদা বেলুন ও গানে প্রধ্বনি প্রদীপ্ত করে তুলেছিল অনুষ্ঠানটি।

ড. ইউনূস বলেন, বিদ্যমান ধনী এবং উন্নয়নশীল দরিদ্র্য দেশগুলোর মধ্যকার বিভেদ ভাঙ্গার শপথ আমাদের অবশ্যই নিতে হবে।

তিনি আরো বলেন, আজ বিশ্বে পৃথক সম্প্রদায় বাধাস্বরুপ কিন্তু বার্লিনের পতন বিশ্বব্যাপী মানুষের এক হওয়ার আশার প্রদান করে।

১৯৮৯ সালের ৯ নভেম্বর এ দেওয়ালটি ভেঙ্গে দেওয়া হয়েছিল।
জার্মান প্রেসিডেন্ট জাচিম গুউক, প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, বার্লিনের মেয়র ক্লাস ববেরেইত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস ও পলিশ সলিডারিটি নেতা লেচ ওয়েলসা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল গ্রান্ডারমেনটার্ক হলে ড. ইউনূসকে অর্ভ্যথনা জানান। ১৯৬১ সালে স্নায়ু যুদ্ধের সময় পূর্ব ও পশ্চিম বার্লিন পৃথক করেছিল এই বার্লিন দেওয়াল নির্মাণের মাধ্যমে। এটি ইউরোপ এবং গোটা বিশ্বের মতাদর্শিক বিভাজনের প্রতীক।

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

দারিদ্র্যের প্রাচীর চূর্ণ করতে ড. ইউনূসের আহ্বান

আপডেট টাইম : ০২:৪১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমindex_57547, ঢাকা : নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বার্লিন দেওয়াল পতনের ২৫ বছর উপলক্ষে এক অনুষ্ঠানে দারিদ্র্যের প্রাচীর চূর্ণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ড. ইউনূস এ আহ্বান জানান।

প্রায় দুই লক্ষ মানুষের সমাগম সেই সাথে আতশবাজি, সাদা বেলুন ও গানে প্রধ্বনি প্রদীপ্ত করে তুলেছিল অনুষ্ঠানটি।

ড. ইউনূস বলেন, বিদ্যমান ধনী এবং উন্নয়নশীল দরিদ্র্য দেশগুলোর মধ্যকার বিভেদ ভাঙ্গার শপথ আমাদের অবশ্যই নিতে হবে।

তিনি আরো বলেন, আজ বিশ্বে পৃথক সম্প্রদায় বাধাস্বরুপ কিন্তু বার্লিনের পতন বিশ্বব্যাপী মানুষের এক হওয়ার আশার প্রদান করে।

১৯৮৯ সালের ৯ নভেম্বর এ দেওয়ালটি ভেঙ্গে দেওয়া হয়েছিল।
জার্মান প্রেসিডেন্ট জাচিম গুউক, প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, বার্লিনের মেয়র ক্লাস ববেরেইত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস ও পলিশ সলিডারিটি নেতা লেচ ওয়েলসা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল গ্রান্ডারমেনটার্ক হলে ড. ইউনূসকে অর্ভ্যথনা জানান। ১৯৬১ সালে স্নায়ু যুদ্ধের সময় পূর্ব ও পশ্চিম বার্লিন পৃথক করেছিল এই বার্লিন দেওয়াল নির্মাণের মাধ্যমে। এটি ইউরোপ এবং গোটা বিশ্বের মতাদর্শিক বিভাজনের প্রতীক।